Tag Archives: Dakshin Dinajpur

Dakshin Dinajpur News: পুজোর কেনাকাটায় ব্যস্ত! কালেকশনে রাখতেই হবে ‘এই’ শাড়ি, কোথায় গেলে পাবেন

দক্ষিণ দিনাজপুর: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে বালুরঘাটে গৃহবধূ থেকে শুরু করে কম বয়সি মহিলার, সকলেই দুর্গা খাদিতে মজেছে। বাজার জুড়ে এখন শুধু কেনাকাটাতে মত্ত বাঙালিদের একাংশ। পুজো মানেই বাঙালির কাছে এই চারটি দিন রকমারি শাড়ি। তাই এবার পুজো উপলক্ষে চলে এসেছে ট্রেন্ডিং শাড়ি দুর্গা খাদি। যে শাড়ির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে মা দুর্গার মুখমণ্ডল। যা মিলবে মাত্র ৫০০ টাকার মধ্যেই। আর এই মা দুর্গার মুখ আঁকা শাড়ির চাহিদা এখন তুঙ্গে। কিনতে হলে আসতে হবে বালুরঘাটের ফ্যাশন হাউসে।

প্রসঙ্গত, প্রথম অবস্থায় দুর্গার মুখমণ্ডল দেওয়া শাড়ির চাহিদা তেমনভাবে না থাকলেও পুজোর দিন যত এগিয়ে আসছে এই দুর্গা খাদির চাহিদা ততই বেড়ে যাচ্ছে। ইতিমধ্যেই বালুরঘাট শহরে বেশ সারা ফেলেছে। গৃহবধূ থেকে শুরু করে কম বয়সি মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছে এই দুর্গা খাদি। সঙ্গে রয়েছে জবা শাড়ি এবং স্বস্তিক শাড়ি।

বর্তমানে এর চাহিদা বেড়ে যাওয়ার ফলে যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। ফলস্বরূপ চাহিদা ব্যাপক ভাবে থাকার ফলে রীতিমতো রাত-দিন এক করে শাড়ির বরাত নিতে শুরু করেছেন বিক্রেতা রিয়া দত্ত দাস। এবং খুব স্বল্প সময়ের মধ্যেই ক্রেতাদের হাতে দুর্গা খাদি দিয়ে তাঁদের মন জয় করে নিচ্ছেন তিনি।

 শাড়ি বিক্রেতা রিয়া দত্ত দাস জানান, “প্রতি বছরই পুজোর সময় কিছু ট্রেন্ডিং শাড়ি থাকে, তেমনই এই বছর ট্রেন্ডিং শাড়ি দুর্গা খাদি। সঙ্গে জবা এবং স্বস্তিক শাড়ি। দামও সকলের সাধ্যের মধ্যেই। এতটাই হালকা ওজনের যে অনায়াসেই অষ্টমীর অঞ্জলি বা দশমীর সিঁদুর দানে মহিলারা পরতে পারবেন। চাহিদা বেশি হওয়ায় স্টক শেষ হয়ে আবার অর্ডার করতে হচ্ছে এই শাড়ি।”

শাড়ি কিনতে আসা শহরের একাধিক মহিলারা জানান, “প্রতি বছরই দোকান থেকে পুজো উপলক্ষে বিভিন্ন ডিজাইনের শাড়ি কিনে থাকি পুজোর পাঁচটি দিন পরার জন্য। কিন্তু চলতি বছরে মা দুর্গার মুখের আদলের এই দুর্গা খাদি একটু ভিন্ন ধরনের। যা নজর কাড়ছে সকলেরই।”

সুস্মিতা গোস্বামী

Dakshin Dinajpur News: আদৃতাকে নিয়ে গর্বিত বালুরঘাট! বাংলার মেয়ে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটের নাম উজ্জ্বল করল আদৃতা সাহা চৌধুরী। একাদশ শ্রেণীতে পঠনরত অবস্থায় আন্তর্জাতিক মানের একটি ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ খেতাব অর্জন করতেই খুশির হাওয়া জেলা জুড়ে। পরিবার সূত্রে জানা যায়, টিভির পর্দায় সুস্মিতা সেন এবং ঐশ্বর্য রাইকে মডেলিংয়ে খেতাব অর্জন করতে দেখে ছোট থেকেই মডেলিং নিয়ে আগ্রহ জন্মায় স্কুল পড়ুয়া আদৃতার। পরবর্তী সময়ে এর প্রতি ভালবাসা তৈরি হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় সে অংশগ্রহণ করতে শুরু করে। মা অর্পিতা সাহা চৌধুরীর হাত ধরে এর আগে একাধিক ছোট-বড় মডেলিংয়ে অংশগ্রহণ করে সাফল্য পেয়েছে আদৃতা। শহরের কলেজ মোড় এলাকার বাসিন্দা অসিত সাহা চৌধুরীর মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত পরিবার এবং প্রতিবেশীরা।

আদৃতা বলেন, “পড়াশোনার পাশাপাশি ছোট থেকে মডেলিং করার খুব ইচ্ছা। সেই থেকেই আজ এই জায়গায় পৌঁছনো। আগামীতে মডেলিং নিয়ে আরও এগিয়ে যাওয়ায় লক্ষ্য রয়েছে।”

জানা গিয়েছে, পড়াশোনার ফাঁকে নাচ, গান করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মডেলিংয়ের ব্যাপারে সব সময় খোঁজখবর রাখত আদৃতা। গত জুলাই মাসে ‘দ্য গ্ল্যাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০২৪’-এ অংশগ্রহণ করতে অনলাইনে আবেদন করেছিল সে। সবুজ সংকেত মিলতেই মা-বাবাকে নিয়ে গোয়ায় ছুটে গিয়েছিল আদৃতা। যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার পাশাপাশি অসম, মেঘালয়-সহ একাধিক রাজ্যের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন।

আদৃতার মা অর্পিতা সাহা চৌধুরী জানান, ছোট থেকেই খেলার ছলে শিখতে শিখতে মেয়ে আদৃতার এই মডেলিং দুনিয়ায় পা রাখা। তারপরেই একের পর এক ধাপ পাড় করে ইচ্ছে পূরণের লক্ষ্যেই ছুটে গিয়েছিল গোয়ায়। তিনদিনব্যাপী ওই প্রতিযোগিতার শেষে ৩০ অগাস্ট তার মাথায় বিজয়ীর শিরোপা তুলে দেওয়া হয়েছে। আয়োজকদের তরফে একাধিক বিচারক ছিলেন। মেয়ের এমন সাফল্যে সকলেই উচ্ছ্বসিত।

প্রায় ৬০ জনের উপর প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে বালুরঘাটের আদৃতা অন্যতম হিসাবে চিহ্নিতহয়ে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব অর্জন করেছে। তিনদিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় একাধিক প্রতিভার পরিচয় দিয়ে সকলকে পিছনে ফেলে আদৃতা ছিনিয়ে এনেছে বিজয়ীর খেতাব। তার প্রতিভা অবাক করেছে বালুরঘাটবাসীকে।

সুস্মিতা গোস্বামী

Dakshin Dinajpur News: উত্তাল বাংলাদেশ! হিলি সীমান্ত দিয়ে ঘরে ফিরছেন ভিন রাজ্যের পড়ুয়ারা

দক্ষিণ দিনাজপুর: কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ। ইতিমধ্যেই সে দেশের সমস্ত কলেজ থেকে বিশ্ববিদ্যালয় গুলিতে ছড়িয়ে পড়েছে আন্দোলনের আগুন। প্রতিদিন উত্তেজনা বেড়েই চলেছে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির ঘটনায় আতঙ্কিত ভারতীয় মেডিক্যাল পড়ুয়ারা। মঙ্গলবাক সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে আসতে শুরু করেছেন বাংলাদেশে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা৷ বাংলাদেশের বগুড়া কলেজ থেকে ৩২৩ জন ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে। তাঁদের মধ্যে কারও বাড়ি এই রাজ্যে। তবে বেশিরভাগেরই বাড়ি কাশ্মীর, ঝাড়খণ্ড, মণিপুর, তামিলনাড়ু এবং কেরল উত্তরাখণ্ড-সহ দেশের নানা রাজ্যে। পাশাপাশি কিছু নেপালি পড়ুয়াও হিলি সীমান্ত দিয়ে এপারে এসেছেন।

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশ প্রশাসন পুলিশি নিরাপত্তা দিয়ে তাঁদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয়। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি জেরে আতঙ্কিত ছিলেন পড়ুয়া থেকে অভিভাবকরা। বর্তমানে হিলি আন্তর্জাতিক সীমান্তে পড়ুয়া এবং অভিভাবকদের ভিড় নজরে এসেছে। অবশেষে তাঁরা দেশে ফেরায় খুশি। ভয়-আতঙ্ক কেটেছে অভিভাবক এবং পড়ুয়াদের।

বাংলাদেশ থেকে ভারতে ফেরা ছাত্ররা জানায়, সেখানকার পরিস্থিতি ভয়াবহ হলেও তার আঁচ তাঁরা পাননি। কারণ ঢাকায় উত্তপ্ত পরিস্থিতি ছিল। তাঁরা বগুড়া মেডিকেল কলেজে পড়াশোনা করতেন। তাঁদের বাসে করে পুলিশি নিরাপত্তার মাধ্যমে ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুন: স্কুলেই বড় বিপদ! কোনও রকম প্রাণে বাঁচল ৪ ছাত্রী, ঠিক কী ঘটল, জানলে শিউরে উঠবেন

আরও পড়ুন: ১৮৩ বছরের স্কুল নানান সমস্যায় জর্জরিত, কমছে পড়ুয়ার সংখ্যা

দেশে ফিরলেও ট্রেন এবং বিমানের টিকিট না মেলায় হিলি থেকে বাড়ি কী করে ফিরবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন পড়ুয়ারা। কেউ চড়া ভাড়ায় ছোট গাড়ি করে কলকাতায় রওনা দিয়েছেন, আবার কেউ ট্রেনে-বাসে করে  গিয়েছেন বিমান ধরার লক্ষ্যে। পাশাপাশি, কবে বাংলাদেশের পরিস্থিতি শান্ত হবে এবং তাঁরা ফের মেডিক্যালে ফিরবেন তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন পড়ুয়ারা।

বাংলাদেশের কোটা চাকরির বিরোধিতা করে ছাত্র আন্দোলন বিগত কয়েকদিন যাবত বিশাল রূপ নিয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকার সমস্ত দেশ জুড়েই জারি করেছে কারফিউ। পরিস্থিতি বলা যেতে পারে একেবারে নিয়ন্ত্রণের বাইরে। এই পরিস্থিতির মধ্যে ধুঁকছে হিলি স্থলবন্দরের ব্যবসায়ী থেকে শুরু করে এই কাজের সঙ্গে যুক্ত সাধারণ মানুষ।

সুস্মিতা গোস্বামী

ঘর থেকে মায়ের দেহ উদ্ধার, সন্দেহ ছেলের দিকে! কারণ খুঁজছে পুলিশ

দক্ষিণ দিনাজপুর : তালাবন্দি জেলখানার কোয়ার্টার থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম কল্পনা রানি শীল (৪৭)। বাড়ি কোচবিহারের কামাখ্যাগুড়িতে।

সোমবার গভীর রাতে জেলখানার কোয়ার্টার থেকে ঘরের দরজা ভেঙে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ৷ এদিন দুপুরে দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মৃতার ছেলে শোভনলাল শীল ২০২১ সাল থেকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে কর্মরত রয়েছেন। এদিকে, ঘটনার পর থেকেই নিখোঁজ মৃতার ছেলে শোভনলাল শীল।

আরও পড়ুন- বারবার দুর্ঘটনা! জাতীয় সড়কে এরকম ঘটনার কারণ জানলে আঁৎকে উঠবেন

কোনও রকম খোঁজ মিলছে না তাঁর। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, ওই মহিলা আত্মহত্যা করতে পারেন না। তাঁকে খুন করা হয়েছে।

এক মহিলা সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শোভনের। তাতেই ছিল মায়ের আপত্তি। সেই কারণে মাকে মেরে ঘরে তালা ঝুলিয়ে চম্পট দিয়েছে ছেলে বলে অভিযোগ।

পরিবার সূত্রে জানা গিয়েছে , বারবার ফোন করেও পাওয়া যায়নি শোভনলাল শীলকে। ছেলের সঙ্গে জেলখানার কোয়ার্টারেই থাকতেন তাঁর মা কল্পনা রানী শীল। তাঁর ফোনও বেজে গেছে, কিন্তু কেউ ফোন ধরেনি।

এর পর সন্দেহ হওয়ায় রায়গঞ্জ জেলে কর্মরত শোভনলালের বন্ধুকে ফোন করে বিষয়টি জানানো হয়। বালুরঘাট জেল কর্তৃপক্ষ রাত্রি পর্যন্ত অপেক্ষা করে শেষপর্যন্ত পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন- সেরার সেরা পুরস্বাস্থ্য কেন্দ্র!গর্বে বুক ফুলে উঠবে,কোন শহর পেল এই সম্মান?জানেন?

এর পরই পুলিশ গভীর রাতে তালা ভেঙে ঘরে ঢুকে গলায় গামছা জড়ানো অবস্থায় শোভা রানী শীলকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর দেওয়া হয় বাড়ির লোকজনদের। এদিকে ওই মহিলাকে খুন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

সুস্মিতা গোস্বামী

Housewife: বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ, পাটক্ষেতে মিলল দুই পা! কেন নৃশংস পরিণতি, রহস্য তপনে

সুজন সূত্রধর, তপন: দিন চারেক ধরে রহস্যজনক ভাবে নিখোঁজ ছিলেন গৃহবধূ৷ শেষ পর্যন্ত পাট ক্ষেতের ভিতর থেকে উদ্ধার হল তাঁর দুটি কাটা পা৷ যদিও বাকি দেহ অবশিষ্ট অংশের খোঁজ এখনও মেলেনি৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের তপনে৷

জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কালিনগর গ্রামে নিজের পাট ক্ষেতে গিয়ে হঠাৎই দুটি কাটা পা দেখে আঁতকে ওঠেন এলাকার বাসিন্দা৷ এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে তপন থানার পুলিশ৷ অন্ধকার হয়ে যাওয়ায় ওই কাটা পা দুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ৷

আরও পড়ুন: লোকসভা ভোটেও কেন কাটল না শূন্যের গেরো? জেলার রিপোর্টে চিন্তা বাড়ল সিপিএমের

এ দিন সকাল থেকে ফের দেহের বাকি অংশের খোঁজে ওই পাট ক্ষেত এবং আশেপাশের এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ৷ তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খুন করেই দেহ টুকরো টুকরো করে মাটি চাপা দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়৷ যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত দেহের বাকি অংশের খোঁজ মেলেনি৷

এরই মধ্যে পুলিশ জানতে পারে, ঘটনাস্থল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে নিমপুর গ্রামের বাসিন্দা এক গৃহবধূ গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন৷ তবে গৃহবধূ নিখোঁজ হলেও থানায় কোনও ডায়েরি করেননি তাঁর পরিবারের সদস্যরা৷ খবর পেয়ে ওই গৃহবধূর পরিবারের সদস্যরা এসে কাটা পা দুটি এবং জুতো দেখে জানান, সেগুলি নিখোঁজ ওই মহিলারই৷

কিন্তু শান্ত স্বভাবের ওই গৃহবধূকে কেন কেউ খুন করবে, তা ভেবে পাচ্ছেন না পরিবারের সদস্যরা৷ পাশাপাশি, কীভাবে সবার নজর এড়িয়ে ওই গৃহবধূকে এমন নৃশংস ভাবে খুন করে দেহ টুকরো টুকরো করে পাটক্ষেতে মাটি চাপা দিয়ে লোপাট করার চেষ্টা করা হল, তা ভেবে অবাক তদন্তকারীরাও৷ দুষ্কৃতীদের খুঁজে বের করার পাশাপাশি গৃহবধূর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ পাট ক্ষেতের ভিতরে তল্লাশি চালিয়ে গৃহবধূর দেহের বাকি অংশের তল্লাশিও চলছে৷

South Dinajpur News: এ যেন এক গাড়ি মাফিয়া! শত শত গাড়ি বাইরের রাজ্যে বিক্রি! পাকড়াও মহিলা

বালুরঘাট: নিজেকে আইনজীবীর পরিচয় দিয়ে একাধিক গাড়ি ভাড়া নিয়ে সেই গাড়ির ভাড়া টাকা না দেওয়ার অভিযোগে উঠল এক মহিলার বিরুদ্ধে। জানা গিয়েছে, গঙ্গারামপুরের বাসিন্দা শ্রাবণী সাহা, পেশায় একজন ব্যবসায়ী নিজেকে আইনজীবী বলে দাবি করে ওই গাড়িগুলি ভাড়া নেন। গতকাল রাতে গঙ্গারামপুর থানা এলাকার প্রায় ১৫ জন গাড়ির মালিক বংশীহারি থানায় এসে অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই আজ গ্রেফতার করা হয় শ্রাবণী সাহাকে এবং তাঁকে বংশিহারি আদালতে তোলা হয়। ওই নামে কোনও আইনজীবী তাঁদের সংগঠনে নথিভুক্ত নেই বলে দাবি করেছে বংশীহারি বার অ্যাসোসিয়েশন৷

এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, “অভিযুক্তের নামে একাধিক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে।”

আরও পড়ুন: বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধি? কংগ্রেস নেতা রাজি হলে সংসদেও জমজমাট দ্বৈরথের অপেক্ষা

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মহিলা বিভিন্ন মালিকের গাড়ি ভাড়ার নামে নিয়ে বাইরের রাজ্যে খুব কম দামে বিক্রি করে দিতেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, যে তিনি স্থানীয় গাড়ির মালিকদের কাছ থেকে গাড়ি ভাড়া নেন মাসিক চুক্তিতে। পরবর্তীতে কিছু কিছু মালিককে মাসিক চুক্তিতে টাকা দিলেও অধিকাংশেরই টাকা বাকি থাকে।গাড়ির টাকা মিটিয়ে দেওয়ার নামে শুক্রবার দুপুরে গাড়ির মালিকদেরকে গঙ্গারামপুর মহকুমা আদালতে ডেকে পাঠায়। সময় মতো গাড়ির মালিকরা এসে পৌঁছলে সবাইকে টাকা দিতে পারেননি শ্রাবনী সাহা। এরপরই গাড়ির মালিকরা একত্রিত হয়ে ওই মহিলাকে তুলে দেয় বংশীহারী থানার হাতে। ওই রাতেই ওই মহিলার নামে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সমস্ত গাড়ির মালিকরা।

অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করে বংশীহারি থানার পুলিশ। এ দিন সকালে অভিযুক্তকে তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ।

সুস্মিতা গোস্বামী

Dakshin Dinajpur: মাত্র ৯৯ টাকায় এত পদ! না দেখলে বিশ্বাস হবে না! কোথায় মিলছে জানেন

ঠান্ডা ঘরে বসে বাঙালিয়ানা ১৩ রকম পদই মিলছে মাত্র ৯৯ টাকায়। শহরের বুকে এই দোকানে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন সাধারণ মধ্যবিত্ত মানুষ।