IPL 2021: আইপিএলের ইতিহাসে নাম লেখালেন Harshal Patel, মুম্বইয়ের বিরুদ্ধে Hattrick ভিডিও ভাইরাল

#নয়াদিল্লি : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)  জোরে বোলার হর্ষল প্যাটেল  (Harshal Patel) রবিবার রেকর্ডের ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে শানদার হ্যাটট্রিক করেছেন৷ তাঁর কামাল বোলিংয়ের সুবাদে বিরাট কোহলি অধিনায়কত্বের দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ১৪ মরশুমের  (IPL 2021)  ৩৯ তম ম্যাচে ৫৪ রানে জয় হাসিল করল৷ আরসিবি-র এই জোরে বোলার ১৭ তম ওভারে লাগাতার তিন বলে তিন উইকেট নেন৷ প্রথমে হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড ও তারপর রাহুল চাহারকে আউট করে দেন৷ দেখে নিন সেই হ্যাটট্রিক ভিডিও৷

দুবাইতে খেলা এই টুর্নামেন্টে  আরসিবি  (RCB)  নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করে৷ জয়ের জন্য মুম্বইয়ের (Mumbai Indians) লক্ষ্য ছিল ১৬৬ রান , সেই রান তাড়া করতে নেমে ১১১ রানে অলআউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স৷ মুম্বই আইপিএলের (IPL 2021) দ্বিতীয়পর্বে এই নিয়ে টানা তিন নম্বর ম্যাচ হারল৷ পাশাপাশি গোটা মরশুমে এটা তাদের ষষ্ঠ হার৷ এদিকে এদিনের জয়ের ফলে আরসিবি প্লেঅফে নিজেদের জায়গা দখলের দিকে আরও একটি মজবুত পা রাখল৷ তাদের এখন ১২ পয়েন্ট, তারা রয়েছে পয়েন্ট টেবলের ৩ নম্বর স্থানে৷ অন্যদিকে লাগাতার হারের জেরে মুম্বই ইন্ডিয়ান্স ৭ নম্বরে নেমে গেল৷

আরও পড়ুন – Weather Update: কয়েক ঘণ্টার মধ্যে বদলাবে আবহাওয়া, বজ্রবিদ্যুৎ সহ প্রবল Rain, Kolkata ও দক্ষিণবঙ্গে

প্যাটেল (Harshal Patel) দ্বিতীয় ইনিংসের ১৭ তম ওভারে হার্দিক পান্ডিয়াকে নিশানা করেন৷ তিনি শুরুতেই একটি কাটার দেন যাকে বিরাট কোহলি ক্যাচ করে নেন৷ তিনি আবার কাটার দেন, যা পোলার্ড ফ্লিক ছুঁয়ে স্টাম্পে লেগে যায়৷ এরপর রাহুল চাহার এলবিডাব্লু হয়ে যান৷ হর্ষল প্যাটেল  আইপিএলে হ্যাটট্রিক করা ১৭ তম বোলার হলেন৷

আরও দেখুন – Weather Forecast Video: সোমবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে, মঙ্গল-বুধে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

আইপিএলে হ্যাটট্রিক করার এটা ২০ তম সুযোগ ছিল৷ শেষ হ্যাটট্রিক রাজস্থান রয়্যালসের শ্রেয়স গোপাল ২০১৯  মরশপমে আরসিবি-র বিরুদ্ধে নিয়েছিল৷ অভিজ্ঞ লেগস্পিনার অমিত মিশ্র আইপিএলে সবচেয়েবেশি হ্যাটট্রিক করেছেন৷ তিনি তিনবার হ্যাটট্রিক করেছেন৷ তাঁর ঠিক পিছনেই রয়েছেন যুবরাজ সিং৷ তিনি দু বার হ্যাটট্রিক করেছেন আইপিএলে৷ এদিনের ম্যাচে ৩.১ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন হর্ষল প্যাটেল৷