Cyclone Remal Update: সাইক্লোনে থাকতে পারে ১০০ হাইড্রোজেন বোমার শক্তি! IMD-এর উত্তর দেখলে শিউরে উঠবেন

ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকায় ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে৷ আর সেই কারণেই আপাতত ভয়ে কাঁটা হয়ে আছে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাংশের সাধারণ মানুষ৷ কিন্তু অনেকেই হয়ত জানেন না, একটি ঘূর্ণিঝড়ে ঠিক কতটা শক্তি থাকতে পারে৷
ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকায় ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে৷ আর সেই কারণেই আপাতত ভয়ে কাঁটা হয়ে আছে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাংশের সাধারণ মানুষ৷ কিন্তু অনেকেই হয়ত জানেন না, একটি ঘূর্ণিঝড়ে ঠিক কতটা শক্তি থাকতে পারে৷
সাধারণত ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণিঝড় বা ট্রপিকাল সাইক্লোন প্রকৃতিগত দিক থেকে হ্যারিকেন বা অন্য কোনও অঞ্চলের ঝড়ের থেকে বেশি কিছুটা আলাদা৷ প্রকৃতিগত দিক থেকে আলাদা হওয়ায় এর ক্ষয়ক্ষতির পরিমাণও আলাদা হয়৷ সেটিও দেখার মতো৷
সাধারণত ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণিঝড় বা ট্রপিকাল সাইক্লোন প্রকৃতিগত দিক থেকে হ্যারিকেন বা অন্য কোনও অঞ্চলের ঝড়ের থেকে বেশি কিছুটা আলাদা৷ প্রকৃতিগত দিক থেকে আলাদা হওয়ায় এর ক্ষয়ক্ষতির পরিমাণও আলাদা হয়৷ সেটিও দেখার মতো৷
আরএমসি নিউজ দিল্লির বিশেষ প্রশ্ন উত্তরে ট্রপিক্যাল সাইক্লোন সম্পর্কে একাধিক প্রশ্নের জবাব দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় সম্পর্কে৷ সেখানে একটি প্রশ্ন করা হয়েছিল, একটি ট্রপিক্যাল সাইক্লোনের গতি কত হতে পারে৷ সেই উত্তরেই দেওয়া হয়েছে মারাত্মক তথ্য৷
আরএমসি নিউজ দিল্লির বিশেষ প্রশ্ন উত্তরে ট্রপিক্যাল সাইক্লোন সম্পর্কে একাধিক প্রশ্নের জবাব দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় সম্পর্কে৷ সেখানে একটি প্রশ্ন করা হয়েছিল, একটি ট্রপিক্যাল সাইক্লোনের গতি কত হতে পারে৷ সেই উত্তরেই দেওয়া হয়েছে মারাত্মক তথ্য৷
ক্রান্তীয় ঘূর্ণিঝড়তে সাধারণত একটি হিট ইঞ্জিনের সঙ্গে তুলনা করা হয়৷ ক্রান্তীয় সাগরে সমুদ্রপৃষ্ঠ ও আর্দ্র বাতাস থেকে এই ঘূর্ণিঝড় শক্তি সংগ্রহ করে৷ আর সেই শক্তি রিলিজ বা মুক্তি পায় জলীয়বাস্প ও ড্রপলেট বা বৃষ্টির মাধ্যমে৷
ক্রান্তীয় ঘূর্ণিঝড়তে সাধারণত একটি হিট ইঞ্জিনের সঙ্গে তুলনা করা হয়৷ ক্রান্তীয় সাগরে সমুদ্রপৃষ্ঠ ও আর্দ্র বাতাস থেকে এই ঘূর্ণিঝড় শক্তি সংগ্রহ করে৷ আর সেই শক্তি রিলিজ বা মুক্তি পায় জলীয়বাস্প ও ড্রপলেট বা বৃষ্টির মাধ্যমে৷
এই মোট শক্তির মাত্র ৩ শতাংশ ব্যবহৃত হয় একটি ঘূর্ণিঝড়ের কাইনেটিক এনার্জি হিসাবে যা ঘুরতে থাকা বাতাসের গতি বৃদ্ধি করে ঘূর্ণন বজায় রাখে৷ একটি ম্যাচিওর বা পূর্ণ শক্তির সাইক্লোন বা ঘূর্ণিঝড় সাধারণত ১০০টি হাইড্রোজেন বোমার মতো শক্তি প্রকাশ করে থাকে৷
এই মোট শক্তির মাত্র ৩ শতাংশ ব্যবহৃত হয় একটি ঘূর্ণিঝড়ের কাইনেটিক এনার্জি হিসাবে যা ঘুরতে থাকা বাতাসের গতি বৃদ্ধি করে ঘূর্ণন বজায় রাখে৷ একটি ম্যাচিওর বা পূর্ণ শক্তির সাইক্লোন বা ঘূর্ণিঝড় সাধারণত ১০০টি হাইড্রোজেন বোমার মতো শক্তি প্রকাশ করে থাকে৷
আপাতত রেমালের শক্তি ঠিক কতটা, সেটি বুঝতে পারা যাবে ঝড়ের ল্যান্ডফল হলেই৷ তবে আপাতত আবহাওয়া দফতরের তরফ থেকে যে সতর্কতা দেওয়া হয়েছে,তাতে বলা হয়েছে, এটি চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে চলেছে স্থলভাগে৷
আপাতত রেমালের শক্তি ঠিক কতটা, সেটি বুঝতে পারা যাবে ঝড়ের ল্যান্ডফল হলেই৷ তবে আপাতত আবহাওয়া দফতরের তরফ থেকে যে সতর্কতা দেওয়া হয়েছে,তাতে বলা হয়েছে, এটি চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে চলেছে স্থলভাগে৷
আপাতত যা বলা হচ্ছে, তাতে ঝড়ের মূল কেন্দ্র অর্থাৎ আই বাংলাদেশের দিকে যাবে৷ তবে ঝড়ের প্রভাব সর্বোচ্চ পড়বে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতে৷ এই দুই জেলার সুন্দরবনের এলাকায়৷ এই দুই জেলায় ঝড়ের সর্বোচ্চ গতি পৌঁছতে পারে ১১০-১২০ কিলোমিটার গতিতে৷
আপাতত যা বলা হচ্ছে, তাতে ঝড়ের মূল কেন্দ্র অর্থাৎ আই বাংলাদেশের দিকে যাবে৷ তবে ঝড়ের প্রভাব সর্বোচ্চ পড়বে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতে৷ এই দুই জেলার সুন্দরবনের এলাকায়৷ এই দুই জেলায় ঝড়ের সর্বোচ্চ গতি পৌঁছতে পারে ১১০-১২০ কিলোমিটার গতিতে৷