বালুরঘাটের আদৃতা

Dakshin Dinajpur News: আদৃতাকে নিয়ে গর্বিত বালুরঘাট! বাংলার মেয়ে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটের নাম উজ্জ্বল করল আদৃতা সাহা চৌধুরী। একাদশ শ্রেণীতে পঠনরত অবস্থায় আন্তর্জাতিক মানের একটি ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ খেতাব অর্জন করতেই খুশির হাওয়া জেলা জুড়ে। পরিবার সূত্রে জানা যায়, টিভির পর্দায় সুস্মিতা সেন এবং ঐশ্বর্য রাইকে মডেলিংয়ে খেতাব অর্জন করতে দেখে ছোট থেকেই মডেলিং নিয়ে আগ্রহ জন্মায় স্কুল পড়ুয়া আদৃতার। পরবর্তী সময়ে এর প্রতি ভালবাসা তৈরি হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় সে অংশগ্রহণ করতে শুরু করে। মা অর্পিতা সাহা চৌধুরীর হাত ধরে এর আগে একাধিক ছোট-বড় মডেলিংয়ে অংশগ্রহণ করে সাফল্য পেয়েছে আদৃতা। শহরের কলেজ মোড় এলাকার বাসিন্দা অসিত সাহা চৌধুরীর মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত পরিবার এবং প্রতিবেশীরা।

আদৃতা বলেন, “পড়াশোনার পাশাপাশি ছোট থেকে মডেলিং করার খুব ইচ্ছা। সেই থেকেই আজ এই জায়গায় পৌঁছনো। আগামীতে মডেলিং নিয়ে আরও এগিয়ে যাওয়ায় লক্ষ্য রয়েছে।”

জানা গিয়েছে, পড়াশোনার ফাঁকে নাচ, গান করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মডেলিংয়ের ব্যাপারে সব সময় খোঁজখবর রাখত আদৃতা। গত জুলাই মাসে ‘দ্য গ্ল্যাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০২৪’-এ অংশগ্রহণ করতে অনলাইনে আবেদন করেছিল সে। সবুজ সংকেত মিলতেই মা-বাবাকে নিয়ে গোয়ায় ছুটে গিয়েছিল আদৃতা। যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার পাশাপাশি অসম, মেঘালয়-সহ একাধিক রাজ্যের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন।

আদৃতার মা অর্পিতা সাহা চৌধুরী জানান, ছোট থেকেই খেলার ছলে শিখতে শিখতে মেয়ে আদৃতার এই মডেলিং দুনিয়ায় পা রাখা। তারপরেই একের পর এক ধাপ পাড় করে ইচ্ছে পূরণের লক্ষ্যেই ছুটে গিয়েছিল গোয়ায়। তিনদিনব্যাপী ওই প্রতিযোগিতার শেষে ৩০ অগাস্ট তার মাথায় বিজয়ীর শিরোপা তুলে দেওয়া হয়েছে। আয়োজকদের তরফে একাধিক বিচারক ছিলেন। মেয়ের এমন সাফল্যে সকলেই উচ্ছ্বসিত।

প্রায় ৬০ জনের উপর প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে বালুরঘাটের আদৃতা অন্যতম হিসাবে চিহ্নিতহয়ে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব অর্জন করেছে। তিনদিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় একাধিক প্রতিভার পরিচয় দিয়ে সকলকে পিছনে ফেলে আদৃতা ছিনিয়ে এনেছে বিজয়ীর খেতাব। তার প্রতিভা অবাক করেছে বালুরঘাটবাসীকে।

সুস্মিতা গোস্বামী