Rishabh Pant and MS Dhoni: হেলায় সুযোগ হারালেন পন্থ! নেটিজেনরা মনে করিয়ে দিলেন ধোনির কথা, ভাইরাল

# দুবাই: ঋষভ  পন্থ ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে ফের একবার ফ্যানদের নিন্দার পাত্র হলেন ঋষভ পন্থ৷   দু বলে জয়ের  জন্য ২ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার৷ সেই সময়ে রান আউটের সহজ সুযোগ নষ্ট করে দেন পন্থ! আর পন্থ এভাবে সুযোগ নষ্ট করায় ফ্যানরা ফের একবার মহেন্দ্র সিং ধোনিকে মনে করলেন৷  দাসুন শনাকা অর্শদীপ সিংয়ের একটি লেংথ ডেলিভারি খেলেন, এরপর তিনি একটি ঝুঁকিপূর্ণ সিঙ্গল নেন৷ পন্থের লক্ষ্যে তিনটি স্টাম্প ছিল৷ কিন্তু তিনি পুরোপুরি লক্ষ্যভ্রষ্ট হন৷ এটা শুধু পন্থই নন যে সরাসরি হিট মিস করে, পন্থের ভুল ছোঁড়া লাগে অর্শদীপ সিংয়ের হাতে, তিনি শনাকাকে আউট করার জন্য নন স্ট্রাইকার এন্ডেও বল ছোঁড়েন কিন্তু তিনিও বিফল ছিলেন৷

এইভাবে ভারত এশিয়া কাপ  ২০২২ -র সুপার ৪ রাউন্ডে লাগাতার ২ ম্যাচে হেরে গেছেন৷  প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে হেরেছে তারপর ফের একবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও হার৷ এদিকে পন্থ এভাবে আউটের সুযোগ মিস করায় ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে একহাত নেন৷ ধোনি এরকম সুযোগ কখনই মিস করেন না এটাই মনে করিয়ে দিয়েছেন ফ্যানরা৷ এই ধরণের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে ধোনি দৌড়ে নিজের উইকেটকিপারের দায়িত্ব পালন করতেন৷

 

আরও পড়ুন –  Viral Video: ছিঃ ছিঃ করছেন নেটিজেনরা, চাপ নিতেই পারছেন না রোহিত, কানই দিলেন না অর্শদীপের কথায়

 

 ফ্যানরা ধোনির রান আউটের ভিডিও শেয়ার করছেন৷ যেখানে ধোনি বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে ৩ বলে ২ রান দরকার ছিল এবং হাতে ৪ উইকেট ছিল৷ কিন্তু তাও ধোনির কারণে তারা পারেনি৷ ধোনি শেষ বলে মুস্তাফিজুর রহমানকে জবরদস্ত আন্দাজে রানআউট করে ভারতকে কামাল জয় এনে দিয়েছিলেন৷

 

 

শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য ২ রান প্রয়োজন ছিল৷ পান্ডিয়া নিজের শেষ বল করেন, সৌগত হার্দিকের বল খেলতে পারেননি, বল সোজা ধোনির হাতে গিয়েছিল আর মুস্তাফিজুর রহমান রান চুরি করে নেওয়ার চেষ্টায় ছিলেন৷ কিন্তু ধোনি অত্যন্ত ক্ষিপ্রতায় স্টাম্পের দিকে দৌড় লাগান এবং উইকেট ভেঙে দেন৷

ম্যাচে একটা সময়ে এরকম মনে হচ্ছিল শ্রীলঙ্কা সহজেই ম্যাচ জিতে যাবে, পথুম নিশঙ্ক ও কুশল মেন্ডিস ওপেনিং জুটিতে ৯৭ রান করেন৷ ফলে শুরুতেই ভারতের রান তাড়া করার শক্ত ভিত তৈরি করে দেন৷ যদিও ভারতীয় দল পরপর চার উইকেট নিয়ে নেয়৷ এরপর মনে হচ্ছিল ভারত হয়ত ম্যাচে ফিরেছে, কিন্তু রাজাপক্ষে ও শনাকা শ্রীলঙ্কার জয় সুনিশ্চিত করে দেয়৷