অভিষেকের নিশানায় বিজেপি৷ ফাইল ছবি

Abhishek Banerjee: ‘ফাঁকা মাঠেও গোল দিতে পারবেন না’, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের

কলকাতা: রাজ ভবনে গিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে বিজেপিকে নতুন চ্যালেঞ্জ ছু়ড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দাবি করলেন, বিরোধীদের দমিয়ে রেখে ভোট করানোর চেষ্টা করলেও সফল হবে না বিজেপি৷ কটাক্ষের সুরে অভিষেক বলেন, ফাঁকা মাঠেও গোল দিতে পারবেন না৷ মানুষই আপনাদের আটকে দেবে৷

এ দিনও বাংলায় ভোট প্রচারে এসে বিজেপি রাজ্যে তিরিশটির বেশি আসনে জয়ী হবে বলে দাবি করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তবে এ দিনও অভিষেক ফের দাবি করেছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের থেকেও বাংলায় লোকসভা ভোটে শোচনীয় ফল করবে বিজেপি৷

আরও পড়ুন: সম্মানের লড়াই, তবু হার-জিতের হিসেব ভুলে হুগলিতে চমকে দিলেন রচনা-লকেট!

এনআইএ-এর এসপি ধনরাম সিংয়ের সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠকের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই সরব তৃণমূল৷ এই ইস্যুতে দিল্লিতে নির্বাচন কমিশনের বাইরে ধরনা দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন তৃণমূলের নেতানেত্রীরা৷ এর পাশাপাশি জলপাইগুড়িতে ঝড়ে বিধ্বস্তদের জন্য বাড়ি তৈরির অনুমতি রাজ্য সরকারককেও দিতে হবে বলে দাবি তুলেছে তৃণমূল৷ যদিও রাজ্যের সেই আর্জি নির্বাচন কমিশন এ দিন খারিজ করে দিয়েছে বলে জানিয়েছেন অভিষেক৷ তবে ক্ষতিপূরণ হিসেবে ৫ হাজার এবং ২০ হাজার টাকা করে দেওয়ার অনুমতি দিয়েছে কমিশন৷

এই দুই ইস্যুতেই গত পরশু দিনের পর আজ ফের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে অভিষেকের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল৷ রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের শেষে অভিষেক দাবি করেন, তৃণমূলের সব দাবিকেই ন্যায়সঙ্গত বলে এ দিনও স্বীকার করেছেন রাজ্যপাল৷ তবে এনআইএ আধিকারিকের সঙ্গে বিজেপি নেতার বৈঠকের ইস্যুতে কমিশন ব্যবস্থা না নিলেও তৃণমূল তিন চার দিনের মধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন অভিষেক৷

বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, বাংলা থেকে কর বাবদ টাকা তুলে নিয়ে যাচ্ছে। বাড়ির টাকা দেবেন না। আবার বানাতে চাইলে অনুমতি দেবেন না। এটা মোদিজির নয়া মডেল। ১৬০০ পরিবার আগে মানুষ, পরে ভোটার। অভিষেক আরও বলেন, এরা চাইছে ফাঁকা মাঠে গোল দেবে৷ প্রতিপক্ষ থাকবে না, গোলকিপার থাকবে না৷ তবু আমি বলছি, আপনারা ফাঁকা মাঠেও গোল দিতে পারবেন না৷ মানুষই আপনাদের আটকাবে৷

অভিষেক জানিয়েছেন, ঝড়ে বিধ্বস্তদের জন্য রাজ্য সরকারকে বাড়ি তৈরির অনুমতি না দেওয়ার প্রতিবাদে জলপাইগুড়িতে ফের সভা করবে তৃণমূল৷ তিনি নিজেও জলপাইগুড়ি যাবেন৷ দিল্লিতে তৃণমূলের যে নেতাদের আটক করা হয়েছিল, তাঁরাও সেখানে উপস্থিত থেকে নিজেদের হেনস্থার অভিজ্ঞতা তুলে ধরবেন৷