পুরনো ভবনে ফিরছে তৃণমূল কংগ্রেস

Abhishek Banerjee TMC: ঢেলে সাজছে তৃণমূলের নতুন ভবন! কী কী থাকছে ৪ তলা বিল্ডিং-এ? চমকে দেবে তালিকা!

কলকাতা: তৃণমূলের নির্মীয়মান ভবন ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বছর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়া ভবনের ভিত পুজো করেন। প্রথম দফায় বেসরকারি সংস্থাকে দিয়ে নতুন ভবন তৈরির ভাবনা থাকলেও, পরের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব দেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে।

সূত্রের খবর, চারতলা হবে তৃণমূলের নতুন ভবন। তাছাড়া ভবনে একটি সুলভ ক্যান্টিনও করার পরিকল্পনা রয়েছে। এই কাজের জন্য পাশে আরও জমি লাগতে পারে। তার জন্য ইতিমধ্যে কথাবার্তা শুরু হয়েছে বলে খবর। আর নতুন এই ভবনে দলের শীর্ষ নেতৃত্ব-সহ শাখা সংগঠনের প্রধানদের থাকার জন্য আলাদা করে প্রত্যেকের ঘরের বন্দোবস্ত করা হবে। থাকবে কনফারেন্স রুম। সেই বড় হলঘরে হবে দলের যাবতীয় বৈঠক।

আরও পড়ুন : ‘এই’ ব্লাড গ্রুপের ব্যক্তিদের স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি…! ‘কাদের’ কম? চেক করে নিন লিস্ট! আপনি নেই তো তালিকায়?

১৯৯৮ সালে প্রতিষ্ঠা হয় তৃণমূলের। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং দলের শাখা সংগঠনগুলির প্রধানদের বসার জন্য বেশ কয়েকটি ঘরের প্রয়োজন পড়েছে। ভিড় বেড়েছে ভবনে। আগামী লোকসভা ভোট ও তারপরে বিধানসভা ভোটের আগে কাজ আরও বাড়বে। সেই লক্ষ্যেই ভবনের সংস্কার করার বিষয়েও ভাবনা চিন্তা শুরু করেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন : পাকিস্তানের জাতীয় ‘সবজি’ কী বলুন তো…? ‘নাম’ শুনলেই চমকে যাবেন, গ্যারান্টি!

পুরসভা সূত্রের খবর, প্রায় ৮৪৩ বর্গমিটার জমির উপর ছ’তলার (জি প্লাস ফাইভ) একটি নতুন ভবন তৈরি হবে। বিল্ডিং প্ল্যান অনুযায়ী, তৃণমূলের নতুন ভবনের উচ্চতা হবে ২০.৩৫ মিটার। প্রতিটি ফ্লোরে ৩২৫.২০ বর্গমিটার কভার্ড স্পেস থাকবে। গাড়ি পার্ক করার জন্য ২১৯.৫২ বর্গমিটার জায়গা বরাদ্দ করা হয়েছে। যেখানে ৩০টির মতো গাড়ি রাখা যাবে। ছাদের উপর ৮.৭৭ বর্গ মিটার আয়তনের একটি জলাধার থাকবে। আপাতত মেট্রোপলিটনে একটা নয়া মিনি ভবন রয়েছে। সেখানেই আপাতত দলের কাজ চলছে। তবে পাকাপোক্তভাবে পুরনো ভবনে ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেস।