India vs Bangladesh: মা গো মা বল গেল সাঁই করে, নড়ল বেল, জ্বলল আলো, কিন্তু আউট হলেন না শ্রেয়স আইয়ার, রইল ভিডিও

#ঢাকা:   প্রথমে থরহরি কম্প হলেও শ্রেয়স আইয়ার ও চেতেশ্বর পূজারা জুটিতে কিছুটা হলেও সম্মানরক্ষা হল ভারতীয় দলের৷  তবে পুরো ম্যাচে সবচেয়ে অবাক হতে হয় যেটা ম্যাচের লাইমলাইট ছিনিয়ে নিল তা শ্রেয়স আইয়ার আউট হয়েও হলেন না৷

এবাদত হোসেনের বলে পুরো বেল নড়ল, আলো জ্বলল কিন্তু বেল পড়ল না৷  আর যার জেরে উইকেট তুলতে পারল না এবাদত হোসেন৷

রইল সেই ভাইরাল ভিডিও

 

এদিন ভারত দিন শেষের আগে একটা বড় ধাক্কা খেল৷ ৯০ রানে আউট হয়ে ফিরে গেছেন তিনি৷ দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ২৭৮ রানে দিন শেষ হয়ে যায়৷

কী হয়েছে টা কী ভারতের! ওয়ান ডে সিরিজ খোয়ানোর পর ফের টেস্টেও প্রথমেই ধাক্কা৷ মীরপুরে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশি পেসারদের সামনে ভারতের গর্বের টপ অর্ডার একেবারেই নড়বড়ে৷

লাঞ্চ অবধি ভারতের স্কোর ৩ উইকেটে ৮৫ রান ছিল ভারতের স্কোর৷ প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন শুভমান গিল ২০ রান করে, অধিনায়ক কেএল রাহুল ২২ রান করে এবং বিরাট কোহলি ফেরেন মাত্র ১ রান করে৷ বাংলাদেশের পেস আগুন জ্বালিয়ে দেয়৷ তাইজুল ইসলাম ও খালিদ আহমেদ একেবার নড়িয়ে দেন তারকা টপ অর্ডারকে৷

তবে মধ্যাহ্নভোজের বিরতির পর চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ জুটি খানিকটা গতি আনে রান তোলায়, কিন্তু পন্থও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি৷ ৪৫ বলে ৪৬ রান করা পন্থকে হাসান মিরাজকে তুলে নেন৷

 

আরও পড়ুন –  সুখবর,রাত হলেও চিন্তা নেই পুরুলিয়ায় ২৪ ঘণ্টা খোলা থাকছে এখন অনেক ওষুধের দোকান

 

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ খোয়ানোর পর ভারতের সামনে সম্মানরক্ষার চ্যালেঞ্জ টেস্ট ম্যাচ৷ ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্টে একাধিক সিনিয়র ক্রিকেটারকে পাওয়া যাবে না তা আগেই জানা ছিল৷ বুধবার দিন কেএল রাহুলের নেতৃত্বে ভারতীয় দল প্রথম টেস্ট খেলতে নেমেছে৷

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া৷ তবে ওপেনিং জুটিতে সেভাবে বড় পার্টনারশিপ করার আগেই প্যাভিলিয়নে ফিরে গেছেন তরুণ শুভমান গিল৷ মাত্র ২০ রানে আউট হন তিনি৷ কেএল রাহুলের সঙ্গে খেলতে নামেন শুভমান৷

 

আরও পড়ুন –  শীত চলে এলেও কমছে না ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা, পরপর দু’দিনে বেলেঘাটা আইডি হাসপাতালে দুই মহিলার মৃত্যু 

 

তাইজুল ইসলামের বলে ইয়াসির আলি তালুবন্দি করেন শুভমান গিলকে৷ ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট খেলা হবে ২২ থেকে ২৬ ডিসেম্বর৷ দুই ম্যাচের এই টেস্ট সিরিজ ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূ্র্ণ৷ এদিন দলের ৪১ রানে প্রথম উইকেট খোয়ায় ভারতীয় দল৷