Tag Archives: Suicide

Hyderabad :অনলাইন জুয়ায় সব খুইয়ে চরম পদক্ষেপ, স্ত্রী-সন্তানকে হত্যা করে গলায় দড়ি দিলেন বাবা

হায়দরাবাদ: নিজের স্ত্রী এবং দুই সন্তানকে হত্যা করার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন ৪০ বছরের এক তথ্য প্রযুক্তি কর্মী। রবিবার এই ঘটনাটি হায়দরাবাদের জেদ্দিমেটলা এলাকার। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, ঘটনাটি শনিবার রাতের। রবিবার সকালে এলাকার বাসিন্দারা তা জানতে পারেন।

পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার বয়স মধ্য ৩০-এর মধ্যে এবং দম্পতির দুই সন্তানের বয়স ৩ থেকে ১১ এর মধ্যে। পুলিশ মনে করছেন মানসিক চাপে ভেঙে পড়েই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: পুতুলে মেশানো হবে শিশুদের মূত্র, নেকড়ে ধরতে এবার অভিনব টোপ উত্তরপ্রদেশের
এই কাণ্ড ঘটানোর আগে তিনি তাঁর বাবা-মাকে ফোনে একটি বার্তাও পাঠান। এছাড়াও আত্মহত্যার আগে তিনি একটি সেলফি ভিডিও ও বানান। সেখানেই তিনি জানান অনলাইন জুয়া খেলে তাঁর অনেক লোকসান হয়ে গিয়েছিল তাই শেষ পদক্ষেপ হিসাবেই তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন।
ইতিমধ্যেই পুলিশ ওই ব্যক্তির বাবা-মাকে এই ঘটনার ব্যাপারে জানিয়েছেন। একটি মামলাও রুজু করেছে পুলিশ।

Murshidabad News: সাতসকালে ঘরের মধ্যে থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ! চাঞ্চল্য বহরমপুরে

মুর্শিদাবাদ: সাতসকালেই জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে। বৃদ্ধ এক দম্পত্তির মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় বহরমপুরের জর্জ কোর্ট মোড়ে। শুক্রবাপ ওই দুই বৃদ্ধ -বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল বহরমপুর থানার পুলিস। তাঁরা দুজনই অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। নিচের ঘরের একটি খাটে থাকতেন তাঁরা।

আরও পড়ুন: বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরে ইউনুসকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কী বললেন মমতা?

উপরের ঘরে থাকেন তাদের ছেলেমেয়ে। নীচের ঘরের সামনে একটি মুদিখানার দোকান রয়েছে। শুক্রবার সকালে একটি প্যাসেজের মধ্যে ওই দুই বৃদ্ধ- বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে মৃতের নাম শম্ভুনাথ ঘোষ ও কল্পনা ঘোষ। তবে ওই দুই বৃদ্ধ-বৃদ্ধার কী ভাবে মৃত্যু হল, আদৌ আত্মহত্যা করলেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: শেষ বার আলিমুদ্দিনে বুদ্ধদেব, শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বাম নেতা-কর্মী-সমর্থকরা

যদিও পরিবারের লোকজনের দাবি, দীর্ঘদিন ধরে রোগে ভোগার কারণেই তারা আত্মহত্যা করেছেন বলে তাঁদের অনুমান। তবে ওই আত্মহত্যার পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে কি না তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে বহরমপুর মর্গে পাঠিয়েছে। ঘটনার জেরে শোক নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।

কিভাবে আত্মহত্যা? পুঙ্খানুপুঙ্খ স্কেচ এঁকে মারণ ঝাঁপ কিশোরের

পুনে: মৃত্যুর আগে নিজের ঝাঁপ দেওয়ার স্কেচ করে তারপর বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক বছর পনের-এর কিশোর। হাড়হিম করা এই ঘটনা সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে পুনে শহরে। তদন্তকারীরাও কিশোরের এই কাণ্ড দেখে রীতিমত অবাক।
ঘটনাটি, গত শুক্রবারের পুনে শহরের এক বহুতলের। গত ২৬ জুলাই, কিশোরের এই আত্মহত্যার ঘটনা ঘটে। তা তদন্তে নেমেই অবাক হয়ে যান তদন্তকারীরা।

আরও পড়ুন:“আমার স্বামী নির্দোষ”-দাবি দিল্লি কোচিং সেন্টারের ঘটনায় আটক গাড়ি চালকের স্ত্রীর

দশম শ্রেণীর ওই ছাত্র গত শুক্রবার পুনের পিম্প্রি-চিনওয়াদ এলাকায় চোদ্দতলার একটি বহুতল থেকে ঝাঁপ দেন। এরপরেই ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা। ওই সুইসাইড নোটের সঙ্গেই একটি স্কেচও উদ্ধার করা হয়। সেখানেই সম্পূর্ণ ভাবে হাঁতে এঁকে বোঝানো হয়েছে কিভাবে কোথায় ঝাঁপ দিতে হবে। শুধু এখানেই থেমে থাকে নি ওই কিশোর। ধাপে ধাপে গোটা বহুতলের স্কেচ এঁকে কোথা থেকে ঝাঁপ মারতে হবে সবটাই এঁকে বোঝানো হয়েছে ওই স্কেচে।
শুধু স্কেচই নয়, ওই কিশোর চরম পদক্ষেপ নেওয়ার আগে কিছু গেমের ‘কোড’ ও উল্লেখ করে গেছে। যেখানে কিশোরের মনের ভাব কেমন তা প্রকাশ পেয়েছে। এই ধরনের সুইসাইড নোট পেয়ে স্থানীয় মানুষ থেকে পুলিশ প্রশাসন সকলেই অবাক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের বাবা নাইজেরিয়ায় কর্মরত। মা এবং ছোট ভাইয়ের সঙ্গে পুনের ওই বহুতলেই থাকত ওই কিশোর। তাঁর মা-ও কর্মরতা। কিশোরের মা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই অনলাইন গেমিং-এর নেশায় ডুবে থাকত ওই কিশোর। নিজের ঘর থেকেও বেরোত না।
মৃত কিশোরের মায়ের বয়ান অনুযায়ী, ওই কিশোরের ছোট ভাই জ্বরে অসুস্থ হওয়ায় তাঁর মা সেদিকেই খেয়াল রাখছিলেন। তবে, এই ঘটনা ঘটার একদিন আগে অর্থাৎ গত ২৫শে জুলাই সারাদিন সে নিজেকে ঘরবন্দি করে রাখে। রাতে একবার শুধু খেয়ে আবার নিজের ঘরে ফিরে যায়। ঠিক তার পরের দিনই যে এমন কাণ্ড হবে তা তাঁর মা-ও স্বপ্নে ভাবেন নি। কেন এমন কাণ্ড ঘটাল কিশোর? উত্তর খুঁজছে পরিবার-পরিজন থেকে তদন্তকারীরা।

হাসিমুখে ভিডিও রেকর্ড করে সবরমতীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবতীর! দেখুন

#আহমেদাবাদ: মর্মান্তিক এক ভিডিও যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সপ্তাহের প্রথম দিন। আত্মহত্যার আগে হাসিমুখে নিজের মনের কথা জানিয়েছেন তিনি। ভিডিও থেকে জানা গিয়েছে, তিনি বিবাহিত এবং বয়স ২৩। ভিডিওতে আবেগতাড়িত হয়ে বেশ কিছু কথা জানিয়েছেন তিনি। তাঁর নাম আয়েশা এবং নিজের ইচ্ছেতেই নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

যদিও তাঁর পরিবারের অভিযোগ, পণের জন্য শ্বশুরবাড়ির অনবরত চাপেই এভাবে নিজের জীবন শেষ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদের সবরমতী নদীর তীরে। নদীতট থেকে পুলিশ ইতিমধ্যেই আয়েশার দেহ উদ্ধার করেছে। এই ঘটনায় মামলা শুরু করেছে গুজরাট পুলিশ।

মেয়ের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন তাঁর বাবা লিয়াকত আলি। তিনি জানিয়েছেন, ‘রাজস্থানের জালোরের বাসিন্দা আরিফ খানের সঙ্গে ২০১৮ সালে বিয়ে হয়েছিল আয়েশার। বিয়ের পর থেকেই পণের জন্য চাপ দিত শ্বশুরবাড়ির লোকেরা। আমি কিছু টাকা দিতে পেরেছিলাম। কিন্তু ওদের লোভ এত ছিল যে, কিছু মাস আগে এ নিয়ে আরিফের সঙ্গে তুমুল অশান্তি হয় আয়েশার। তার পরই আহমেদাবাদে ফিরে আসে আয়েশা। যদিও ফোনে ওদের কথা হত।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আয়েশার রেকর্ড করা প্রায় দু’মিনিটের ভিডিওতেও শোনা গিয়েছে তাঁর মনের কষ্টের কথা। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘যে সিদ্ধান্ত আমি নিতে যাচ্ছি, এর জন্য কেউ আমাকে চাপ দেয়নি। বুঝলাম ভগবান আমাকে ছোট্ট জীবনই দিয়েছেন। বাবা, তুমি আর কত লড়বে? মামলা তুলে নাও। যে স্বাধীনতা চাই তাঁকে মুক্ত করে দাও।’ এর পর হাসিমুখে আয়েশার আরও বক্তব্য, ‘আমি আমার জীবন শেষ করতে চলেছি। আল্লার সঙ্গে দেখা হবে ভেবে আমি খুশি। দেখা হলে তাঁকে জিজ্ঞাসা করব, আমি কী ভুল করেছি? আমার দোষ কী?’ আয়েশার শেষ মূহূর্তের উক্তি, ‘এমন সুন্দর একলা নদীর কাছে আমার অনুরোধ, আমাকে যেন এই নদী নিজের মধ্যে জাপটে নেয়। আমি হাওয়ার মতো উড়ে যেতে চাই। ভেসে যেতে চাই।’