গোবরের প্লাস্টার ও নিমের ইটের দৌলতে বছরে ১০ লক্ষ উপার্জন অধ্যাপকের

দেশ জুড়ে তাপপ্রবাহের মধ্যেও যে মুনাফা করা যায়, দেখিয়ে দিয়েছেন হরিয়ানার ডক্টর শিবদর্শন। দেশের উত্তর অংশে গ্রীষ্মে যে তাপপ্রবাহ চলে, সেটাই তার তুরুপের তাস। গরম বাড়লে আমরা সাধারণত শীতাতপ যন্ত্র ও সিলিং ফ্যানের গতি তীব্র করি। তারই বিকল্প পথ দেখিয়েছেন শিবদর্শন। তাঁর দেখানো পরিবেশবান্ধব উপায়ে গরমও কমবে, আবার পরিবেশও বাঁচবে।

সেই পরিবেশবান্ধব উপায় হল গোবরের প্লাস্টার এবং নিমের ইট। এই দুই উপকরণে বাড়ি তৈরি করলে পরিবেশের তুলনায় ৭ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমানো যায়। উল্লেখযোগ্যভাবে কমে কার্বন ফুটপ্রিন্ট। ডক্টর শিবদর্শনের কীর্তি ভাইরালও হয়েছে সামাজিক মাধ্যমে।

আরও পড়ুন :  ডাল মাখানি ৮ টাকা, শাহি পনির ৫ টাকা, রেস্তরাঁয় ভূরিভোজের নামমাত্র মূল্যে হতবাক নেটিজেনরা

 

দেশে নয়, বিদেশেও প্রশংসিত তাঁর উদ্ভাবন। নরওয়ের প্রাক্তন আবহাওয়া ও পরিবেশমন্ত্রী এরিক সোলহেইম তাঁর কথা ট্যুইট করেছেন। সেখানে বলা হয়েছে গোবরের প্লাস্টার ও নিমের ইটের দৌলতে অধ্যাপক শিবদর্শন প্রতি বছর ভারতীয় মুদ্রায় ১০ লক্ষ টাকা উপার্জন করেন। এই ভিডিও ৩.৫ মিলিয়নের বেশি ভিউজ পেয়েছে। লাইক পেয়েছে কয়েক হাজার।

 

এক ওয়েবসাইটে শিবদর্শন জানিয়েছেন বেদিক প্লাস্টার তৈরি করেন গোবর, মাটি ও অন্যান্য প্রাকৃতিক উপাদান মিশিয়ে। সিমেন্টের তৈরি বাড়ির তুলনায় এই প্রাকৃতিক উপাদান অনেক বেশি ঠান্ডা হয়। ফলে বিদ্যুতের খরচও কম হয়।