অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Health Update: অস্ত্রোপচার শেষ, হাসপাতাল ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেমন আছেন তিনি? কী বলছে মেডিক্যাল বুলেটিন?

কলকাতা: অস্ত্রোপচারের জন্য রবিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, রবিবার সকালে তিনি বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বেলায় তাঁর শরীরে একটি ছোট অস্ত্রোপচার হয়। এরপর রবিবার বিকেলেই অভিষেককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড। সূত্রের খবর, অভিষেকের পেটে অস্ত্রোপচার হয়েছে। হাসপাতাল সূত্রে দেওয়া বুলেটিনে তিনি শারীরিক ভাবে স্থিতিশীল আছেন বলেই জানানো হয়েছে।

হাসপাতাল সূত্রে দেওয়া মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, “শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় (৩৭) এর একটি অস্ত্রোপচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে হেমোডাইনামিক-ভাবে স্থিতিশীল। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”

আরও পড়ুন: যোগ্যশ্রী প্রকল্প কী…? কাদের অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে টাকা? কী ভাবে করতে হবে আবেদন? জানুন ‘সঠিক’ নিয়ম

প্রসঙ্গত, দিন কয়েক আগেই এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন চিকিৎসার জন্য সংগঠন তথা দল থেকে ‘ছোট বিরতি’ নেবেন। পাশাপাশি অভিষেক লেখেন, ‘কেন্দ্র-রাজ্য সংঘাতে’ বাংলার মানুষ তাঁদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ, ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে। তা যাতে নিশ্চিত হয়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধও করেছেন বলে পোস্টে উল্লেখ করেছেন অভিষেক।

একইসঙ্গে, অভিষেক লিখেছিলেন, ‘‘চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেব। এই সময় সাধারণ মানুষের চাহিদা কী, তা আরও ভাল ভাবে অনুধাবনের সুযোগ আমার কাছে রয়েছে। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত এবং ভাল ভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।’’