তিস্তায় র‍্যাফটিং বন্ধ

পর্যটকদের মন খারাপ করা খবর, পাহাড়ে তিন মাস বন্ধ অ্যাডভেঞ্চার ট্যুরিজম 

তিস্তায় বিপর্যয়ের জের। দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী তিন মাসের জন্য অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)।
তিস্তায় বিপর্যয়ের জের। দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী তিন মাসের জন্য অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)।
জিটিএ'র অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিভাগের আহ্বায়ক দাওয়া শেরপা জানিয়েছেন, প্রতিবছর বর্ষার মরশুমে অ্যাডভেঞ্চারমূলক কার্যকলাপ বন্ধ রাখা হয়। তবে এবার তিস্তায় জলোচ্ছ্বাস, পাহাড়ে ধস, রাস্তা ধসে যাওয়ায় অ্যাডভেঞ্চার ট্যুরিজমের কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ জারি হল।
জিটিএ’র অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিভাগের আহ্বায়ক দাওয়া শেরপা জানিয়েছেন, প্রতিবছর বর্ষার মরশুমে অ্যাডভেঞ্চারমূলক কার্যকলাপ বন্ধ রাখা হয়। তবে এবার তিস্তায় জলোচ্ছ্বাস, পাহাড়ে ধস, রাস্তা ধসে যাওয়ায় অ্যাডভেঞ্চার ট্যুরিজমের কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ জারি হল।
আগামী তিন মাস এই নির্দেশিকা জারি থাকবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে পুনরায় এসব চালু করা হবে।কালিম্পং, দার্জিলিং এবং কার্সিয়াংয়ের প্যারাগ্লাইডিং, ত্রিবেণিতে তিস্তায় র‍্যাফটিং, সান্দাকফু, সিঞ্জল বনাঞ্চল সহ সর্বত্র ট্রেকিংয়ের রুট বন্ধ থাকবে।
আগামী তিন মাস এই নির্দেশিকা জারি থাকবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে পুনরায় এসব চালু করা হবে।কালিম্পং, দার্জিলিং এবং কার্সিয়াংয়ের প্যারাগ্লাইডিং, ত্রিবেণিতে তিস্তায় র‍্যাফটিং, সান্দাকফু, সিঞ্জল বনাঞ্চল সহ সর্বত্র ট্রেকিংয়ের রুট বন্ধ থাকবে।
জিটিএ'র তরফে বলা হয়েছে, তিন মাসে এই সমস্ত অ্যাডভেঞ্চার পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রয়োজনভিত্তিতে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। যাতে আগামীদিনে আরও ভালোভাবে পরিষেবা দেওয়া সম্ভব হয়।
জিটিএ’র তরফে বলা হয়েছে, তিন মাসে এই সমস্ত অ্যাডভেঞ্চার পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রয়োজনভিত্তিতে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। যাতে আগামীদিনে আরও ভালোভাবে পরিষেবা দেওয়া সম্ভব হয়।
জিটিএ'র পর্যটন বিভাগ সবরকমভাবে প্রত্যেকটি সংস্থার দক্ষতা বাড়াতে সহযোগিতা করবে বলে দাওয়া শেরপা জানিয়েছেন।
জিটিএ’র পর্যটন বিভাগ সবরকমভাবে প্রত্যেকটি সংস্থার দক্ষতা বাড়াতে সহযোগিতা করবে বলে দাওয়া শেরপা জানিয়েছেন।