অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: গার্ডেনরিচ ঘটনার পর ফের ময়দানে অভিষেক! ৮ এপ্রিল মেটিয়াবুরুজে সভা, তারপরেই উত্তরবঙ্গ সফর

কোচবিহার: গার্ডেনরিচ ঘটনার পর এবার ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৮ এপ্রিল মেটিয়াবুরুজ যাবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে ৭ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রোড শো করবেন অভিষেক। এমনটাই তৃণমূল সূত্রে খবর।

আজ কোচবিহারে মদন মোহন মন্দিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পুজো দেন তিনি। দলীয় কর্মসূচিতে এদিন কোচবিহারে পৌঁছন অভিষেক। আগামী কয়েকদিনে উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো সফর করতে চলেছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, আগামী সাত এপ্রিল ঘাটালে দেবের সঙ্গেও রোড শো করবেন অভিষেক। ওই একই দিন মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন পুরুলিয়ায়।

তারপর ফের ইদের পর টানা উত্তরবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১২ এপ্রিল ধূপগুড়িতে সভা দিয়ে উত্তরবঙ্গে ফের নির্বাচনী সভা শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই তৃণমূল সূত্রে খবর।

প্রসঙ্গত, গার্ডেনরিচের ঘটনায় কড়া সমালোচনার মুখে পড়েছে রাজ্য প্রশাসন। যে এলাকায় ওই ঘটনা ঘটেছে সেটি ববি হাকিমের নির্বাচন কেন্দ্র। ৩ ফুট গলির মধ্যে কীভাবে ৬ তলা বাড়ি উঠছিল উঠেছে সেই প্রশ্ন। বহুতল ভেঙে পড়ার পর ঘটনাস্থলে নিজে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকা পরিদর্শন করে তিনি প্রশাসনকে নির্দেশ দেন প্রোমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া জন্য। তার পরই প্রোমোটার মহম্মদ ওয়াসিম এবং জমির মালিক মহম্মদ সরফরাজ ওরফে পাপ্পুকে গ্রেফতার করে পুলিশ।