তৈরি হচ্ছে বহুতল পার্কিং লট

Car parking at New Town: নিউ টাউনে গাড়ি রাখতে আর সমস্যায় পড়তে হবে না, বড় পদক্ষেপ হিডকোর

তথ্য প্রযুক্তিনগরী বা শহর তিলোত্তমার যে কোনও বড় ইভেন্ট হোক বা আন্তর্জাতিক সেমিনার, মেলা, বাণিজ্য সম্মেলন, সেই জায়গা থেকে প্রথম পছন্দে উঠে আসছে নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টার বা ইকো পার্ক
তথ্যপ্রযুক্তি নগরী বা শহর তিলোত্তমার যে কোনও বড় ইভেন্ট হোক বা আন্তর্জাতিক সেমিনার, মেলা, বাণিজ্য সম্মেলন প্রথম পছন্দে উঠে আসছে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার বা ইকো পার্ক।
এই সব অনুষ্ঠানে আসা অতিথিদের গাড়ি পার্কিংয়ের জন্য তৈরি হচ্ছে বহুতল কার পার্কিং, যা তৈরি করছে হিডকো। বিশ্ববাংলা সরণির পাশে যাত্রাগাছি ব্রিজের কাছে এই পার্কিং লট তৈরির কাজ প্রায় শেষ পর্যায় বলে জানা গিয়েছে
এই সব অনুষ্ঠানে আসা অতিথিদের গাড়ি পার্কিংয়ের জন্য তৈরি হচ্ছে বহুতল কার পার্কিং, যা তৈরি করছে হিডকো। বিশ্ববাংলা সরণির পাশে যাত্রাগাছি ব্রিজের কাছে এই পার্কিং লট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানা গিয়েছে
প্রায় দু'বছর ধরে এই বহুতল পার্কিং লট তৈরির কাজ চলছে। পার্কিং লটে গাড়ির পাশাপাশি বাইক এবং বাস পার্কিংয়ের সুবিধাও থাকছে। বিশ্ববাংলা কনভেন সেন্টারের সহযোগী হিসেবে এই বহুতল কার পার্কিং লট তৈরি করা হচ্ছে বলেই হিডকো সূত্রে জানা গিয়েছে
প্রায় দু’বছর ধরে এই বহুতল পার্কিং লট তৈরির কাজ চলছে। পার্কিং লটে গাড়ির পাশাপাশি বাইক এবং বাস পার্কিংয়ের সুবিধাও থাকছে। বিশ্ববাংলা কনভেন সেন্টারের সহযোগী হিসেবে এই বহুতল কার পার্কিং লট তৈরি করা হচ্ছে বলেই হিডকো সূত্রে জানা গিয়েছে
সব মিলিয়ে প্রায় ৮০০ টিরও বেশি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে এই পার্কিংয়ে। ফলে নিউ টাউন এলাকায় গাড়ি পার্কিং নিয়ে তৈরি হওয়া সমস্যা অনেকটাই মিটবে বলে আশা
সব মিলিয়ে প্রায় ৮০০টিরও বেশি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে এই পার্কিং লটে। ফলে নিউ টাউন এলাকায় গাড়ি পার্কিং নিয়ে তৈরি হওয়া সমস্যা অনেকটাই মিটবে বলে আশা।
প্রতিবছর শীতের মরশুমে হস্তশিল্প মেলা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। ফলে প্রচুর জনসমাগম হয়। ইকো পার্ক, মাদার ওয়াক্স মিউজিয়ম ও মিনি জু দেখতেও সারা বছর বহু মানুষ আসেন
প্রতিবছর শীতের মরশুমে হস্তশিল্প মেলা-সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। ফলে প্রচুর জনসমাগম হয়। ইকো পার্ক, মাদার ওয়াক্স মিউজিয়ম ও মিনি জু দেখতেও সারা বছর বহু মানুষ আসেন।
জানা গিয়েছে তৈরি হওয়া পার্কিং লটটি আটতলা বিশিষ্ট। তবে শুধু গাড়ি পার্কিংই নয়, চালকদের জন্য ক্যাফেটেরিয়া, রেস্ট রুম, শৌচালয় সহ আরও অত্যাধুনিক ব্যবস্থা থাকবে বহুতল বিশিষ্ট এই পার্কিং লটে
নতুন পার্কিং লটটি আটতলা। তবে শুধু গাড়ি পার্কিংই নয়, চালকদের জন্য ক্যাফেটেরিয়া, রেস্ট রুম, শৌচালয়-সহ আরও অত্যাধুনিক ব্যবস্থা থাকবে বহুতল বিশিষ্ট এই পার্কিং লটে।