দু চাকার গাড়িটিতে ধাক্কা দেওয়ার পরে এসইউভিটি একটা বৈদ্যুতিক খুঁটিতেও ধাক্কা দিয়েছিল৷ (Image: News18)

Road Accident: ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনা, এসইউভি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত এক দুধবিক্রেতা

মুম্বই: খবর কাগজের পাতা উল্টালেই পথ দুর্ঘটনার খবর সামনে আসে৷ কখনও রাস্তার বেহাল অবস্থার কারণে, কখনও বেপড়োয়া গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে৷ এমনই এক মর্মন্তাতিক দুর্ঘটনায় মারা গেলেন একজন দুধ বিক্রেতা৷

মুম্বইয়ের গোরেগাঁও এলাকার ঘটনা৷ ২৯ অগাস্ট বৃহস্পতিবার, ঘটনাটি ঘটে৷ ভোর চারটের সময় এই দুর্ঘটনাটি ঘটে৷

আরও পড়ুন:  বন্যায় বিপন্ন ত্রিপুরাবাসী, মানিক সাহার আহ্বানে সাড়া কোন কোন রাজ্যের?

পুলিশের তরফ থেকে জানা যায়, এক বেপরোয়া এসইউভি গাড়ির ধাক্কায় বছর চব্বিশের একজন দুধবিক্রেতার মৃত্যু হয়৷

ভোর চারটের সময় ১৭ বছরের একজন কিশোর এসইউভি চালাচ্ছিল৷ হঠাৎ করেই গাড়িটি রাস্তার ভুল দিকে চলে আসে৷ আর তাতেই এসইউভি ও মোটরবাইকে সরাসরি সংঘাত হয়৷ ঘটনায় মারা যান নবীন বৈষ্ণব৷

আরও পড়ুন: প্রকাশ্যে চুরি, গাড়ির জানলা ভেঙে ল্যাপটপ, দামি জিনিসপত্র নিয়ে পালাল চোর, ভাইরাল সিসিটিভি ফুটেজ

এই ঘটনায় এসইউভির মালিক ইকবাল জিভানি ও তাঁর ছেলে মোহাম্মদ ফাজ ইকবালকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে৷

দু’ চাকার গাড়িটিতে ধাক্কা দেওয়ার পরে এসইউভি ( SUV) একটা বৈদ্যুতিক খুঁটিতেও ধাক্কা দিয়েছিল৷ অভিযুক্ত কিশোর প্রথমে পালানোর চেষ্টা করলেও, পরে পুলিশের হাতে ধরা পড়ে৷