দক্ষিণ ২৪ পরগনা, লাইফস্টাইল Aloe Vera Gardening Tips: বাড়িতে টবেই চাষ করুন অ্যালোভেরা! মোটা টাকা দিয়ে আর কিনতে হবে না বাজার থেকে, শুধু শিখে নিন ট্রিক্স! Gallery October 14, 2024 Bangla Digital Desk অ্যালোভেরা এক ভেষজ উদ্ভিদ। এটি বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য নিয়ম করে ব্যবহার করেন। বাজারে এখন সারা বছরই অ্যালোভেরা কিনতে পাওয়া যায়। তবে যারা নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করেন, তারা চাইলে এটি টবে চাষ করতে পারেন। তবে এবার অ্যালোভেরার একটি পাতা থেকেই হবে গাছ। এটি চাষে খুব বেশি যত্ন নেওয়ারও প্রয়োজন নেই। জেনে নিন টবে অ্যালোভেরা চাষ পদ্ধতি। প্রথমে চাষের জন্য কয়েকটি অ্যালোভেরার পাতা সংগ্রহ করুন। খেয়াল রাখবেন যেন নিচের দিকের সাদা অংশটি থাকে পাতার সঙ্গে। এবার সাধারণ মাটির মাঝে গর্ত করে বসিয়ে দিন অ্যালোভেরার পাতা। জল দিয়ে ভিজিয়ে দিন মাটি। এবার গাছ থেকে শেকড় গজাতে শুরু করলে বড় পাত্রে সরিয়ে দিতে পারেন পাতা। চাইলে একবারেও বড় টবে লাগাতে পারেন।