Gujarat Drug Bust: খাস গুজরাতেই হেরোইন চক্র! দেশে কীভাবে অবাধে মাদকের কারবার চলছে ? প্রশ্ন তুলল কংগ্রেস

আহমেদাবাদ: সম্প্রতি গুজরাতের মুন্দ্রা (Mundra Port) বন্দরে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (DRI) অফিসাররা যে রেকর্ড পরিমাণ মাদক (Drugs) বাজেয়াপ্ত করেছেন, তার বাজারমূল্য শুনলে রীতিমতো চমকে ওঠার মতো ৷ জানা গিয়েছে, ওই পরিমাণ মাদকের দাম ২১ হাজার কোটি টাকা (Drugs Rs 21,000 Crore Seized in Gujarat) ৷ যেগুলি ভারতের বিভিন্ন জায়গায় সাপ্লাই করার জন্যই ওই বন্দরে এসেছিল বলে জানা গিয়েছে ৷

এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকেই এখন আঙুল তুলেছে কংগ্রেস ৷ দলের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, কীভাবে দেশে এই বিপুল পরিমাণ ড্রাগের চোরাচালান চলছিল ? কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা (Randeep Surjewala) একটি সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তুলেছেন ৷

আরও পড়ুন- গুজরাতের মুন্দ্রা বন্দরে ২১ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত ! এসেছে আফগানিস্তান থেকেই, দাবি গোয়েন্দাদের

সুরজেওয়ালা বলেন, মুন্দ্রা বন্দরে ২১ হাজার কোটি টাকা মূল্যের হেরোইন বাজেয়াপ্ত হয়েছে ৷ যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি ৷ এর জন্য বিভিন্ন সরকারি এজেন্সি, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, ইডি এবং ডিআরআই-এর দিকেই আঙুল তুলেছেন তিনি ৷ সুরজেওয়ালা বলেন, মাদক আমাদের দেশের তরুণ সমাজকে ধ্বংস করছে ৷ জুলাই মাসেই দিল্লি পুলিশ ২৫০০ কোটি টাকা মূল্যের ৩৫৪ কেজি মাদক বাজেয়াপ্ত করেছিল ৷ যারা এই মাদক কারবারের সঙ্গে যুক্ত তাদেরকে খুঁজে বের করা হোক ৷

তিনি আরও বলেন, ১৭৫০০০ কোটি টাকা মূল্যের ২৫০০ কেজি মাদক কোথায় গেল ? এভাবেই দেশে ছড়িয়ে পড়ছে মাদক ৷ যা দেশ বিরোধী মূলক কাজেই ব্যবহার করা হচ্ছে ৷ এতে আমাদের জাতীয় নিরাপত্তা ব্যহত হচ্ছে ৷ আর এর সঙ্গে তালিবানদের যোগ রয়েছে ৷ তাই সুপ্রিম কোর্টের বিচারপতির বিশেষ বেঞ্চের অধীনেই এই ঘটনার তদন্ত হোক বলে দাবি করেছেন সুরজেওয়ালা ৷

ড্রাগ উদ্ধারের পর প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, সেগুলির দাম ৩৫০০ কোটি টাকার মতো হবে ৷ তবে ৬ দিন ধরে তদন্ত চালানোর পর বাজেয়াপ্ত হওয়া বিপুল পরিমাণ মাদকের সঠিক বাজারমূল্য জানতে পারেন তদন্তকারী অফিসাররা ৷ যে অঙ্কটা আসলে ২১ হাজার কোটি টাকা ৷

গোয়েন্দা সূত্র থেকে জানা গিয়েছে, জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য আইএসআই (ISI) এবং তালিবানের (Taliban) এই একটাই মাধ্যম ৷ আফগানিস্তানের আশরাফ গনির সরকার এই ধরণের জিনিসপত্র নিষিদ্ধ ঘোষণা করলেও তালিবানদের জমানায় ফের তার ব্যবসা শুরু হয়েছে ৷ যে মাদক গুজরাতের বন্দরে ধরা পড়েছে, তা অত্যন্ত উৎকৃষ্ট মানের হেরোইন (Heroin) বলে পরীক্ষাগারে পরীক্ষার পর জানা গিয়েছে ৷

আরও পড়ুন– যৌন জীবনে বিপদ ডেকে আনছে ওবেসিটি, সময় থাকতে সচেতন হন!

DRI অফিসাররা জানতে পেরেছেন এই মাল বিজয়ওয়াড়ার একটি সংস্থার নামে ভারতে আমদানি করা হয়েছিল ৷ TALC স্টোনের নামে আফগানিস্তান থেকে ইরানের বন্দর আব্বাস হয়ে গুজরাতের মুন্দ্রা বন্দরে এসে পৌঁছেছিল সেগুলি ৷ আফগানিস্তান থেকেই এই ড্রাগ এসেছে বলে নিশ্চিত গোয়েন্দারা ৷ ৪০ টনের দুটি কন্টেনার বাজেয়াপ্ত করা হয় ৷ তারপর সেগুলি গান্ধিনগরের ফরেনসিক সায়েন্স ল্যাবে পাঠানো হয় ৷ সেই পরীক্ষাতেই ধরা পড়ে বাজেয়াপ্ত হওয়া জিনিসগুলি আদতে অনেক দামি হেরোইন ৷ প্রথম কন্টেনারে ১৯৯৯.৫৭৯ কেজি মাদক এবং দ্বিতীয় কন্টেনারে ৯৮৮.৬৪ কেজি মাদক উদ্ধার করা হয় ৷ সবমিলিয়ে তাতে ২৯৮৮.২১৯ কেজি ছিল বলে জানা গিয়েছে ৷

এই ঘটনায় চেন্নাইয়ের বাসিন্দা এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ প্রায় ৩০০০ কেজির মাদকের চোরাচালানের পিছনে তাদের হাত রয়েছে, এমন বেশ কিছু প্রমাণ হাতে এসেছে পুলিশের কাছে ৷ সন্দেহভাজনদের দিল্লি থেকে গ্রেফতার করা হয় ৷