Tag Archives: MI

IPL 2022: ১৫.২৫ কোটি টাকার ইশান কিশান, আইপিএলের প্রথম ম্যাচেই কাঁপিয়ে দিলেন ব্যাট হাতে

#মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট আইপিএল নিলামের টেবলে তাঁর জন্য অলআউট গিয়েছিল এবং ১৫.২৫ কোটি টাকায় কিনেছিল ইশান কিষাণকে (Ishan Kishan)৷ আইপিএল ২০২২ (IPL 2022) -র মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের প্রথম ম্যাচ দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (DC vs MI) ম্যাচে কাঁপিয়ে দিলেন ইশান কিশান৷ বাঁহাতি ব্যাটসম্যান এদিন ঝকঝকে অর্ধশতরানের পাশাপাশি অপরাজিত থেকে ৮১ রান করেন৷

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করেন ইশান কিশান৷ ছক্কা মেরে পৌঁছন অর্ধশতরানে৷ তিনি ৭ টি চার ও ২ টি ছক্কা মারেন অর্ধশতরানে৷

এদিকে তাঁর ইনিংস যেমন সংযত ছিল তেমনিই ছিল তুফানি৷  রোহিত শর্মা যখন তাঁর উল্টোদিকে ছিলেন তখন তিনি ধরে খেলছিলেন৷ তবে প্রথম ম্যাচেই নিজের ওঠা দামকে মর্যাদা দিতে হবে এরকম একটা ভাবনা নিয়ে মাঠে নেমেছিলেন ইশান কিশান৷ তাই তাঁর ৪৮ বলের ৮১ সাজানো ১১ টি চার এবং ২ টি ছয় দিয়ে৷

আরও পড়ুন – IPL 2022 কোন কোম্পানির ফোন রিচার্জ করালে ফ্রি তে আইপিএল দেখতে পাবেন গ্রাহকরা

সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে ঝড় শুরু হয়৷ সকলেই মজে ইশানের ধামাকা পারফরম্যান্সে৷

এদিন মূলত তাঁর ব্যাট ভর দিয়েই দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান করে ৷

 

IPL 2022: প্রথম একাদশে দুই দলেই রয়েছে ব্যালান্স, মুম্বই বনাম দিল্লি ম্যাচে মাঠে হাজির সচিন

#মুম্বই:  রবিবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে নিজেদের আইপিএল ২০২২ (IPL-2022) অভিযান শুরু করল মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটাল্স৷ দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স  (DC v MI)  ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক ঋষভ পন্থ৷

আইপিএলের রবিবাসরীয় টসে মুখোমুখি হন অভিজ্ঞতম অধিনায়ক রোহিত শর্মা ও তরুণ ঋষভ পন্থ৷

এদিনও মুম্বইতে দিল্লি বনাম মুম্বই  (DC v MI)  ম্যাচের সময় আকাশ পরিষ্কার থাকবে৷ ফলে মাঠে হাজির দর্শক থেকে টিভির দর্শক সকলেই আনন্দ নিতে পারবেন ম্যাচের৷ গত মরশুমে প্লে অফের টিকিট পায়নি আইপিএল ইতিহাসের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স৷ তাই এবার ফের একবার সব দিয়ে ঝাঁপাচ্ছে মুম্বই৷ অন্যদিকে তারুণ্যে ভরা অধিনায়ককে নিয়ে দূরের স্বপ্ন দেখে মাঠে নেমেছ দিল্লি ক্যাপিটাল্স৷

আরও পড়ুন – Ind W vs SA W: হাড্ডাহাড্ডি ম্যাচে হার ভারতের, মিতালির নজিরের ম্যাচেই বিশ্বকাপ থেকে বিদায়

এদিন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে টিম বাসে ছবি শেয়ার করেন সচিন তেন্ডুলকর৷

দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ

ইশান কিষাণ (I Kishan) (উইকেটকিপার), রোহিত শর্মা (R Sharma) (অধিনায়ক), এ সিং (A Singh),  টি ভর্মা (T Varma),  টি ডেভিড (T David), কে পোলার্ড (K Pollard), ডি স্যামস (D Sams) , এম অশ্বিন (M Ashwin), জে বুমরাহ  (J Bumrah), টি মিলস (T Mills),  বি থাম্পি (B Thampi)

দেখে নিন দিল্লি ক্যাপিটাল্সের প্রথম একাদশ

পৃথ্বী শ (P Shaw), টি সেইফার্ট (T Seifert), এম সিং (M Singh), ঋষভ পন্থ ( R Pant)  (অধিনায়ক/উইকেটরক্ষক), আর পাওয়েল (R Powell), এল যাদব (L Yadav), অকসর প্যাটেল (A Patel), শার্দুল ঠাকুর (S Thakur),  কে নাগারকোটি (K Nagarkoti),  কে যাদব (K Yadav), খলিল আহমেদ (K Ahmed)

আইপিএলের (IPL-2022)  ইতিহাসে দ্বিতীয় ম্যাচে রবিবার এই দুই দলের লড়াই৷ আইপিএলে এই দুই দল ৩০ বার মুখোমুখি হয়েছে৷ মুম্বই জিতেছে ১৬ বার আর দিল্লি জিতেছে ১৪ বার৷

IPL 2021: MI vs SRH: টসই কি হল মুম্বই ইন্ডিয়ান্সের ভাগ্য নির্ধারক, জানুন Toss Update

#কলকাতা: আইপিএল ২০২১ (IPL 2021) ৫৫ তম ম্যাচে আবুধাবিতে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (MI vs SRH)৷ টস সব ম্যাচেই গুরুত্বপূর্ণ আর এই ম্যাচের টস আপডেট  (Toss Update) একটু বেশিই গুরুত্বপূর্ণ৷ টসে জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল রোহিত শর্মা৷ এদিকে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব করছেন মণীশ পান্ডে৷ ফলে টসে হেরে প্রথমে ফিল্ডিং পেলে যে প্লে অফে যাওয়ার সম্ভবনায় শুরুতেই বালি পড়ে যেত সেটা অন্তত হল না৷

এদিকে এর আগে কলকাতা নাইট রাইডার্স  (KKR)  আইপিএল ২০২১ (IPL 2021) -র ৫৪ তম ম্যাচে রাজস্থান রয়্যালস  (RR)  ৮৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে৷ এই জয়ের ফলে চতুর্থ স্থানে কেকেআরের অবস্থান আরও মজবুত হয়েছে৷ কার্যত তাদের প্লে অফে পৌঁছনো নিশ্চিত৷ চেন্নাই সুপার কিংস  (CSK) এবং দিল্লি ক্যাপিটাল্স (DC)  এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) আগেই প্লে অফে জায়গা করে নিয়েছে৷ এখন প্লে অফের জন্য চতুর্থ দলের পরিস্থিতি আকর্ষণীয় হয়ে গেছে৷ এদিকে এই সবের জেরে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন এবং পাঁচবারের আইপিএল ট্রফি জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফে (Mumbai Indians in Playoff) পৌঁছনো প্রায় অনিশ্চিত৷

ষষ্ঠ স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians ) এখনও অবধি অবশ্য পুরো আশা হারায়নি৷ কিন্তু মুম্বইয়ের প্লে অফে পৌঁছনোর রাস্তা খুবই জটিল৷ রাজস্থানের বিরুদ্ধে বড় জয়ের ফলে কেকেআর (KKR) নিজের রানরেট খুবই ভালো করে নিয়েছে৷ এরফলে মুম্বই আরও চাপে পড়ে গেছে৷ প্লে অফে পৌঁছতে গেলে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৭১ রানের ব্যবধানে হারাতে হবে৷

আরও পড়ুন- বঙ্গ ছাড়াও ভিন রাজ্যের পুজো: বেড়াতে গিয়েও মিস হবে না অষ্টমীর অঞ্জলি আর পুজোর ভোগ!

শুক্রবার আইপিএল ২০২১ (IPL 2021) শেষ ডবল হেডারের শেষ ম্যাচ হবে৷ টুর্নামেন্টের এই প্রথম একইসঙ্গে দুটি ম্যাচ হবে৷ দিল্লি ক্যাপিটাল্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স খেলবে আর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে৷ যদি সানরাইজার্স অধিনায়ক টসে জেতে আর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তখনই সরকারি ভাবে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ থেকে ছিটকে যাবে৷

আরও পড়ুন – Indian Railways: Job Vacancy: রেলওয়েতে বড়সড় নিয়োগ! ২২০৬ পদে অ্যাপ্রেন্টিস পদের বিজ্ঞপ্তি প্রকাশ!

মুম্বই ইন্ডিয়ান্স যদি প্রথমে বল করে তাহলে পয়েন্ট টেবলে কেকেআরকে কোনওভাবেই  ছিটকে দিতে পারবে না৷ তাতে যদি প্রথম ওভারেও ম্যাচ জিতে যায় তাহলেও প্লেঅফের টিকিট পাবে না৷ আইপিএলের (IPL2021) সবচেয়ে সফল দল ও পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে৷ তাদের নেট রানরেট -০.০৪৮, কিন্তু কেকেআর রাজস্থানের বিরুদ্ধে বড় জয় পাওয়ায় তাদের রানরেট +০.৫৮৭৷ আইপিএল ২০২১ এ দ্বিতীয় পর্বে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) খারাপ হয়েছে পারফরম্যান্স৷ তারই জেরে তাদের এই রকমের অবস্থা, যখন তারা খেতাব রক্ষার লড়াইতে নেমে টুর্নামেন্টের প্লে অফে পৌঁছতে পারল না৷

IPL 2021: আইপিএলের ইতিহাসে নাম লেখালেন Harshal Patel, মুম্বইয়ের বিরুদ্ধে Hattrick ভিডিও ভাইরাল

#নয়াদিল্লি : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)  জোরে বোলার হর্ষল প্যাটেল  (Harshal Patel) রবিবার রেকর্ডের ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে শানদার হ্যাটট্রিক করেছেন৷ তাঁর কামাল বোলিংয়ের সুবাদে বিরাট কোহলি অধিনায়কত্বের দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ১৪ মরশুমের  (IPL 2021)  ৩৯ তম ম্যাচে ৫৪ রানে জয় হাসিল করল৷ আরসিবি-র এই জোরে বোলার ১৭ তম ওভারে লাগাতার তিন বলে তিন উইকেট নেন৷ প্রথমে হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড ও তারপর রাহুল চাহারকে আউট করে দেন৷ দেখে নিন সেই হ্যাটট্রিক ভিডিও৷

দুবাইতে খেলা এই টুর্নামেন্টে  আরসিবি  (RCB)  নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করে৷ জয়ের জন্য মুম্বইয়ের (Mumbai Indians) লক্ষ্য ছিল ১৬৬ রান , সেই রান তাড়া করতে নেমে ১১১ রানে অলআউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স৷ মুম্বই আইপিএলের (IPL 2021) দ্বিতীয়পর্বে এই নিয়ে টানা তিন নম্বর ম্যাচ হারল৷ পাশাপাশি গোটা মরশুমে এটা তাদের ষষ্ঠ হার৷ এদিকে এদিনের জয়ের ফলে আরসিবি প্লেঅফে নিজেদের জায়গা দখলের দিকে আরও একটি মজবুত পা রাখল৷ তাদের এখন ১২ পয়েন্ট, তারা রয়েছে পয়েন্ট টেবলের ৩ নম্বর স্থানে৷ অন্যদিকে লাগাতার হারের জেরে মুম্বই ইন্ডিয়ান্স ৭ নম্বরে নেমে গেল৷

আরও পড়ুন – Weather Update: কয়েক ঘণ্টার মধ্যে বদলাবে আবহাওয়া, বজ্রবিদ্যুৎ সহ প্রবল Rain, Kolkata ও দক্ষিণবঙ্গে

প্যাটেল (Harshal Patel) দ্বিতীয় ইনিংসের ১৭ তম ওভারে হার্দিক পান্ডিয়াকে নিশানা করেন৷ তিনি শুরুতেই একটি কাটার দেন যাকে বিরাট কোহলি ক্যাচ করে নেন৷ তিনি আবার কাটার দেন, যা পোলার্ড ফ্লিক ছুঁয়ে স্টাম্পে লেগে যায়৷ এরপর রাহুল চাহার এলবিডাব্লু হয়ে যান৷ হর্ষল প্যাটেল  আইপিএলে হ্যাটট্রিক করা ১৭ তম বোলার হলেন৷

আরও দেখুন – Weather Forecast Video: সোমবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে, মঙ্গল-বুধে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

আইপিএলে হ্যাটট্রিক করার এটা ২০ তম সুযোগ ছিল৷ শেষ হ্যাটট্রিক রাজস্থান রয়্যালসের শ্রেয়স গোপাল ২০১৯  মরশপমে আরসিবি-র বিরুদ্ধে নিয়েছিল৷ অভিজ্ঞ লেগস্পিনার অমিত মিশ্র আইপিএলে সবচেয়েবেশি হ্যাটট্রিক করেছেন৷ তিনি তিনবার হ্যাটট্রিক করেছেন৷ তাঁর ঠিক পিছনেই রয়েছেন যুবরাজ সিং৷ তিনি দু বার হ্যাটট্রিক করেছেন আইপিএলে৷ এদিনের ম্যাচে ৩.১ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন হর্ষল প্যাটেল৷

IPL 2021: MI vs PBKS ম্যাচের টস মিস, দেখুন ভিডিও, দেখে নিন দু‘দলের প্লেয়িং ইলেভেন

#চেন্নাই: আইপিএল ২০২১ (IPL 2021 ) -র ১৭ তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম পঞ্জাব কিংস  (Punjab Kings) মধ্যে চেন্নাইতে ম্যাচ৷ চিপকেই খেলা হবে এই ম্যাচটিও৷  এদিনের ম্যাচে টসে জিতে Toss জিতে ফিল্ডিং-র সিদ্ধান্ত নিল পঞ্জাব৷

এদিনের ম্যাচে নিজেদের প্রথম একাদশে একটি পরিবর্তন করেছেন পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল৷  দলে এলেন রবি বিষ্ণোই৷ এদিকে টসে হেরেও প্রথমে ব্যাট করাকেই সুবিধাজনক মনে করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা৷ তাঁর  কাফ মাসলে হালকা একটি  অস্বস্তি থাকলেও এখন তা নেই জানিয়েছেন হিটম্যান৷

পঞ্জাব এখনও ৪ টি ম্যাচের ৩ টি তে হেরেছে৷ পয়েন্ট টেবলে তারা সবচেয়ে পিছনে রয়েছে৷ এদিকে মুম্বই চার ম্যাচের মাত্র ২ টি তে জিতেছে৷  তারা পয়েন্ট টেবলের চার নম্বরে আছে৷ মুম্বই ব্যাটসম্যানরা এখনও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি৷ অন্যদিকে পঞ্জাব এই ম্যাচ থেকে জয়ের ধারায় ফিরতে বদ্ধপরিকর পঞ্জাব৷

এই বছর আইপিএলে এখনও শুরুর পর্ব চলছে৷ পঞ্জাবের ক্রিকেটাররাও ফর্মে ফেরার আশায় ৷ অন্যদিকে খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বইকেও ট্রেন লাইনে রাখতে হবে আর স্পিডও বাড়াতে হবে৷ কেএল রাহুলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে৷ এদিকে মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা ব্যাট হাতে ফর্মের ইঙ্গিত দিলেও এখনও নিজের স্বমূর্তি ধারণ করতে পারেননি৷

শেষ চারটি ম্যাচের দুটিতে জয় পেলেও নিজেদের সেরা ছন্দে দেখা যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সকে। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল হিসেবে এই প্রদর্শন মোটেই খুশি করতে পারছে না মুম্বই সমর্থকদের। শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে হেরেছে দল। সবচেয়ে বড় কথা চিপকে শেষ চার ম্যাচের একটিতেও ১৬০ রানের বেশি তুলতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। চিন্তায় রাখছে দলের মিডল অর্ডার। ঈশান, হার্দিক, ক্রুনাল, পোলার্ডদের ব্যাটে সেভাবে বড় রান নেই। রোহিত শর্মা নিজেও ভাল শুরু করে লম্বা ইনিংস খেলতে ব্যর্থ। অন্যবার দক্ষিণ আফ্রিকান ডি কক যে ফর্মে থাকেন, এবার সেই ছন্দে দেখা যাচ্ছে না।

তুলনামূলকভাবে বোলিং বিভাগে লেগস্পিনার রাহুল চাহার এবং নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ধারাবাহিক পারফর্ম করছেন। বুমরা এখনও নিজের সেরা ছন্দে আসতে পারেননি। হার্দিককে বোলার হিসেবে সেভাবে ব্যবহার করা হচ্ছে না। ক্রুনাল পান্ডিয়া ধারাবাহিকতা দেখাতে পারছেন না। সব মিলিয়ে নিজেদের সেরা জায়গায় আসতে পারেনি মুম্বই।

অন্যদিকে শেষ তিনটি ম্যাচে হেরে খারাপ অবস্থা পঞ্জাব কিংস দলের। প্রথম দুটি ম্যাচে অধিনায়ক রাহুল রান পেলেও তারপর ধারাবাহিকতার অভাবে ভুগছেন। একই অবস্থা আগারওয়ালের।

ক্রিস গেইল প্রথম ম্যাচে ৪০ করলেও তারপর ব্যর্থ। পুরান পুরো ফ্লপ। তরুণ শাহরুখ খান কিছুটা লড়াই করছেন। সম্ভবত মুম্বই ম্যাচে পঞ্জাব খেলাতে পারে ইংল্যান্ডের ডাউইড মালানকে। টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান তিনি। লেগস্পিনার মুরুগান অশ্বিনের জায়গায় আনা হতে পারে রবি বিষ্ণইকে। রাতের ম্যাচে শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে দেখা দিচ্ছে। পরে যে দল বল করছে তাঁদের কাজটা কঠিন হয়ে যাচ্ছে। পঞ্জাবের বোলাররা শেষ ম্যাচে সানরাইজার্স দলের বিরুদ্ধে দাগ কাটতে ব্যর্থ।

শামি চেষ্টা করছেন নিজের সেরাটা দিতে। এই ম্যাচে ইংল্যান্ডের ক্রিস জর্ডনকে ফেরানো হতে পারে। দুই দলের ওজনে অনেক এগিয়ে মুম্বই। কিন্তু রোহিত শর্মা রাহুলদের যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। পাশাপাশি রাহুল মরিয়া পরপর তিন ম্যাচ হারের পর একটা জয় তুলে নিতে। চেন্নাইয়ের মাঠে দুটো দলের কাছেই এটাই শেষ ম্যাচ। চেন্নাই পর্ব শেষ করার আগে কোন দল হাসিমুখে মাঠ ছাড়ে সেটাই দেখার।

IPL 2021: Mumbai Indians vs Punjab Kings-র ম্যাচের সব আপডেট, জানুন টসের ফল

#চেন্নাই: আইপিএল ২০২১ (IPL 2021 ) -র ১৭ তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম পঞ্জাব কিংস  (Punjab Kings) মধ্যে চেন্নাইতে ম্যাচ৷ চিপকেই খেলা হবে এই ম্যাচটিও৷  এদিনের ম্যাচে টসে জিতে Toss জিতে ফিল্ডিং-র সিদ্ধান্ত নিল পঞ্জাব৷

পঞ্জাব এখনও ৪ টি ম্যাচের ৩ টি তে হেরেছে৷ পয়েন্ট টেবলে তারা সবচেয়ে পিছনে রয়েছে৷ এদিকে মুম্বই চার ম্যাচের মাত্র ২ টি তে জিতেছে৷  তারা পয়েন্ট টেবলের চার নম্বরে আছে৷ মুম্বই ব্যাটসম্যানরা এখনও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি৷ অন্যদিকে পঞ্জাব এই ম্যাচ থেকে জয়ের ধারায় ফিরতে বদ্ধপরিকর পঞ্জাব৷

এই বছর আইপিএলে এখনও শুরুর পর্ব চলছে৷ পঞ্জাবের ক্রিকেটাররাও ফর্মে ফেরার আশায় ৷ অন্যদিকে খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বইকেও ট্রেন লাইনে রাখতে হবে আর স্পিডও বাড়াতে হবে৷ কেএল রাহুলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে৷ এদিকে মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা ব্যাট হাতে ফর্মের ইঙ্গিত দিলেও এখনও নিজের স্বমূর্তি ধারণ করতে পারেননি৷

শেষ চারটি ম্যাচের দুটিতে জয় পেলেও নিজেদের সেরা ছন্দে দেখা যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সকে। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল হিসেবে এই প্রদর্শন মোটেই খুশি করতে পারছে না মুম্বই সমর্থকদের। শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে হেরেছে দল। সবচেয়ে বড় কথা চিপকে শেষ চার ম্যাচের একটিতেও ১৬০ রানের বেশি তুলতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। চিন্তায় রাখছে দলের মিডল অর্ডার। ঈশান, হার্দিক, ক্রুনাল, পোলার্ডদের ব্যাটে সেভাবে বড় রান নেই। রোহিত শর্মা নিজেও ভাল শুরু করে লম্বা ইনিংস খেলতে ব্যর্থ। অন্যবার দক্ষিণ আফ্রিকান ডি কক যে ফর্মে থাকেন, এবার সেই ছন্দে দেখা যাচ্ছে না।

তুলনামূলকভাবে বোলিং বিভাগে লেগস্পিনার রাহুল চাহার এবং নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ধারাবাহিক পারফর্ম করছেন। বুমরা এখনও নিজের সেরা ছন্দে আসতে পারেননি। হার্দিককে বোলার হিসেবে সেভাবে ব্যবহার করা হচ্ছে না। ক্রুনাল পান্ডিয়া ধারাবাহিকতা দেখাতে পারছেন না। সব মিলিয়ে নিজেদের সেরা জায়গায় আসতে পারেনি মুম্বই।

অন্যদিকে শেষ তিনটি ম্যাচে হেরে খারাপ অবস্থা পঞ্জাব কিংস দলের। প্রথম দুটি ম্যাচে অধিনায়ক রাহুল রান পেলেও তারপর ধারাবাহিকতার অভাবে ভুগছেন। একই অবস্থা আগারওয়ালের।

ক্রিস গেইল প্রথম ম্যাচে ৪০ করলেও তারপর ব্যর্থ। পুরান পুরো ফ্লপ। তরুণ শাহরুখ খান কিছুটা লড়াই করছেন। সম্ভবত মুম্বই ম্যাচে পঞ্জাব খেলাতে পারে ইংল্যান্ডের ডাউইড মালানকে। টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান তিনি। লেগস্পিনার মুরুগান অশ্বিনের জায়গায় আনা হতে পারে রবি বিষ্ণইকে। রাতের ম্যাচে শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে দেখা দিচ্ছে। পরে যে দল বল করছে তাঁদের কাজটা কঠিন হয়ে যাচ্ছে। পঞ্জাবের বোলাররা শেষ ম্যাচে সানরাইজার্স দলের বিরুদ্ধে দাগ কাটতে ব্যর্থ।

শামি চেষ্টা করছেন নিজের সেরাটা দিতে। এই ম্যাচে ইংল্যান্ডের ক্রিস জর্ডনকে ফেরানো হতে পারে। দুই দলের ওজনে অনেক এগিয়ে মুম্বই। কিন্তু রোহিত শর্মা রাহুলদের যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। পাশাপাশি রাহুল মরিয়া পরপর তিন ম্যাচ হারের পর একটা জয় তুলে নিতে। চেন্নাইয়ের মাঠে দুটো দলের কাছেই এটাই শেষ ম্যাচ। চেন্নাই পর্ব শেষ করার আগে কোন দল হাসিমুখে মাঠ ছাড়ে সেটাই দেখার।

IPL 2021: MI vs SRH শনিবাসরীয় সুপারহিট ম্যাচের টস আপডেট, জানুন ক্লিকে

#চেন্নাই: হায়দরাবাদ খুঁজছে প্রথম জয় অন্যদিকে মুম্বইয়ের চ্যালেঞ্জ জয়ের ধারা ধরে রাখা৷ এই অবস্থায় চেন্নাইতে আয়োজিত নবম ম্যাচে টসে জিতলেন রোহিত শর্মা৷ টসে জিতে ব্যাট করবে মুম্বই ইন্ডিয়ান্স৷

সানরাইজার্স হায়দরাবাদ (SRH) এ মরশুমে শুরুটাই করেছে ল্যাজে গোবরে অবস্থায়৷ দু‘টি ম্যাচের (IPL 2021) ২ টিতেই হেরেছে ডেভিড ওয়ার্নার বাহিনী৷ এই অবস্থায় শনিবার তাদের সামনে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স৷ ডেভিড ওয়ার্নারের ( David Warner) ছেলেরা হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও কলকাতা নাইট রাইডার্স (KKR) বিরুদ্ধের ম্যাচ দুটি৷

ওয়ার্নার, মণীশ পান্ডে, জনি বেয়রিস্তো প্রত্যেকেই ইতিমধ্যেই অর্ধশতরান করে ফেলেছেন কিন্তু তারপরেও দল জয়ের মুখ দেখেনি৷ এদিকে মুম্বই ইন্ডিয়ান্স  (MI) এ মরশুমে আরসিবি-র কাছে হারলেও কলকাতা নাইট রাইডার্সকে জেতা ম্যাচ হারিয়ে দিয়ে আত্মবিশ্বাসে ফুটছে৷

ব্যাটসম্যানদের পাশাপাশি SRH -ক্যাম্পের ধামাকা বোলার রশিদ খান দু‘টি ম্যাচেই ২ টি করে উইকেট পেয়েছেন৷ প্রথম ম্যাচে ২৪ রান দিয়ে ২ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি৷

ওয়েস্টইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে ৩ উইকেট পান কিন্তু তিনি ব্যাট হাত কার্যকর হতে পারেননি৷ ফলে একসময় যে দল ২ উইকেট খুইয়ে ১১৬ রান করেছিল তারা ১৫০ তাড়া করে উঠতে পারেনি৷

ভুবনেশ্বর কুমার সানরাইজার্সের স্ট্রাইক বোলার তিনি দুটি ম্যাচে একটি করেই  উইকেট পেয়েছন৷ ২০১৬ -র চ্যাম্পিয়নরা এম এ  চিদাম্বরম স্টেডিয়ামে এদিন নিজেদের পারফরম্যান্সে আরও বেশি ধারাবাহিকতা দাবি করছে৷

এদিকে মুম্বই ইন্ডিয়ান্স (MI) কেকেআরের নিশ্চিত জয়ের কেক মুখ থেকে কার্যত ছিনিয়ে নিয়েছে৷ ডেথ ওভারে তারা যেভাবে ম্যাচে ফিরে এসেছিল তা কুর্নিশযোগ্য৷ এই ম্যাচে তারা ১৫২ রানই করতে পেরেছিল৷ আর ওপেনিং পার্টনারশিপেই নীতিশ রাণা ও শুভমান গিলের ওপেনিং পার্টনারশিপ ছিল ৭২ রানের৷ প্রথম উইকেট তারা যখন খোয়ায় তখন তাদের ৯ ওভার খেলা হয়ে গিয়েছিল৷ কিন্তু এরপর যেন উইকেট খোয়ানোর ধুম পড়ে যায়৷ আর ১২২ রানে ৩ উইকেট থেকে কেকেআর ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৪০ করে উঠতে পেরেছিল৷ ফলে যা হওয়ার তাই হয় ১০ রানে ম্যাচ হারে তারা৷

এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা (Rohit Sharma) এবং সূর্য কুমার যাদব (Suryakumar Yadav)  যথাক্রমে ৪৩ ও ৫৬ রান করেন৷ মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচে নিজের মিডল অর্ডারের থেকে আরও ভালো পারফরম্যান্স  আশা করছে৷ এই ম্যাচে রাহুল চাহার ২৭ রান দিয়ে ৪ উইকেট পেয়েছিল আর ট্রেন্ট বোল্ট ২ উইকেট নেন৷ এছাড়া কেকেআরকে জয়ের লাইন থেকে সরিয়ে দিয়েছিল জসপ্রীত বুমরাহের ডেথ ওভারের দুরন্ত বোলিং৷

IPL 2020: RCB vs MI: লড়াইতে ফিরতে মরিয়া বিরাট, রোহিতের চোখে জয়, জেনে নিন টস সমাচার

#দুবাই: মুখোমুখি বিরাট ও রোহিত৷ জাতীয় দলের জার্সি গায়ে যখন এই দুই তারকা খেলেন তখন নিজেদের মধ্যে অলিখিত টক্কর চলেন৷ কী করে একে অপরকে ছাপিয়ে যাবেন৷ তাই যখন লড়াইটা বিপক্ষ দলের নেতা হিসেবে হয়, তখন মাত্রা নিঃসন্দেহে আরও বাড়ে৷ এবারের আইপিএলের শুরুটা দুই অধিনায়কেরই খুব একটা মধুর হয়নি৷ রোহিতের মুম্বই তাও কেকেআরের বিরুদ্ধে জয়ের স্বাদ পেলেও আরসিবি-র বিরাটের জয় এখনও অধরা৷ তাই দুবাইতে মারাত্মক প্ল্যানিং আর আগ্রাসন নিয়ে মাঠে নামবেন দুই অধিনায়কই৷ সোমবার আইপিএলের ম্যাচে টসে জিতল মুম্বই ইন্ডিয়ান্স ৷ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিতের৷

এই ম্যাচের আগে রোহিতের ফর্মে ফেরা মুম্বইয়ের জন্য দারুণ স্বস্তিজনক৷ পাশাপাশি তাঁদের বোলাররাও অনেকটাই নিয়ন্ত্রিত খেলার ওপরেই জোর দিয়েছেন৷ সেখানেই বিরাটের দলের চিন্তা তাঁর নিজের ফর্মের ব্যাডপ্যাচ পাশাপাশি বোলাদের অতিরিক্ত রান দেওয়ার প্রবণতা৷

গত ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) -র রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) কিংস ইলেভেনে পঞ্জাবের(Kings XI Punjab)  বিরুদ্ধে ৯৭ রানে হেরেছিল৷ এই প্রাথমিক ধাক্কা সামলে আজ খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ম্যাচ আরসিবি-র৷ এই ম্যাচে তারা জয়ের রাস্তায় ফিরবে এমন ভাবনাতেই প্রস্তুতি সারছে তারা৷ গত ম্যাচের হারের পর আরসিবিকে প্রচণ্ড সমালোচনার মুখে পড়তে হয়েছে৷ সবচেয়ে সমালোচিত হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি৷ তাই এই ম্যাচ ফের একবার ভারত অধিনায়ক নিজেকে প্রমাণের ম্যাচ৷ চিন্তায় রেখেছে তাঁর ব্যাটিং ফর্ম পাশাপাশি তাঁর অধিনায়কত্ব স্কিল!

দলের ব্যালান্স ঠিক করার জন্য দলে তিনটি গুরুত্বপূর্ণ বদল আসার সম্ভবনা৷ ক্রিস মরিস এখনও ফিট নন৷ ফলে এই ম্যাচেও দলের বাইরে বসে থাকতে হতে পারে তাঁকে৷ জেনে নিন কী হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্সের সম্ভাব্য একাদশ৷

পার্থিব প্যাটেল- উইকেটরক্ষক ও ব্যাটসম্যান পার্থিব প্যাটেল জোশ ফিলিপের জায়গায় আসতে পারেন৷ জোশ টুর্নামেন্টে প্রত্যাশামতো শুরু করতে পারেনি৷ মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ম্যাচে তাঁকে দলের বাইরে বসতে হতে পারে৷

মইন আলি- অভিজ্ঞ ক্রিকেটার মইন আলি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়াশিংটন সুন্দরের বিরুদ্ধে খেলতে পারেন৷ আলি দলে এলে ব্যাঙ্গালোর দলে ব্যাটিংয়ের ক্ষেত্রেও গভীরতা বাড়বে৷ কারণ তাঁর হাতে বেশ কিছু বড় শট আছে৷ পাশাপাশি গত মরশুমে আইপিএলে বল হাতে মইন আলির পারফরম্যান্স সুন্দরের চেয়ে অনেকটাই ভালো৷

মহম্মদ সিরাজ – ভারতের অভিজ্ঞ বোলার উমেশ যাদব দুটি ম্যাচে ৩৫ ও ৪৮ রান দিয়েছেন৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোহলি কোনও রিস্ক নিতে চাইবেন না৷ এই ম্যাচে মহম্মদ সিরাজকে দলে নিয়ে উমেশ যাদবকে বাইরে পাঠানো হতে পারে৷

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য Playing 11 এই ধরণের হতে পারে- দেবদত্ত পাডিক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, পার্থিব প্যাটেল, শিভম দুবে, মইন আলি, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, ডেল স্টেইন, যজুবেন্দ্র চাহাল৷