অভিনেতা-সাংসদ দেব

Actor Dev: ঘাটালে ফের বন্যা, রাস্তায় চলছে নৌকা! পরিস্থিতি পরিদর্শনে অভিনেতা-সাংসদ দেব

ঘাটালঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রাজনগরে বন্যা পরিদর্শনে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। আজ শুরুতে কেশপুরে যান তিনি, সেখান থেকে সন্ধ্যা নাগাদ দাসপুরের রাজনগরে যান দেব। সেখানে আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেন,পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুনঃ রোজ শ্যাম্পু করছেন? বারোটা বাজবে কিন্তু! খেয়াল রাখুন এই টিপসগুলি…বন্ধ হবে চুল পড়া

কয়েক মিনিটের জন্য দাসপুরের রাজনগরে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষ ও আধিকারিকদের সঙ্গে কথা বলে ঘাটালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক ও ঘাটাল ব্লকের অজবনগর এলাকায় পরিদর্শনে যাওয়ার কথা সাংসদ দেবের।

চলতি মরশুমে একাধিকবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও জলস্তর ছিল বিপদসীমার নীচে। তবে দু’দিনের টানা বৃষ্টিতে ক্রমশই বেড়েছে নদীর জল। বিপদসীমার উপর দিয়ে বইছে শিলাবতী, ঝুমি নদী। স্বাভাবিকভাবে একাধিক বসতি এলাকা প্লাবিত হয়েছে ইতিমধ্যে। জনবসতির মধ্যে দিয়ে চলছে জলস্রোত। খাওয়াদাওয়া তো দূর, নিজেদের জীবন বাঁচাতে জল পেরিয়ে এদিক থেকে ওদিক যাতায়াত করছেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ ভাজার আগে মাছে নুন-হলুদ মাখানো হয় কেন? শুধুই কি রান্নার স্বাদ বাড়াতে? জানুন আসল ‘সত‍্য’!

শুক্রবার বিকেল থেকে নিম্নচাপের কারণে লাগাতার বৃষ্টি হয়েছে জেলা জুড়ে। বিভিন্ন জায়গার পাশাপাশি ক্রমশই জটিল পরিস্থিতি হয়ে উঠেছে ঘাটালের বন্যা। প্রতি বছর বর্ষাকাল এলেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ঘাটালে। তবে এবার বেশ কয়েকবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও, জলস্তর বিপদসীমার নিচেই ছিল। তবে ঘণ্টায় ঘণ্টায় লাফিয়ে বাড়ছে জলস্তর। একাধিক জলধার থেকে জল ছাড়ার কারণে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে ঘাটাল, চন্দ্রকোণা, দাসপুরের বিস্তীর্ণ এলাকা। এছাড়াও প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়েছে সবং, পিংলাও।