সন্দেহ হলেই কল রিপোর্ট করে দিতে হবে। সোশ্যাল মিডিয়া বা অন্যত্র কী ধরনের তথ্য শেয়ার করছেন তা নিয়ে সতর্ক থাকতে হবে।কল ব্লকিং অ্যাপ ব্যবহার করা যেতে পারে প্রয়োজনে।

Stop Money Loss: ‘দাদা বাবা অসুস্থ হাসপাতালে ভর্তি করতে টাকা লাগবে, পাঠা’ আদৌ ভাই কথা বলছে তো

২০২৩ সাল মানব সভ্যতার ইতিহাসে তৈরি করেছে একটি মাইলস্টোন। আর সেই ফলকে লেখা রয়েছে যে নাম সেটি অবশ্যই AI। চ্যাটবটের কল্যাণে এক বছরে প্রযুক্তি এগিয়ে গিয়েছে হৈ হৈ করে। কিন্তু তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতি। পরিস্থিতি এমনই ভয়ঙ্কর যে, এখন ভয়েস ক্লোনিং-ও হয়ে গেছে নিতান্ত সাধারণ বিষয়। তাই যেকোনও দিন যেকোনও মানুষের কাছে তাঁর পরিচিত কোনও মানুষ বা প্রিয়জনের গলা করে আসতে পারে ফোন, সাহায্যের আর্তি। তারই পিছনে থাকতে পারে ভয়ঙ্কর ফাঁদ।
২০২৩ সাল মানব সভ্যতার ইতিহাসে তৈরি করেছে একটি মাইলস্টোন। আর সেই ফলকে লেখা রয়েছে যে নাম সেটি অবশ্যই AI। চ্যাটবটের কল্যাণে এক বছরে প্রযুক্তি এগিয়ে গিয়েছে হৈ হৈ করে। কিন্তু তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতি। পরিস্থিতি এমনই ভয়ঙ্কর যে, এখন ভয়েস ক্লোনিং-ও হয়ে গেছে নিতান্ত সাধারণ বিষয়। তাই যেকোনও দিন যেকোনও মানুষের কাছে তাঁর পরিচিত কোনও মানুষ বা প্রিয়জনের গলা করে আসতে পারে ফোন, সাহায্যের আর্তি। তারই পিছনে থাকতে পারে ভয়ঙ্কর ফাঁদ।
কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে—অস্বাভাবিক ফোন কল: যদি কোনও পরিচিত মানুষ, বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে ফোন আসে তাহলেও সতর্ক হতে হবে। খেয়াল করতে হবে ফোনটি কোনও অচেনা, অদ্ভুত নম্বর থেকে এসেছে কিনা, খুব অস্বাভাবিক সময়ে এসেছে কিনা।
কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে—
অস্বাভাবিক ফোন কল:
যদি কোনও পরিচিত মানুষ, বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে ফোন আসে তাহলেও সতর্ক হতে হবে। খেয়াল করতে হবে ফোনটি কোনও অচেনা, অদ্ভুত নম্বর থেকে এসেছে কিনা, খুব অস্বাভাবিক সময়ে এসেছে কিনা।
জরুরি প্রয়োজন:ফোনে জরুরি সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দেওয়া হতে পারে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর দেওয়া হতে পারে। অথবা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে গোলমালের ভয় দেখানো হতে পারে।
জরুরি প্রয়োজন:
ফোনে জরুরি সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দেওয়া হতে পারে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর দেওয়া হতে পারে। অথবা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে গোলমালের ভয় দেখানো হতে পারে।
কণ্ঠস্বরে বিকৃতি:প্রযুক্তি অনেকখানি এগোলেও যন্ত্র মানবের কণ্ঠস্বরে কিছু ত্রুটি ধরা পড়বেই। কথা বলার কায়দা বা বক্তব্যে অসংগতি আছে কিনা নজর করতে হবে।
কণ্ঠস্বরে বিকৃতি:
প্রযুক্তি অনেকখানি এগোলেও যন্ত্র মানবের কণ্ঠস্বরে কিছু ত্রুটি ধরা পড়বেই। কথা বলার কায়দা বা বক্তব্যে অসংগতি আছে কিনা নজর করতে হবে।
 অর্থ বা ব্যক্তিগত তথ্যের অনুরোধ:সাধারণত এই ভাবে অর্থ চাওয়া হয়, অথবা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমন হলে কোনও ভাবেই তা বলা যাবে না। সাধারণত পরিচিত মানুষ এমনটা করেন না। তাই সতর্ক থাকতে হবে।
অর্থ বা ব্যক্তিগত তথ্যের অনুরোধ:
সাধারণত এই ভাবে অর্থ চাওয়া হয়, অথবা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমন হলে কোনও ভাবেই তা বলা যাবে না। সাধারণত পরিচিত মানুষ এমনটা করেন না। তাই সতর্ক থাকতে হবে।
mবাঁচার উপায়—অচেনা নম্বরের ফোন এড়িয়ে যাওয়া যেতে পারে। যিনি ফোন করেছেন তাঁর পরিচয় যাচাই করা যেতে পারে। কণ্ঠস্বর এক রকম হলেও ব্যক্তিগত কিছু তথ্য জিজ্ঞাসা করলে কৌশলে জেনে নেওয়া যাবে তিনি আদৌ পরিচিত মানুষটি, নাকি AI জেনেরেটেড ভয়েস।
বাঁচার উপায়—
অচেনা নম্বরের ফোন এড়িয়ে যাওয়া যেতে পারে।
যিনি ফোন করেছেন তাঁর পরিচয় যাচাই করা যেতে পারে। কণ্ঠস্বর এক রকম হলেও ব্যক্তিগত কিছু তথ্য জিজ্ঞাসা করলে কৌশলে জেনে নেওয়া যাবে তিনি আদৌ পরিচিত মানুষটি, নাকি AI জেনেরেটেড ভয়েস।
 দ্রুত কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। যতই চাপ থাক, কাউকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ব্যক্তিগত তথ্য কাউকে বলা যাবে না।
দ্রুত কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। যতই চাপ থাক, কাউকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ব্যক্তিগত তথ্য কাউকে বলা যাবে না।
 সন্দেহ হলেই কল রিপোর্ট করে দিতে হবে। সোশ্যাল মিডিয়া বা অন্যত্র কী ধরনের তথ্য শেয়ার করছেন তা নিয়ে সতর্ক থাকতে হবে।কল ব্লকিং অ্যাপ ব্যবহার করা যেতে পারে প্রয়োজনে।
সন্দেহ হলেই কল রিপোর্ট করে দিতে হবে। সোশ্যাল মিডিয়া বা অন্যত্র কী ধরনের তথ্য শেয়ার করছেন তা নিয়ে সতর্ক থাকতে হবে।কল ব্লকিং অ্যাপ ব্যবহার করা যেতে পারে প্রয়োজনে।