ছবি - পিটিআই

Lok Sabha Election 2024: ১৯-এর বদলা হবে ১৯-শে এপ্রিল, উত্তরবঙ্গে সভা থেকে ফল বদলের ডাক অভিষেকের

কোচবিহার: গতবারের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভাল ফল করেছিল বিজেপি৷ আর সেই উত্তরবঙ্গে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ১৯-এর বদলা নিতে বললেন ১৯-শে এপ্রিল৷ আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন৷ কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হবে লোকসভার ভোট৷ সেই ভোটের প্রচারেই গতবারে নির্বাচনের ফলের প্রসঙ্গও টানলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

কোচবিহার উত্তর বিধানসভা এলাকার সভা থেকে এ দিন বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক৷ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিজেপি নেতারা বলেছে তারা নাকি ট্রেলার দেখিয়েছে। বলেছেন ২৪-এর ভোটের পরে আসল সিনেমা দেখাবেন। আড়াই মিনিটের ট্রেলার দেখলেন গত ১০ বছর। ক্রমাগত জিনিষের মূল্যবৃদ্ধি দেখলেন। নিত্যপ্রয়োজনীয় জিনিষের মূল্যবৃদ্ধি হল আকাশছোঁয়া৷ ট্রেলারে দেখলেন নিশীথ প্রামণিকের বিএসএফের গুলি রাজবংশী ভাইদের ওপর। এ বার সিদ্ধান্ত নিন আর ট্রেলার দেখতে চান কিনা? ভাঁওতা আর ভাঁওতা শুধু চলছে৷’

অভিষেক টেনে আনেন লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গও৷ তিনি বলেন, ‘বিজেপির এক নেত্রী কোচবিহারে সভা করে বলেছেন, বাংলায় ৩৫ আসন পেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবেন৷ আমি বলছি না, বিজেপির নেত্রী বলছেন৷ ২০১৪ সালে আমাদের সাংসদ ছিলেন, তখন টাকা বন্ধ করতে পারেনি৷ আর এখন বিজেপি বলছে, ভোটে জিতলে টাকা বন্ধ করে দেব৷ কী আনন্দ পায় এরা বাংলার গরিব মানুষের টাকা বন্ধ করে? ভোট চাইতে এলে এই নেত্রীর ভিডিও দেখাবেন৷’

সরকারের উন্নয়নের খতিয়ান দিয়ে অভিষেক এ দিন বলেন, ‘১,১১২ কোটি টাকা খরচ করে, কোচবিহার জেলায় সাত লক্ষ ৬৭ হাজার মা-বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়৷ সেই টাকা বন্ধ হলে, এই টাকা দিল্লি নিয়ে চলে যাবে৷ সেখানে প্লেন কিনবে, বাড়ি কিনবে৷ কিন্তু ইন্ডিয়া জোট জিতলে উল্টে ১ হাজার টাকার রান্নার গ্যাস ৪৫০ টাকায় পাওয়া যাবে৷’