ADIDAS-এর ‘ভাই’! ইন্টারনেটে সুপার ভাইরাল ‘অজিতদাস’! এক জুতোতেই তোলপাড়

#ভাইরাল ভিডিও: সর্বস্তরের মানুষ জনপ্রিয় ব্র্যান্ড কিনতে চায়। এমন পরিস্থিতিতে অনেক সময় মানুষ না দেখেই নকল ব্র্যান্ডের জামাকাপড় বা জুতো কিনে নেন অজান্তেই। অনুলিপিকারী কোম্পানি এমন কিছু ডিজাইন করে যা আসল ব্র্যান্ড এর থেকে হুবহু এক। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা এমনই একটি পণ্যের একটি ছবি শেয়ার করেছেন যাতে স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাসের ব্র্যান্ডিং রয়েছে। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যানের ট্যুইটারে আপলোড করা ছবিতে একটি সাদা জুতো দেখা যাচ্ছে যেটি একনজর দেখলে একদমই একটি অ্যাডিডাসের জুতো বলে মনে হবে। এমনকি রয়েছে চেনা সেই লোগো এবং তিন-স্ট্রাইপ ট্রেডমার্ক।

দূর থেকে দেখলে এটিকে অ্যাডিডাস মনে হলেও কাছে থেকে দেখলে বোঝা যাবে লোগোর সঙ্গে প্রতিষ্ঠানের নামটি “অজিতদাস”। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। ট্যুইটটি করে ব্যঙ্গ করেছেন আনন্দ মাহিন্দ্রা।

আরও পড়ুন: ‘আদালতে লড়তে লড়তে সব টাকা শেষ হয়ে যাচ্ছে…’, নিয়োগ নিয়ে তুমুল উষ্মা প্রকাশ মমতার! রাখলেন বড় আবেদন

আরও পড়ুন: ব্রাজিলের পতাকা সঙ্গে নিয়ে কাতারে ‘কালারফুল’ মদন মিত্র!

ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করলে জানা যায় যে নকল জুতাগুলিতে অ্যাডিডাসের ‘অজিতদাস’ লেখা রয়েছে, যা কিছু লোককে অযৌক্তিক মনে হতে পারে। আনন্দ মাহিন্দ্রা মজা করে লেখেন, এই নামটি সম্পূর্ণ যৌক্তিক। ক্যাপশনে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, ‘এর সহজ অর্থ হল আদির অজিত নামে এক ভাই আছে। পুরো পৃথিবীটা কি একটা পরিবার?’

পোস্টটি দেখার পর অনেক ইন্টারনেট ব্যবহারকারী মজা করে পোস্ট লিখতে শুরু করেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘আদি মানে প্রথম, অজিত মানে অজেয়। কিছু সম্পর্কিত মনে হয়. অ্যাডিডাস এবং অজিতদাস অবশ্যই ‘কাজিন’ অর্থাৎ তুতোভাই হতে পারে। অপর একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমরা আমাদের কলেজে এমন মজা করতাম, আদি এবং দাস দুই ভারতীয় ভাই বিদেশে অ্যাডিডাস শুরু করেন এবং এর শিকড় ভারত থেকে। তৃতীয় একজন ব্যবহারকারী পোস্টটি দেখে লিখেছেন, ‘সম্ভবত কুম্ভ মেলায় কোথাও হারিয়ে গিয়েছে অ্যাডিডাসের ভাই, অজিত দাস।’