বেআইনি বহুতল ভাঙল প্রশাসন 

South 24 Parganas News: সোনারপুরে  জলাভূমির উপর তৈরি বেআইনি বহুতল ভাঙল প্রশাসন 

দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরে জলাভূমির উপর তৈরি বেআইনিবহুতল ভাঙল প্রশাসন ৷ বেআইনিভাবে কোনরকম অনুমোদন ছাড়াই তৈরি হয়েছিল এই বহুতল ৷ নজরদারি এড়িয়ে কীভাবে এই বহুতল নির্মান হল তা নিয়েই উঠছে প্রশ্ন ৷ কলকাতার মুকুন্দপুর লাগোয়া জগদীপোতায় জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছিল বহুতল ৷

আদালতের নির্দেশ নিয়ে এই বহুতল ভাঙার কাজ শুরু করল সোনারপুর ব্লক প্রশাসন ৷ সোনারপুর বিডিও ও নরেন্দ্রপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতিতে এই বেআইনী নির্মান ভাঙার কাজ শুরু হয়েছে ৷ সুপ্তি জানা নামে একজনের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ বলে ব্লক প্রশাসন সুত্রে জানা গিয়েছে ৷

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন জায়গায় ঘড়িতে কখনও ১২টা বাজে না? উত্তর জানলে চমকে যাবেন

এক সপ্তাহের মধ্যে পুরো বাড়িটি ভেঙে ফেলা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ এই বিষয়ে খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর জানান, এই এলাকায় যে সমস্ত বেআইনী নির্মান হয়েছে তার বিরুদ্ধেও আগামীতে পদক্ষেপ নেবেন তারা।

সুমন সাহা