প্রতীকী ছবি।

West Bengal crime news: গয়না চুরি করে চম্পট মহিলার! ধরিয়ে দিল সিসিটিভির ফুটেজ

পূর্ব বর্ধমান: গহনা দেখতে গিয়ে সোনার দোকান থেকে চুরি করে চম্পট দেন এক মহিলা। শনিবার মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশের তৎপরতায় ওই মহিলাকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করা হয়।

শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াতে মন্তেশ্বর রোডে একটি গহনার দোকানে সোনার গহনা দেখতে চান মনোয়ারা বিবি নামে বছর পঞ্চান্নর এক মহিলা। অভিযোগ, তখনই ওই মহিলা একজোড়া সোনার কানের দুল চুরি করে নেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পর, সিসিটিভি ফুটেজের সহায়তায় কাটোয়ার খালপার এলাকার বাসিন্দা ওই মহিলাকে চিহ্নিত করা হয়। তারপর তাঁর হদিস পেতে পুলিশকে বেশি বেগ পেতে হয়নি।

দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করেন দোকানের মালিক। তারপরেই ওই মহিলার খোঁজ শুরু হয়। দোকানের মালিক বিনোদ বিহারী দাস শুক্রবার সন্ধ্যায় লিখিতভাবে অভিযোগ জানান মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়িতে। এরপরে পুলিশের তৎপরতায় মেমারির চকদিঘি মোড় সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত মনোয়ারা বিবিকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: ব্যারাকপুরে বেসরকারি স্কুলে দুর্ঘটনা! প্র্যাকটিক্যালের সময় টেস্টটিউব বিস্ফোরণে আহত ছাত্র

শনিবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ঘটনার বিষয়ে পুলিশ ও সোনার দোকানের মালিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে সাতগাছিয়ায় মন্তেশ্বর রোডে একটি সোনার দোকানে গহনা কেনার জন্য আসেন মনোয়ারা বিবি নামে ওই মহিলা। দোকানের কর্মচারীরা কিছু গয়না বার করে দেখাচ্ছিলেন। এরই মধ্যে ওই মহিলা কাগজে মোড়া এক জোড়া সোনার কানের দুল চুরি করে দোকান থেকে বেরিয়ে যায়, এমনই অভিযোগ।

দোকানের মালিক গয়নার হিসেব মেলাতে গিয়ে সন্দেহ হওয়ায় দোকানের সিসি ক্যামেরার ফুটেজ চেক করতেই চুরির ঘটনা সামনে আসে। এরপর দোকান মালিক বিনোদ বিহারী দাস সাতগাছিয়া ফাঁড়িতে চুরির বিষয়ে লিখিত অভিযোগ জানান। তারপরেই পুলিশ তৎপর হয়ে তদন্ত শুরু করে।