Airtel-JIO Recharge Plans: এয়ারটেল-জিওর ধামাকা প্ল্যান! ৫৯৯ টাকায় ডেটা-কলিং পরিষেবা গোটা পরিবারের জন্য

*বর্তমানে ভারতের টেলিকম বাজারে চলছে তীব্র প্রতিযোগিতা। বিভিন্ন টেলিকম কোম্পানি তাদের গ্রাহক ধরে রাখতে এবং নতুন গ্রাহকদের কাছে পৌঁছতে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন প্ল্যান। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার। সংগৃহীত ছবি। 
*বর্তমানে ভারতের টেলিকম বাজারে চলছে তীব্র প্রতিযোগিতা। বিভিন্ন টেলিকম কোম্পানি তাদের গ্রাহক ধরে রাখতে এবং নতুন গ্রাহকদের কাছে পৌঁছতে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন প্ল্যান। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার। সংগৃহীত ছবি।
*জিও এবং এয়ারটেল নিয়ে এল ধামাকা ফ্যামিলি পোস্টপেড প্ল্যান। এক নজরে দেখে নেওয়া যাক জিও এবং এয়ারটেলের এই ধামাকা অফারের সমস্ত খুঁটিনাটি। সংগৃহীত ছবি। 
*জিও এবং এয়ারটেল নিয়ে এল ধামাকা ফ্যামিলি পোস্টপেড প্ল্যান। এক নজরে দেখে নেওয়া যাক জিও এবং এয়ারটেলের এই ধামাকা অফারের সমস্ত খুঁটিনাটি। সংগৃহীত ছবি।
*জিও এবং এয়ারটেলের ফ্যামিলি পোস্টপেড প্ল্যান সেই সমস্ত লোকদের নেওয়া উচিত, যাঁদের মোবাইল রিচার্জের মাসিক বিল বেশি। কেউ যদি রিচার্জ প্ল্যান সহ OTT অ্যাপস এবং বিনামূল্যের চ্যানেল উপভোগ করতে চায়, তাহলে তাঁদের কাছে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। সংগৃহীত ছবি। 
*জিও এবং এয়ারটেলের ফ্যামিলি পোস্টপেড প্ল্যান সেই সমস্ত লোকদের নেওয়া উচিত, যাঁদের মোবাইল রিচার্জের মাসিক বিল বেশি। কেউ যদি রিচার্জ প্ল্যান সহ OTT অ্যাপস এবং বিনামূল্যের চ্যানেল উপভোগ করতে চায়, তাহলে তাঁদের কাছে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। সংগৃহীত ছবি।
*জিও এবং এয়ারটেল উভয় কোম্পানিই এই ধরনের দুর্দান্ত পোস্টপেড প্ল্যান অফার করছে। কেউ যদি জিও এবং এয়াটেল ব্যবহারকারী হন এবং তাঁর মাসিক রিচার্জ প্ল্যান বেশি হয়, কারণ পরিবারের বিভিন্ন সদস্যদের জন্য আলাদা আলাদা রিচার্জ প্ল্যান নিতে হয়, যাতে বেশি টাকা খরচ হয়, তাঁদের জিও এবং এয়ারটেলের ফ্যামিলি পোস্টপেড প্ল্যান নিতে হবে, যা মাসিক মোবাইল রিচার্জ প্ল্যানের খরচ কমিয়ে দিতে পারে। সংগৃহীত ছবি। 
*জিও এবং এয়ারটেল উভয় কোম্পানিই এই ধরনের দুর্দান্ত পোস্টপেড প্ল্যান অফার করছে। কেউ যদি জিও এবং এয়াটেল ব্যবহারকারী হন এবং তাঁর মাসিক রিচার্জ প্ল্যান বেশি হয়, কারণ পরিবারের বিভিন্ন সদস্যদের জন্য আলাদা আলাদা রিচার্জ প্ল্যান নিতে হয়, যাতে বেশি টাকা খরচ হয়, তাঁদের জিও এবং এয়ারটেলের ফ্যামিলি পোস্টপেড প্ল্যান নিতে হবে, যা মাসিক মোবাইল রিচার্জ প্ল্যানের খরচ কমিয়ে দিতে পারে। সংগৃহীত ছবি।
*জিওর ৩৯৯ টাকার প্ল্যানঃ এই পোস্টপেড প্ল্যানটি এক মাসের বৈধতার সঙ্গে আসে। এতে মূল সিমের সঙ্গে ৩টি পারিবারিক সিম যুক্ত করা যাবে। প্রতিটি সিমের জন্য আলাদাভাবে ৯৯ টাকা দিতে হবে। এই প্ল্যানে ৭৫জিবি ডেটা পাওয়া যাচ্ছে। প্রতিটি সিমে ৫জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হয়। এই প্ল্যানের জন্য একবার ৫০০ টাকার সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে। সংগৃহীত ছবি। 
*জিওর ৩৯৯ টাকার প্ল্যানঃ এই পোস্টপেড প্ল্যানটি এক মাসের বৈধতার সঙ্গে আসে। এতে মূল সিমের সঙ্গে ৩টি পারিবারিক সিম যুক্ত করা যাবে। প্রতিটি সিমের জন্য আলাদাভাবে ৯৯ টাকা দিতে হবে। এই প্ল্যানে ৭৫জিবি ডেটা পাওয়া যাচ্ছে। প্রতিটি সিমে ৫জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হয়। এই প্ল্যানের জন্য একবার ৫০০ টাকার সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে। সংগৃহীত ছবি।
*এই প্ল্যান চালু করার উপায়ঃ নিজেদের WhatsApp নম্বর থেকে ৭০০০০ নম্বরে মিসড কল দিয়ে Jio Plus পরিষেবা সক্রিয় করা যেতে পারে। তারপর পোস্টপেড সিমের বিনামূল্যে হোম ডেলিভারির জন্য একটি অনুরোধ জমা দিতে হবে। নিজেদের পরিবারের তিন সদস্যের জন্য সিম পাওয়ার একটি বিকল্প থাকবে। সংগৃহীত ছবি। 
*এই প্ল্যান চালু করার উপায়ঃ নিজেদের WhatsApp নম্বর থেকে ৭০০০০ নম্বরে মিসড কল দিয়ে Jio Plus পরিষেবা সক্রিয় করা যেতে পারে। তারপর পোস্টপেড সিমের বিনামূল্যে হোম ডেলিভারির জন্য একটি অনুরোধ জমা দিতে হবে। নিজেদের পরিবারের তিন সদস্যের জন্য সিম পাওয়ার একটি বিকল্প থাকবে। সংগৃহীত ছবি।
*এয়ারটেলের ৫৯৯ টাকার প্ল্যানঃ এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা দেওয়া হয়েছে। এই প্ল্যানে মোট ১০৫জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এতে প্রাথমিক ব্যবহারকারীকে ৭৫জিবি ডেটা দেওয়া হয়, আর ৩০জিবি ডেটা সেকেন্ডারি ব্যবহারকারীদের দেওয়া হয়। সংগৃহীত ছবি। 
*এয়ারটেলের ৫৯৯ টাকার প্ল্যানঃ এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা দেওয়া হয়েছে। এই প্ল্যানে মোট ১০৫জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এতে প্রাথমিক ব্যবহারকারীকে ৭৫জিবি ডেটা দেওয়া হয়, আর ৩০জিবি ডেটা সেকেন্ডারি ব্যবহারকারীদের দেওয়া হয়। সংগৃহীত ছবি।
*এই প্ল্যানে ২০০জিবি পর্যন্ত ডেটা রোলওভারের সুবিধাও পাওয়া যাবে। এ ছাড়াও, এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা পাবে। এই প্ল্যানটি ৬ মাসের Amazon প্রাইম সদস্যতা এবং এক বছরের Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন-সহ আসে। সংগৃহীত ছবি।
*এই প্ল্যানে ২০০জিবি পর্যন্ত ডেটা রোলওভারের সুবিধাও পাওয়া যাবে। এ ছাড়াও, এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা পাবে। এই প্ল্যানটি ৬ মাসের Amazon প্রাইম সদস্যতা এবং এক বছরের Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন-সহ আসে। সংগৃহীত ছবি।