Agriculture: প্রথাগত ধান চাষ নয়, এই চাষ করে বিশাল লাভ করছেন চাষিরা, দেখুন ভিডিও

প্রথাগতভাবে ধান চাষ নয়, ধানের পরিবর্তে অন্যান্য লাভজনক চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। পশ্চিম মেদিনীপুর জেলার অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। একদিকে আলু, অন্যদিকে সবজি এবং ধান চাষের উপর ভরসা করেন বহু মানুষ। জেলা জুড়ে ধান চাষের প্রাধান্যই বেশি। কিন্তু মরশুমে ২ বার ধান চাষ করে তেমন লাভ হচ্ছে না। তাই বিকল্প হিসাবে চাষিরা বেছে নিয়েছেন বাদামের চাষ। বিপুল লাভ!