Nadia News: একের পর এক নির্দেশিকা আসছে আধার কার্ড বাতিলের, জানুন এর আসল কারণ

নদিয়া: আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার চিঠি এসেছে সীমান্তবর্তী এলাকায় একাধিক বাড়িতে। বিভ্রান্তে বহু মানুষ, কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। নাওয়া খাওয়া বন্ধ, একটাই চিন্তা কী করবেন তাঁরা, বাংলাদেশে ফিরে যাবেন? না এই দেশেই থাকবেন? মূলত বাংলাদেশে থেকে ২০১৪ সালের পরে যাঁরা এদেশে এসেছেন, তাঁদেরই চিঠি আসছে মনে করছে অনেকেই। নদিয়ার সীমান্তবর্তী এলাকায় নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাবলাবন-সহ নিধিপতা, গোবিন্দপুর, টুঙ্গী, কাদিপুর-সহ বিভিন্ন গ্রামে বেশ কিছু এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে পোস্ট অফিসের মারফত।

গতকালই এসে হাজির আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তার চিঠি। তাতেই এই সকল মানুষজন ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারছেন না। রেশন থেকে বঞ্চিত হয়েছেন,বলছেন ছেলে মেয়ে নিয়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনও  উপায় নেই। সীমান্তবর্তী এলাকার চিন্তিত সেই সকল মানুষের দাবি আজ থেকে যারা ১৫ বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন ভারতে। সরকার আধার দিলই বা কেন আবার ডিঅ্যাক্টিভেট কেন করল।

এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব থেকে বলা হচ্ছে, “ভয়াবহ একটি পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায়। এ বিষয়ে আমাদের দলের থেকে নির্দিষ্ট ঘোষণা থাকবে। দলের নেতৃত্ব থেকে যা বলে দেওয়া হবে আমরা সেটিই মানুষের কাছে উপস্থাপিত করব। একটি কথা খুব পরিষ্কারভাবে বলা যেতে পারে এটা যদি এনআরসির পার্ট হয়ে থাকে, এনআরসি নিয়ে আমাদের দলের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলে দিয়েছেন যে যে সকল মানুষ ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র ব্যবস্থা সচল রেখেছেন অর্থাৎ ভোট দিয়েছেন তাঁরা দেশে নাগরিক, তাঁদের কোনও ক্ষতি হতে পারে না। এবং তিনি যেটা বলেন করে দেখান৷ এ নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই।

যদিও এ বিষয়ে বিজেপি নেতৃত্ব থেকে বলা হচ্ছে, “এঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। কেন না ভারত সরকার এদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ আইনটা পাস হয়েছে। এঁদেরকে অবশ্যই নাগরিকত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, এঁদের মধ্যে অনেকেই বাংলাদেশ থেকে এসে কোন দালালের মারফত কিংবা কোন নেতার মারফত আধার কার্ড ভোটার কার্ড করিয়ে নিয়েছেন। কিন্তু তাতে প্রকৃতপক্ষে নাগরিকত্ব প্রমাণ হয় না। এজন্যই ভারত সরকার ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন সমস্ত সংখ্যালঘুরা ভারতে এসেছেন, তাঁদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে।

সেই কারণেই ভারত সরকার এদেরকে প্রকৃতপক্ষে চিহ্নিত করার জন্য তাঁদের আধার কার্ড বাতিলের নির্দেশিকা এসেছে, এবং আশা করা যাচ্ছে লোকসভা ভোটের আগেই এদেরকে প্রকৃতপক্ষে চিহ্নিত করে নাগরিকত্ব দেওয়া হবে। তবে নাগরিকত্ব দেওয়া হোক বা না হোক আপাতত আকস্মিকভাবে নিজেদের পরিচয় পত্র বাতিলের নির্দেশিকা আসায় দুশ্চিন্তায় পড়েছেন সীমান্তবর্তী এলাকার বেশ কিছু মানুষেরা।

Mainak Debnath