শক্তি প্রকল্পের সূচনা

Purulia News : নারী সুরক্ষায় পুরুলিয়া জেলা পুলিশের অভিনব পদক্ষেপ , জনুন বিস্তারিত!

পুরুলিয়া : নারী সুরক্ষায় জেলা পুলিশের এক অভিনব উদ্যোগ। দেবীপক্ষের সূচনা লগ্নে নারীদের আত্মরক্ষায় শক্তি প্রকল্পের উদ্বোধন জেলা পুলিশের। ৮ থেকে ১৬ বছর বয়সী মেয়েদের আত্মরক্ষার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে জেলার প্রতিটি থানায়। বেলগুমা পুলিশ লাইনে এই প্রকল্পের সূচনা করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন , নারী সুরক্ষায় পুরুলিয়া জেলা পুলিশ শক্তি প্রকল্পের মধ্য দিয়ে এক অভিনব উদ্যোগ নিল। জেলার সমস্ত থানায় এই প্রকল্প চলবে। মেয়েরা যাতে ছোট থেকেই নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে সেই কারণেই আমাদের এই প্রচেষ্টা।

আরও পড়ুন : পুরুলিয়ার জয়পুর রাজবাড়ির দুর্গাপুজো, দেড় কেজি সোনায় তৈরি মায়ের মূর্তি

এ বিষয়ে ক্যারাটে ট্রেনার রামকৃষ্ণ সাউ বলেন , মেয়েদের আত্মবিশ্বাস বাড়বে এই প্রশিক্ষণের মধ্য দিয়ে। তারা মানসিকভাবে অনেকখানি স্বাবলম্বী হয়ে উঠবে। এতে নিজেদের সুরক্ষা তারা নিজেরাই করতে পারবে।এ বিষয়ে এক পড়ুয়া শ্রেয়া দাস বলেন , পুলিশের এই উদ্যোগ খুবই ভালো একটি উদ্যোগ। এই প্রজেক্ট শক্তির ফলে আগামী দিনে ছাত্রীরা অনেকটাই উপকৃত হবে।

আরও পড়ুন : অষ্টমী হোক বা দশমী, এই দোকানে গেলেই জলের দামে পাবেন পুজোর সেরা ট্রেন্ডিং পাঞ্জাবি, কোথায় জানেন?

জেলার মেয়েদের সমস্ত দিক থেকে শক্তিশালী করে তুলতে এই অভিনব উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এতে জেলার মেয়েদের মনোবল বাড়বে। পাশাপাশি বিপদে পড়লে এই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েরা নিজেদের রক্ষা নিজেরাই করতে পারবে।

শর্মিষ্ঠা ব্যানার্জি