হয়েছে অস্ত্রোপচার, চোখে কালো চশমা! মেয়ের হাত ধরে মমতার বাড়ির কালীপুজোয় অভিষেক

Abhishek Banerjee: হয়েছে অস্ত্রোপচার, চোখে কালো চশমা! মেয়ের হাত ধরে মমতার বাড়ির কালীপুজোয় অভিষেক

কলকাতা: মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের বাড়িতে প্রতি বছরের মতো এই বছরও মহা ধুমধাম করে আয়োজিত হয়েছে কালীপুজো। মুখ‍্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পুজোয় এলেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। বাবার হাত ধরে পুজোতে উপস্থিত অভিষেক কন‍্যা আজানিয়াও। বৃহস্পতিবার রাতে কালীঘাটের বাড়িতে সপরিবারে দেখা গেল তৃণমূলের সেনাপতিকে।

প্রতি বছরই মুখ‍্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে মহা সমারোহে আয়োজিত হয় কালীপুজো। প্রতি বছরই নিষ্ঠাভরে এই পুজো নিজে বসে থেকে তদারকি করেন মুখ্যমন্ত্রী। এই বছরও একইভাবে সকাল থেকেই বাড়ির পুজোর আয়োজনে ব‍্যস্ত মমতা। মুখ‍্যমন্ত্রীর বাড়ির পুজোতে প্রতি বছরই উপস্থিত থাকেন অভিষেক।

আরও পড়ুন: বলুন তো হাওড়া ব্রিজের বাংলা নাম কী? উত্তর দিতে কালঘাম ছুটেছে ৯৯% বাঙালির, আপনি জানেন তো

কিছু দিন আগে বিদেশ থেকে চোখে অস্ত্রোপচার করিয়ে ফিরেছেন তৃণমূল নেতা। বৃহস্পতিবার রাতে তাঁকে দেখা গেল চোখে কালো চশমা পরে। পৌঁছেই মমতার পা ছুঁয়ে প্রণাম করেন অভিষেক। মা কালীর বিগ্রহের উদ্দেশেও তিনি প্রণাম নিবেদন করেন। মেয়ে আজানিয়াকেও দেখা গেল বাবার সঙ্গে প্রণাম করতে।

আরও পড়ুন: কেউ বলে টুথপেস্ট, কারও মতে বরফ…বাজি ফাটাতে গিয়ে হাত পুড়লে ঠিক কী করা উচিত? বড় ভুল ভাঙলেন বিশেষজ্ঞ, এখনই জানুন

গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো উপলক্ষ্যে ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন। তিনি লিখেছেন, ‘আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক – এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর তা ৪৭ বছরে পা দিল। আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি – মায়ের চরণে এই কামনা আমার। সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আগাম আন্তরিক শুভনন্দন।’