অভিষেকের ছবি দেওয়া হোর্ডিং ঘিরে বিতর্ক তৃণমূলে৷

Abhishek Banerjee: দিল্লির পর এবার মুম্বই! অভিষেকের চমকপ্রদ ‘অভিযান’! কেন সফর, তুঙ্গে জল্পনা

নয়াদিল্লি: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি হিসেবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৯ আসনে জয় এনে দিয়েছেন দলকে। এরপরই সর্বভারতীয় স্তরেও অভিষেকের গুরুত্ব বেড়েছে। বুধবার ইন্ডিয়ার বৈঠকেও অভিষেকের কথা আলাদা ভাবে উল্লেখ করেছেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি। ইন্ডিয়ার বৈঠকের পর সমাজবাদী পার্টির নেতা অখিলেশের সঙ্গেও বৈঠক করেছেন অভিষেক। এরপর এবার মুম্বই যাচ্ছেন অভিষেক। সূত্রের খবর, মুম্বইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করবেন অভিষেক, সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন উদ্ধবের আদিত্য ঠাকরে।

এর আগে সমাজবাদী পার্টি (এসপি)-র নেতা অখিলেশ সিং যাদবের বাড়িতে গিয়ে বুধবার রাতেই এক প্রস্থ বৈঠক করেন অভিষেক। টানা ৪৫ মিনিট কথা হয় তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির দুই শীর্ষ নেতা।

আরও পড়ুন: দেশ জুড়ে নজরে ‘পাওয়ার অফ 66’…! অখিলেশ-অভিষেক বৈঠক নিয়ে জোর জল্পনা

অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের বৈঠকে বসেন আম আদমি পার্টি (আপ)-র রাঘব চাড্ডাদের সঙ্গে। সূত্রের খবর, বৃহস্পতিবার বেলার দিকে দিল্লিতে অভিষেকের বাড়িতে যান অরবিন্দ কেজরিওয়ালের দলের দুই শীর্ষনেতা সঞ্জয় সিংহ এবং রাঘব চড্ডা।

তবে দু’টি বৈঠক প্রসঙ্গে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এগুলি ‘সৌজন্যমূলক সাক্ষাৎ’। তবে ভোটের পর বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক দলগুলির মধ্যে সমান্তরাল কোনও সমীকরণ তৈরি হচ্ছে কি না, তা নিয়ে একাংশের মধ্যে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, জোট শরিকদের মধ্যে কংগ্রেসের পরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে সবচেয়ে বেশি আসন এনে দিয়েছে অখিলেশের দল সমাজবাদী পার্টি। লোকসভায় উত্তরপ্রদেশে ৩৭টি আসন জিতেছে তারা। তার পরেই রয়েছে ২৯টি আসন পাওয়া তৃণমূল। সংখ্যাধিক্যে সমাজবাদী পার্টি ও তৃণমূল কংগ্রেস বাকিদের টেক্কা দিয়েছে। এই পরিস্থিতিতে এবার উদ্ধবের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক।