প্রতিকী চিত্র 

KKR vs DC: বাংলার ছেলে খেলবে কলকাতার বিরুদ্ধে, বাবা-মা ইডেনের গ্যালারি থেকে গলা ফাটাবেন অভিষেকের জন্য

হুগলি:  বাংলার ছেলে খেলবে কলকাতার বিরুদ্ধে! তাহলে অভিষেক পোরেলের পরিবার চন্দননগর থেকে  কার সমর্থণে গলা ফাটাবে? ঘরের মাঠে কলকাতার বিরুদ্ধে রানের বন্যা বইয়ে দেবে ছেলে এমনটাই আশাবাদী দিল্লির ক্যাপিটাল্সের অভিষেক পোড়েলের পরিবারের। তাঁদের আশা কেকেআরের বিরুদ্ধে ম্যাচে এইবার অর্ধ শত রান করবে অভিষেক ৷ এমনটাই আশা করছেন তাঁর বাবা। সোমবার সন্ধ্যার কলকাতা বনাম দিল্লির ম্যাচ দেখতে ইডেন যাচ্ছেন অভিষেক পোড়েলের গোটা পরিবার। সেখানে ইডেনের গ্যালারি থেকে কলকাতার বিরুদ্ধে বাড়ির ছেলেকে সাপোর্ট করবেন পরিবারের সকলে মিলে।

২০২৩ আইপিএলের তাঁর অভিষেক। ঋষভ পন্থের জায়গায় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে টিমে প্রথম জায়গা পাওয়া। ২০২৪ এ পন্থ সুস্থ হয়ে উঠলে প্রথম একাদশে জায়গা থাকবে কিনা সে নিয়ে একটু চিন্তা ছিল অভিষেকের। তবে প্রথম ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে ১০ বলে ৩২ রানের ম্যাচ উইনিং পারফরম্যান্স দিয়ে দলে পূর্ণাঙ্গ জায়গা করে দিয়েছে অভিষেক পোড়েলকে। আইপিএল ক্রিকেট কেরিয়ারে ২১৭ রান করেছে অভিষেকের ব্যাট। তাঁর মধ্যে সর্বোচ্চ রান  ৪২। যা গত ম্যাচে ওপেন করে করেছে মাত্র ২২ বছর বয়সী হুগলি চন্দননগরের ছেলে অভিষেক পোড়েল।

আরও পড়ুন – ICC T20 WC: শত্রুতা ভ্যানিশ! আমার বিরাটকে দলে এভাবেই চাই, নির্বাচকদের সাফ জানালেন রোহিত

চন্দননগর রথের সড়ক এলাকায় থাকেন অভিষেকের পরিবার। সোমবার সকাল থেকে তাদের বাড়িতে তোড়জোড় শুরু বিকালের ইডেন গার্ডেন্সে ম্যাচ দেখতে যাওয়ার জন্য। পরিবারের সমস্ত লোক সবাই মিলে আজ যাচ্ছে কলকাতার মাঠে কলকাতার প্রতিপক্ষ দিল্লিকে সাপোর্ট করার জন্য। কারণ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটাল্সের হয়ে আজও ওপেন করবে এমনটাই নাকি জানিয়ে দিয়েছেন অভিষেক।

এই বিষয়ে অভিষেক পোড়েল এর বাবা সোমনাথ পোড়েল জানান, ইডেন গার্ডেনসের মাঠ অভিষেকের ছোটবেলা থেকেই পরিচিত। সেখানে প্র্যাকটিস করেই বড় হয়েছে অভিষেক আজ বলা চলে অভিষেকের ঘরের মাঠে খেলা। সেই খেলায় ছেলের থেকে হাফ সেঞ্চুরির আশা করছেন তার বাবা । এই বিষয়ে তার মা অনিমা পড়েল বলেন,আজ মাঠে দিল্লিকে সাপোর্ট করতেই যাচ্ছেন। এতদিন তারা প্রথম থেকে আইপিএলে কলকাতাকে সাপোর্ট করে এসেছেন। বিগত দুই বছর ধরে তারা সাপোর্ট করছেন দিল্লিকে। আজ অভিষেকের ব্যাট থেকে যাতে একটি দুরন্ত পারফরমেন্স আসে সেই আশায় তাকিয়ে গোটা পরিবার।

Rahi Halder