বিকল্প চাষে লাভবান চাষিরা

Farming: ‘লাখপতি’ হওয়ার সুযোগ রয়েছে আপনার হাতেই! এই চাষ করেই হবেন ‘মালামাল’, মোটা টাকা রোজগার

পুরুলিয়া : মূলত ধান চাষের উপর নির্ভরশীল পুরুলিয়ার চাষিরা।‌ বিকল্প চাষ এই জেলায় খুব কমই হয়। কারণ জেলার বেশিরভাগ জমি এক ফসলী। কিন্তু বর্তমানে সেই গতে বাঁধার ছক ভেঙে বিকল্প চাষের চেষ্টা করছেন অনেকে।

এবছর সঠিক সময় বৃষ্টি হয়নি। তার ফলে নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে চাষিদের। তাই অন্যান্য চাষের মধ্যে দিয়ে জেলার চাষিরা সামান্য অর্থ লাভের চেষ্টা করছে। আর এই বিকল্প চাষের মধ্যে অনেকখানি জায়গা করে নিয়েছে ভুট্টা চাষ। এই চাষ করে অনেকখানি লাভের মুখ দেখছেন চাষিরা।

আরও পড়ুন-ধেয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ…! রেহাই নেই বাংলার! ১৭ জেলায় তুলকালাম ঝড়-বৃষ্টি! কলকাতায় কী হবে? আবহাওয়ার বড় খবর

এ বিষয়ে চাষি সন্তোষ মাহাতো বলেন , মোটামুটি ভুট্টার ফলন ভাল হয়েছে। খুব বেশি লাভ না হলেও চাষের খরচ উঠবে। মাটির সৃষ্টি প্রকল্পের মধ্যে সরকারি সহায়তা কিছুটা পাওয়া যায় তাতে তাদের চাষে সুবিধা হয়। এরই পাশাপাশি লোকাল যে ভুট্টার চাহিদা রয়েছে সেই মতো বীজ এনে তিনি চাষ করেছেন।

আরও পড়ুন-তোলপাড় হবে বিশ্ব ব্রহ্মাণ্ড…! শনি-বৃহস্পতির বিরল সংযোগে ৩ রাশি ‘মালামাল’, দীপাবলিতে ঘুরবে ভাগ্যের চাকা

এ বিষয়ে আরও এক চাষী মৃণাল কান্তি মাহাতো বলেন , তিনি বিকল্প হিসেবে ভুট্টা চাষ করেছেন। ‌ এই চাষে লাভ ভালই হবে এমনটাই আশা রাখছেন তিনি। রুক্ষ লাল মাটির জেলা পুরুলিয়াতে চাষবাস খুব কম হয়। বিকল্প চাষ হিসাবে অনেকেই বিভিন্ন পন্থা অবলম্বন করে। আর এই মরশুমে ভুট্টা চাষ যথেষ্টই লাভজনক হয়ে উঠেছে চাষিদের কাছে। কিছুটা হলেও বাড়তি রোজগারের পথ পাচ্ছেন চাষীরা।

শমিষ্ঠা ব্যানার্জি