‘ও যা ক্যাপ্টেন, নেপালও দলে নেবে না,’ এবার বোমা ফাটালেন শোয়েব

নয়াদিল্লি: বিরাট কোহলি অবসর ঘোষণা করেছেন। আর দেশের জার্সি গায়ে টি-২০ ক্রিকেট খেলবেন না। কোহলির পথে রোহিত শর্মাও। তিনি জানিয়ে দিয়েছেন, আর দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে খেলবেন না। ফে ভারতীয় সমর্থকদের একাংশ এবার আরেকজনকে ট্রোল করতে শুরু করেছে।

পাকিস্তানি সমর্থকরা অনেকেই বাবর আজমকে বলেন, পাকিস্তানি বিরাট কোহলি। ভারতীয় সমর্থকরা তা শুনে হাসেন। রেকর্ড হোক বা ব্যাটিং, কোনও দিক থেকেই বিরাট কোহলির ধারে-কাছে আসেন না বাবর আজম। এমনকী পাকিস্তান দলকে তিনি বড় মঞ্চে চ্যাম্পিয়ন করতেও পারেননি।

আরও পড়ুন- মাঠে হাজির ক্রিকেটারদের সেলিব্রেশন অনেক দেখেছেন তো! ড্রেসিংরুমে কী হয়েছে জানেন

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক দাবি করেছেন, আন্তর্জাতিক স্তরে খেলার মতো ফিটনেস নেই বাবর আজমের। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার জন্য বাবর আজমের দায় অনেকটাই, এমনই দাবি করেছেন সানিয়া মির্জার প্রাক্তন স্বামী।

—- Polls module would be displayed here —-

শোয়েব বলেছেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের মতো দেশগুলোতে জন্মালে বাবর কি টি-২০ ক্রিকেটে দেশের হয়ে খেলতে পারত? আমার মনে হয়, কোনও প্রথম সারির ক্রিকেট খেলিয়ে দেশের হয়ে খেলার মতো ফিটনেস ওর নেই। ও য়া ক্যাপ্টেন তাতে ওকে নেপালও দলে নেবে কি না আমার সন্দেহ আছে।

আরও পড়ুন- বার্বাডোজে ঝড়,জিম্বাবোয়ে সফর থেকে ছিটকে গেলেন ৩ জন , শিকে ছিঁড়ল KKR তারকার

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান। আর এই হার পাকিস্তানের প্রাক্তন তারকারা মেনে নিতে পারছেন না। শোয়েব বলেছেন, এখন টি-২০ ক্রিকেটের মান অন্য উচ্চতায় পৌঁছেছে। বেশ কয়েকটি দল এত ভাল ক্রিকেট খেলছে যে টি-২০ ক্রিকেট অন্য মাত্রায় চলে গিয়েছে। আর আমাদের পাকিস্তানের ক্রিকেটাররা এখনও নিজেদের ফিট করে তুলতে পারছে না।