নিজের প্রাণ নেওয়ার আগে স্কেচ আঁকে ওই কিশোর

কিভাবে আত্মহত্যা? পুঙ্খানুপুঙ্খ স্কেচ এঁকে মারণ ঝাঁপ কিশোরের

পুনে: মৃত্যুর আগে নিজের ঝাঁপ দেওয়ার স্কেচ করে তারপর বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক বছর পনের-এর কিশোর। হাড়হিম করা এই ঘটনা সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে পুনে শহরে। তদন্তকারীরাও কিশোরের এই কাণ্ড দেখে রীতিমত অবাক।
ঘটনাটি, গত শুক্রবারের পুনে শহরের এক বহুতলের। গত ২৬ জুলাই, কিশোরের এই আত্মহত্যার ঘটনা ঘটে। তা তদন্তে নেমেই অবাক হয়ে যান তদন্তকারীরা।

আরও পড়ুন:“আমার স্বামী নির্দোষ”-দাবি দিল্লি কোচিং সেন্টারের ঘটনায় আটক গাড়ি চালকের স্ত্রীর

দশম শ্রেণীর ওই ছাত্র গত শুক্রবার পুনের পিম্প্রি-চিনওয়াদ এলাকায় চোদ্দতলার একটি বহুতল থেকে ঝাঁপ দেন। এরপরেই ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা। ওই সুইসাইড নোটের সঙ্গেই একটি স্কেচও উদ্ধার করা হয়। সেখানেই সম্পূর্ণ ভাবে হাঁতে এঁকে বোঝানো হয়েছে কিভাবে কোথায় ঝাঁপ দিতে হবে। শুধু এখানেই থেমে থাকে নি ওই কিশোর। ধাপে ধাপে গোটা বহুতলের স্কেচ এঁকে কোথা থেকে ঝাঁপ মারতে হবে সবটাই এঁকে বোঝানো হয়েছে ওই স্কেচে।
শুধু স্কেচই নয়, ওই কিশোর চরম পদক্ষেপ নেওয়ার আগে কিছু গেমের ‘কোড’ ও উল্লেখ করে গেছে। যেখানে কিশোরের মনের ভাব কেমন তা প্রকাশ পেয়েছে। এই ধরনের সুইসাইড নোট পেয়ে স্থানীয় মানুষ থেকে পুলিশ প্রশাসন সকলেই অবাক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের বাবা নাইজেরিয়ায় কর্মরত। মা এবং ছোট ভাইয়ের সঙ্গে পুনের ওই বহুতলেই থাকত ওই কিশোর। তাঁর মা-ও কর্মরতা। কিশোরের মা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই অনলাইন গেমিং-এর নেশায় ডুবে থাকত ওই কিশোর। নিজের ঘর থেকেও বেরোত না।
মৃত কিশোরের মায়ের বয়ান অনুযায়ী, ওই কিশোরের ছোট ভাই জ্বরে অসুস্থ হওয়ায় তাঁর মা সেদিকেই খেয়াল রাখছিলেন। তবে, এই ঘটনা ঘটার একদিন আগে অর্থাৎ গত ২৫শে জুলাই সারাদিন সে নিজেকে ঘরবন্দি করে রাখে। রাতে একবার শুধু খেয়ে আবার নিজের ঘরে ফিরে যায়। ঠিক তার পরের দিনই যে এমন কাণ্ড হবে তা তাঁর মা-ও স্বপ্নে ভাবেন নি। কেন এমন কাণ্ড ঘটাল কিশোর? উত্তর খুঁজছে পরিবার-পরিজন থেকে তদন্তকারীরা।