Air Conditioner Tips: মেঘ ডাকছে, পড়ছে বাজ! তার মধ্যেও এসি চালাবেন? আসল নিয়ম জানলে চমকাবেন

বাড়িতে এসি ব্যবহার করছেন নিয়মিত৷ কিন্তু সেই এসি ব্যবহারের বিশেষ কিছু নিয়ম আছে৷ গরম কেটে গিয়ে এখন ঝডবৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে৷ এর মধ্যেও গরম কিন্তু তেমন কমেনি৷ সেই কারণে এর মধ্যেও এসি চালাতে হচ্ছে৷
বাড়িতে এসি ব্যবহার করছেন নিয়মিত৷ কিন্তু সেই এসি ব্যবহারের বিশেষ কিছু নিয়ম আছে৷ গরম কেটে গিয়ে এখন ঝডবৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে৷ এর মধ্যেও গরম কিন্তু তেমন কমেনি৷ সেই কারণে এর মধ্যেও এসি চালাতে হচ্ছে৷
আপনি কী জানেন, এই বিশাল ঝড়বৃষ্টির মধ্যে, বাজ পড়ার মধ্যে যদি আপনি এসি চালান, তা হলে আপনার এসির কী ক্ষতি হতে পারে? বাজ পড়লে কী এসি খারাপ হয়ে যাবে, পুড়ে যাবে? তা হলে কি প্লাগ খুলে রাখবেন? দেখে নিন সে নিয়ম৷
আপনি কী জানেন, এই বিশাল ঝড়বৃষ্টির মধ্যে, বাজ পড়ার মধ্যে যদি আপনি এসি চালান, তা হলে আপনার এসির কী ক্ষতি হতে পারে? বাজ পড়লে কী এসি খারাপ হয়ে যাবে, পুড়ে যাবে? তা হলে কি প্লাগ খুলে রাখবেন? দেখে নিন সে নিয়ম৷
প্রথমে জানিয়ে রাখা দরকার, প্রচণ্ড বৃষ্টি হোক বা বজ্রপাত, আপনি এয়ার কন্ডিশনার ব্যবহার করতে পারেন৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ ব্যবহার করতে পারেন৷ তবে তার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে৷
প্রথমে জানিয়ে রাখা দরকার, প্রচণ্ড বৃষ্টি হোক বা বজ্রপাত, আপনি এয়ার কন্ডিশনার ব্যবহার করতে পারেন৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ ব্যবহার করতে পারেন৷ তবে তার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে৷
প্রথমত আপনাকে ইনস্টলেশনের সময় মাথায় রাখতে হবে৷ যে দেওয়াল বাড়ির ভিতর দিকে আছে, সেই দেওয়ালে এসি ইনস্টল করুন৷ আর আপনার এসির বাইরের ইউনিটটি এমন কোনও জায়গায় ইনস্টল করুন, যাতে সেটিতে সরাসরি বৃষ্টির জল এসে না লাগে৷
প্রথমত আপনাকে ইনস্টলেশনের সময় মাথায় রাখতে হবে৷ যে দেওয়াল বাড়ির ভিতর দিকে আছে, সেই দেওয়ালে এসি ইনস্টল করুন৷ আর আপনার এসির বাইরের ইউনিটটি এমন কোনও জায়গায় ইনস্টল করুন, যাতে সেটিতে সরাসরি বৃষ্টির জল এসে না লাগে৷
তবে যদি প্রবল বজ্রপাত বা বৃষ্টি হলে অবশ্যই কিছুক্ষণের জন্য এসি বন্ধ করে রাখা উচিত৷ কী ক্ষতি হতে পারে? এক্ষেত্রে শর্ট সার্কিট হয়ে এই এসি খারাপ হতে পারে, এমনকী আগুনও লেগে যেতে পারে৷ তাই আপনাকে এই সময় বন্ধ রাখতে হবে৷
তবে যদি প্রবল বজ্রপাত বা বৃষ্টি হলে অবশ্যই কিছুক্ষণের জন্য এসি বন্ধ করে রাখা উচিত৷ কী ক্ষতি হতে পারে? এক্ষেত্রে শর্ট সার্কিট হয়ে এই এসি খারাপ হতে পারে, এমনকী আগুনও লেগে যেতে পারে৷ তাই আপনাকে এই সময় বন্ধ রাখতে হবে৷
এ ছাড়া প্রবল বৃষ্টির সময়ও এসি বন্ধ করে রাখা উচিত৷ কারণ, এর ফলে বাইরের ইউনিটে অনেকটা জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে৷ তাতে খারাপ হয়৷ সেই কারণে, প্রবল বৃষ্টির সময় বাইরের ইউনিটটি বন্ধ রাখা উচিত৷
এ ছাড়া প্রবল বৃষ্টির সময়ও এসি বন্ধ করে রাখা উচিত৷ কারণ, এর ফলে বাইরের ইউনিটে অনেকটা জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে৷ তাতে খারাপ হয়৷ সেই কারণে, প্রবল বৃষ্টির সময় বাইরের ইউনিটটি বন্ধ রাখা উচিত৷