Tag Archives: World Cup Qualifier

Argentina vs Colombia : গোল করে নায়ক মার্টিনেজ, আর্জেন্টিনা মেসি ছাড়াই হারাল কলম্বিয়াকে

#বুয়েনোস আইরেস: কে বলেছে লিওনেল মেসি ছাড়া জিততে পারে না আর্জেন্টিনা? শেষ কবে হারের স্বাদ পেয়েছিল সেটা হয়তো ভুলেই গেছে লাতিন আমেরিকার দল আর্জেন্টিনা। একের পর এক জয় ও ড্র’তে অপরাজিত থাকার রেকর্ডের সংখ্যাটা দিন দিন বাড়িয়েই নিচ্ছে দলটি। দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়া পুরো ম্যাচে দাপট দেখিয়ে আরো একটি জয় তুলে নিল লিওনেল স্কোলানির দল।

আরও পড়ুন – Brazil vs Paraguay : কোয়ালিফায়ারে রাফিনা, কুটিনহোদের দাপটে প্যারাগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল

বুধবার ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠ এস্তাদিও মারিও আলবারতো কেমপেসে কলম্বিয়াকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। এই জয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকল দুবারের বিশ্বকাপ জয়ীরা। দলের জয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। ম্যাচের প্রথম ২০ মিনিটে তেমন সুযোগ তৈরি করতে পারেনি আলবিসেলেস্তারা।

আরও পড়ুন – Manoj Tiwari IPL : আইপিএল ২০২২ নিলামে নামবেন ‘মন্ত্রী’ মনোজ তিওয়ারি, তালিকায় বাংলার ১৪ জন খেলোয়াড়

সুযোগ বানাতে পারেনি সফরকারী দল কলম্বিয়াও। তবে ২৯ মিনিটে সুযোগ পেয়েই কাজে লাগান আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। গোলের কারিগর ছিলেন ডিফেন্ডার মার্কুস একুনা। বাঁদিক থেকে তার বুদ্ধিদীপ্ত হাওয়ায় ভাসানো বল ক্রস বক্সের ভেতরে বুক দিয়ে দারুণভাবে নীচে নামিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে কাছের পোস্টে লক্ষ্যভেদ করেন মার্টিনেজ।

প্রথমার্ধে আর কলম্বিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি স্কোলানির শিষ্যরা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরে কিছুটা আক্রমণাত্বক মনোভবে খেলতে থাকে ডি মারিয়া-মার্টিনেজরা। ৬৪মিনিটে ডি মারিয়ার দারুণ এক প্রচেষ্টা রুখে দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে বা পায়ের জোরালো শট নিয়েছিলেন ডি মারিয়া। কিন্তু ডানদিকে ঝাঁপিয়ে কর্ণারের বিনিময়ে রক্ষা করেন ভার্গাস।

৭৪ মিনিটে গোল পোস্টের প্রায় ৩০ গজ দূর থেকে লো সেলসোর নেওয়া শটে ক্রসবারের সামান্য উপর দিয়ে বাইরে চলে যায়। ম্যাচের ফেরার জন্য মরিয়া হয়ে উঠা কলম্বিয়া শেষদিকে আর্জেন্টিনার রক্ষণে বেশ কয়েকবার হানা দেয়, কিন্তু জমাট রক্ষণভাগ আর ভাঙতে পারেনি। এর ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বকাপ বাছাই পর্বে ১৫ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে।

 

Brazil vs Paraguay : কোয়ালিফায়ারে রাফিনা, কুটিনহোদের দাপটে প্যারাগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল

ব্রাজিল – ৪

প্যারাগুয়ে – ০

#রিও ডি জেনিরো: লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। আগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও এ ম্যাচে আর হতাশ করেনি ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে গোল চারটি করেছেন রাফিনহা, ফিলিপ কোতিনহো, এন্টনি ও রদ্রিগো গুয়েস। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে সেলেসাওরা। প্যারাগুয়েকে কোনো রকম সুযোগ দেয়নি তিতের শিষ্যরা।

আরও পড়ুন – Sunil Chhetri congratulates Ogbeche : আইএসএলে সর্বোচ্চ গোলের মালিক হওয়ার পর ওগবেচেকে শুভেচ্ছা সুনীল ছেত্রীর

প্রথমার্ধের এক গোল, দ্বিতীয়ার্ধে আরো তিন গোল করে প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রাখল ব্রাজিল। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই রাফিনহার গোলে এগিয়ে গিয়েছিল কাতার বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল কিন্তু ভিএআর চেকে বাতিল হয়ে যায় গোলটি। ভিএআরে দেখা যায়, শেষ শটের আগে বল হাতে লেগেছিল রাফিনহার।

আরও পড়ুন – IND vs WI series : দেশের জার্সিতে প্রিয় রোহিতের সঙ্গে বন্ধুত্ব নেই পোলার্ডের, হুঙ্কার ক্যারিবিয়ান অধিনায়কের

তবে ২৮ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন সেই রাফিনহাই। মারকুইনাইসের বাড়ানো পাস ধরে প্যারাগুয়ের বক্সে ঢুকে পড়েন রাফিনহা, সেখানে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরাল শটে কাছের পোস্টে লক্ষ্যভেদ করেন। বাঁদিকে ঝাঁপিয়েও রক্ষা করতে পারেননি গোলরক্ষক এন্তনি সিলভা। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি এই ফরোয়ার্ড।

মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো পাস অফসাইড ফাঁদ ভেঙে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস, কিন্তু বলের শেষ টাচ খানিকটা গতির হওয়ায় পোস্ট ছেড়ে বের হয়ে এসে ক্লিয়ার করেন গোলরক্ষক এন্তনি সিলভা। এর ফলে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে ফেরার মিনিট দুয়েকের মাথায় ডি বক্সের ভেতর থেকে রাফিনহার নেওয়া শট সাইডবারে লেগে ফিরে এলে লিড বাড়েনি ব্রাজিলের। এরপর একের পর এক আক্রমণ শানাতে থাকে সেলেসাওরা।

রক্ষণ সামলাতেই হিমশিম খাচ্ছিল সফরকারী প্যারাগুয়ে। ৫৪ মিনিটে প্যারাগুয়ের রক্ষণভাগ কাঁপিয়ে দেন কুনহা। বাঁ দিক থেকে এলেক্স টেলেসের বাড়ানো ক্রস বক্সের ভেতরে ম্যাথিউ কুনহা মাথা ছুঁয়ালেও তা সাইডবার ঘেঁষে বাইরে চলে যায়। অল্পের জন্য রক্ষা পায় সফরকারীরা। ৬২ মিনিটে চোখ ধাঁধানো এক গোল করে ব্রাজিলের লিড বাড়ান ফিলিপে কোতিনহো।

মারকুইনাসের বাড়ানো বল পেয়ে পোস্টের প্রায় ৩০ গজ দূর থেকে জোরাল শটে ডান দিকের পোস্টের টপ কর্ণারে লক্ষ্যভেদ করান এই মিডফিল্ডার। ৮৬ মিনিটে ব্রাজিলকে তৃতীয় গোলে এনে দেন ভিনিসিয়ুসের বদলি নামা এন্টনি। ৮৮ মিনিটে প্যারাগুয়ের জালে শেষ পেরেক ঢুকান, গোল করেন ফরোয়ার্ড রদ্রিগো। এই জয়ের ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

Argentina vs Venezuela: নাটকে মোড়া ম্যাচ, ৩-১ গোলে জিতল আর্জেন্টিনা, রইল ভিডিও

#কারাকাস: অপরাজিত থাকার ধারা ম্যাচ জিতে বজায় রাখল আর্জেন্টিনা (Argentina)৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে  ভেনেজুয়েলাকে ৩-১ গোলে (Argentina beats Venezuela) জিতল মেসি এন্ড কোং৷ ২১ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টিনা৷ তাও আবার ভেনেজুয়েলার হোম ম্যাচে৷ এদিনের ম্যাচে একাধিক আক্রমণ শানালেও মেসির (Lionel Messi) নামের পাশে কোনও গোল নেই৷  তার একমাত্র কৃতিত্ব ভেনেজুয়েলার গোলরক্ষক৷

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ১৪ টি খেলার মধ্যে মাত্র একবার জিতেছে৷ এদিনের ম্যাচে মেসিকে ফাউল করার কারণে রেফারি সরাসরি লুইস আদ্রিয়ান মার্তিনেজকে (Luis Adrian Martinez) লাল কার্ড দেখান৷ ম্যাচের আধঘণ্টার মধ্যে ১০ জন হয়ে যায় ভেনেজুয়েলা (Venezuela) ৷

আর্জেন্টিনা পুরো ম্যাচেই দাপটের সঙ্গে খেলে৷ প্রথম গোল অবশ্য আসে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর৷ জিওভানি লো সেলেসো -র (Giovani Lo Celso ) পাস লাউতারো মার্তিনেজ (Lautaro Martinez ) ভেনেজুয়েলার জালে বল জড়িয়ে দেন৷

এক ফুটবলার বেশি থাকার অ্যাডভানটেজ ম্যাচের দাপট দেখায়৷ এরপর ৭১ , ৭৪ মিনিট পরপর দুটি গোল আরও দাপট বাড়ায়৷  এই গোল করেন জ্যাকুইন কোরেরা (Joaquin Correa), অ্যাঞ্জেল কোরেরা (Angel Correa)৷  এই দুজনেই পরিবর্ত খেলোয়াড় হিসেবে নামেন৷

ভেনেজুয়েলার থেকে একটিই  সান্ত্বনা গোল করেন ইফেরসন৷ অতিরিক্ত সময়ে এটি পেনাল্টি থেকে গোল ছিল৷

আর্জেন্তাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ বলেছেন, ‘‘আমার মনে হয় প্রথমার্ধে  আমরা দারুণ খেলেছি যখন ওঁদের একজন কম হয়ে যায়নি তখনও৷ গোলের পরে আমরা আরও কাজ করেছি, আমরা ঘরে তিন পয়েন্ট নিয়ে যাচ্ছি৷ ’’

১০ জুলাই মেসি কোপা আমেরিকার পর মেসির জাতীয় দলের জার্সিতে প্রথমবার খেললেন৷ কোপা জিতে মেসি নিজের জাতীয় দলের জার্সিতে খেতাব জেতেন না এই অপবাদ কাটিয়েছেন৷ মেসিকে আটকাতে ভেনেজুয়েলা একাধিক ফাউল করে৷

এই মরশুমে মেসি নিজের নতুন দল প্যারিস সেন্ট জার্মেইনের (Paris St Germain) ২৪ মিনিট মাত্র খেলেছেন৷ তিনি এদিনের ম্যাচে ৯০ মিনিট খেলেন৷ Wuilker Farinez দারুণ কিছু সেভ করে মেসির নামে এদিন গোল লিখতে দেননি৷

১০ দলের লাতিন আমেরিকার যোগ্যতা অর্জনপর্বের গ্রুপে আর্জেন্টিনা ২ নম্বরে রয়েছে৷ সামনে শুধু ব্রাজিল৷ এদিন ব্রাজিল চিলির (Brazil vs Chile) বিরুদ্ধে ১-০ গোলে জেতে৷