সবুজ চুড়ি 

Bankura News: শ্রাবণে হাতে সবুজ চুড়ি পরার হিড়িক! কীসের আশায় নিয়ম মানছেন বিবাহিত মহিলারা, জেনে নিন

বাঁকুড়া: শ্রাবণ মাসে সবুজ চুড়ি। সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ডে সবুজ চুড়ি। আর সবুজ চুড়ি পরার হিড়িক পড়ে গিয়েছে মেয়েদের মধ্যে। শ্রাবণ মাসে সবুজ চুড়ির চাহিদা থাকে ঊর্ধ্বমুখী। আর সেই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামে। এর কিছু বিশেষ কারণ রয়েছে যদিও।

বিবাহিত মহিলারা মনে করেন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে আসবে বিবাহিত জীবনে চরম সুখ। এই বিশ্বাস থেকেই অনেক বিবাহিত এবং অবিবাহিত মহিলারাও শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেন। গৃহবধূ মালতী দে বলেন, “শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরি স্বামীর মঙ্গল কামনা করে। সারা বছর না পরলেও শ্রাবণ মাসটা সবুজ চুড়ি পরার চেষ্টা করি।”

সবুজ রং সুখ ও সমৃদ্ধির প্রতীক। বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে সৌভাগ্যের উদয় হয়। সবুজ রং হতাশা থেকে মুক্তি দেয়। সবুজ এই রঙটি সুখ, শান্তি এবং প্রাণশক্তিও দেয়। সবুজ রঙ ইতিবাচক শক্তি দেয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে ভাগ্য আলোকিত হয়। প্রকৃতির সবুজ রঙ মন মুগ্ধ করে এবং সবুজ রঙ মনকে শান্ত এবং শীতল বোধ করায়। এই সকল কারণে শ্রাবণ মাসে সবুজ চুরির চাহিদা বেশি থাকে।

আগে উত্তরপ্রদেশ, বিহারে এর প্রচলন থাকলেও এখন বাংলাতেও এই চল লক্ষণীয়। গত বছর পর্যন্ত বাঁকুড়াতে ছিল না সবুজ চুড়ির এই ট্রেন্ড। তবে এই বছর বিক্রেতারা চুড়ি বিক্রি করে শেষ করতে পারছেন না। প্রতিদিনই প্রায় স্টক শেষ হয়ে যাচ্ছে, এমনটাই জানালেন চুড়ি বিক্রেতা রিমা ধারা।গোটা পৃথিবীর আধ্যাত্মিকতায় পূণ্যক্ষেত্র ভারতবর্ষ। ভারতবর্ষের একটি ছোট্ট জেলা বাঁকুড়া। প্রান্তিক এই জেলাতেও দেখা যাচ্ছে মৌসুমী আধ্যাত্মিকতার ছোঁয়া। শ্রাবণ মাসের সবুজ চুড়ি সেই বিশেষ বার্তাই বহন করে।

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়