পুজো শেষে আনন্দ

North 24 Parganas News: পুজো শেষে প্রান্তিক জেলে পাড়ার বাসিন্দাদের মুখে ফুটল হাসি!

উত্তর ২৪ পরগনা: চারদিকে যখন বিষাদের সুর, পুজো শেষে বাড়ি ফিরেছে উমা, সেই জায়গায় দাঁড়িয়ে অশোকনগর কল্যাণগড় পৌরসভার এই প্রত্যন্ত জেলে পাড়ায় যেন আজ আনন্দের দিন। গোটা পুজোতে এই এলাকার অনেকেরই জোটেনি নতুন কাপড়। নুন আনতে পান্তা ফুরোনো পরিবারগুলিতে হয়না ভাল-মন্দ খাবার। বছরের আর পাঁচটা দিনের মতোই লড়াই করেই জীবন কাটে ওদের। তবে পুজোর শেষ লগ্নে অশোকনগরের জেলেপাড়াতে মহিলা সহ শিশুদের মুখে ফুটলহাসি। আর তাদের এই খুশি এনে দিল অশোকনগরের সুর পরিবার।

আরও পড়ুন: বাংলায় নানা রূপে পূজিতা হন মা লক্ষ্মী, চিত্রপট, সপ্ততরী, প্রতিমা সবই মায়ের রূপের আধার

পুজো শেষে যখন মন খারাপের পালা আসে উমাকে বিদায় দিয়ে, তখন এই সুর পরিবার পুজো শেষে কিছুটা সময় কাটান এই মানুষগুলির সঙ্গে। আর তাদের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আয়োজন করে আস্থা স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন তাই প্রান্তিক এলাকার প্রায় শতাধিক শিশুকে মধ্যাহ্নভোজ করানো হল। এরই সঙ্গে এলাকার মায়েদেরকে নতুন শাড়ি উপহার তুলে দিলেন সুর পরিবার সহ সমাজের বিশিষ্ট জনেরা। একেবারে বিয়ের আয়োজনে টেবিল চেয়ারে বসে ভোজ খেলেন কচিকাঁচা থেকে সকলে। মাংস ভাত মিষ্টি সহযোগে তাদের মুখের হাসি দেখেই বোঝা যায় কতটা তৃপ্তি ওরা। সুর পরিবারের তরফে এমন উদ্যোগে শামিল হয়েছিলেন অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ।

Rudra Narayan Roy