admission portal: বিহার-ওড়িশা-মহারাষ্ট্র থেকেও ছাত্রছাত্রীরা পড়তে আসতে চাইছে পশ্চিমবঙ্গে! সোশ্যাল মিডিয়ায় জানালেন শিক্ষামন্ত্রী

কলকাতা: বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় এ রাজ্যে পড়ুয়াদের পড়ার আগ্রহ বেড়েছে। স্নাতক স্তরে এ রাজ্যের কলেজগুলিতে পড়তে চায় ভিন রাজ্যের পড়ুয়ারা। সূত্রের খবর, মোট ২৬টি রাজ্য থেকে স্নাতক স্তরে পড়ার জন্য আবেদন এ রাজ্যের কাছে। যার মধ্যে রয়েছে বিহার, অসম, উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্য গুলি থেকে ২৫ হাজারেরও বেশি আবেদন। রাজ্যে পড়ার জন্য আবেদন এসেছে গুজরাত,  রাজস্থান, মহারাষ্ট্র থেকেও।

সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বিহার থেকে৷ তারপরেই দ্বিতীয় রয়েছে ঝাড়খণ্ড, তৃতীয় অসম, চতুর্থ উত্তরপ্রদেশ, পঞ্চম স্থানে ওড়িশা। এবিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷

আরও পড়ুন: মোদির বক্তৃতার মাঝেই বিরোধীদের ‘ঝুট ঝুট’ স্লোগান! তারপর ওয়াকআউট, খাড়্গেদের তীব্র ভর্ৎসনা ধনখড়ের

স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে পোর্টাল চালু করেছে চলতি বছর থেকেই রাজ্য। ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ ভাবে পরিচালনার জন্যই কেন্দ্রীয়ভাবে অনলাইনে চালু হয়েছে এই প্রক্রিয়া। আর তাতেই একাধিক রাজ্য থেকে পড়ার হিড়িক এ রাজ্যের কলেজগুলিতে।

আরও পড়ুন: পাঁচ বছর ধরে রাজভবনে পড়ে গণপিটুনি বিল! তোলপাড় বিধানসভা, ‘ব্যাখ্যা’ দিলেন রাজ্যপাল

রাজ্যে স্নাতক স্তরের প্রথম বর্ষে ভর্তির জন্য প্রায় ২৮ লক্ষ আবেদন জমা পড়েছে। যার মধ্যে এক লক্ষ আবেদন জমা পড়েছে ভিন রাজ্যের পড়ুয়াদের। তেমনটাই খবর উচ্চ শিক্ষা দফতর সূত্রের।