Abhishek Banerjee: ‘৮০টা বুথে হতে পারে কারচুপি…’ নন্দীগ্রাম নিয়ে ভয়াবহ আশঙ্কাপ্রকাশ অভিষেকের, বাধা পেলেই রুখে দাঁড়ানোর পরামর্শ

নন্দীগ্রাম: পশ্চিমবঙ্গের রাজনীতির মানচিত্রে নন্দীগ্রাম এক অবিস্মরণীয় নাম৷ ২০১১-এই এই নন্দীগ্রাম এবং সিঙ্গুরের আন্দোলনে ভর করেই ক্ষমতায় এসেছিল তৃণমূল৷ আবার ২০২১ এর বিধানসভা নির্বাচনেও এই নন্দীগ্রামই কার্যত হয়ে উঠেছিল ভোটের ভরকেন্দ্র৷ চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে সেখানেই প্রচার সেরে গেলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিনের মঞ্চ থেকে একুশের ফলাফল ইতিহাসও উস্কে দিলেন তিনি৷

একুশের নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, দীর্ঘ টানাপড়েন শেষে দেখা যায় জিতেছে শুভেন্দুই৷ যদিও ভোটগণনায় তখনই কারচুপির অভিযোগ তোলে তৃণমূল৷ আদালতে মামলাও চলছে এ নিয়ে৷ বুধবার নন্দীগ্রামের মঞ্চ থেকে ফের সেই কথা তুললেন অভিষেক৷

বললেন, ‘‘২০২১ সালে বলেছিলাম খেলা হবে। কিন্তু নন্দীগ্রামে কারচুপি করে বিজেপি প্রার্থীকে জিতিয়েছিল। সেই খেলায় এখনও বাজি আছে। ২৫মে শেষ হবে। সবাই দেখিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন। চার ইভিএমে কারচুপি করে জিতেছিল।’’

আরও পড়ুন: আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বেশ কয়েক জেলায়, রয়েছে বজ্রপাতের আশঙ্কাও!

এরপরেই শুভেন্দুর নাম না করে অভিষেকের আক্রমণ, ‘‘এখানকার বিধায়ক ভিতু। সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করেছিল, অন্য হাইকোর্ট যাতে মামলা সরে যায়। সুপ্রিম কোর্ট চড় মেরে বলেছিল কলকাতা হাইকোর্ট বিচার হবে। এর বিধায়ক পদ খারিজ হওয়া সময়ের অপেক্ষা।’’

এরপরেই ভয়ঙ্কর অভিযোগ করেন অভিষেক, ‘‘৮০টা বুথে কারচুপি করার পরিকল্পনা আছে বিজেপির। ওদের লোক আমায় বলেছে। ভোট দিতে বাধা দিলে রুখে দাঁড়াবেন। এই ভোট নন্দীগ্রামের সম্মান রক্ষা করার ভোট।’’

আরও পড়ুন: হিরণের ফোন এসেছিল, গ্রামের বাড়িতে যেতেই জানালেন ভাই! পুরোটা শুনে কী বললেন দেব?

অভিষেকের আশ্বাস, ‘‘নন্দীগ্রামে যারা মানুষকে ভোট দিতে দেয়নি, তাদের তালিকা আমার কাছে আছে। ফল খুব খারাপ হবে। কোনও বাবা বাঁচাবে না।
কেউ ভয় পাবেন না। আমি আছি। দেবাংশুকে জেতান। আমি জুনে আবার আসব৷’’