দিঘা সমুদ্র সৈকত 

Cyclone Remal Update: ঘূর্ণিঝড় রিমল কেটেছে! তবে দিঘায় গেলে সমুদ্রে নামতে পারবেন? দেখুন জরুরি আপডেট

দিঘায় ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেও সোমবার দিঘা জুড়ে মাইকিং চলছে, দুপুরের পর দিঘার সৈকত সরণী এবং বিভিন্ন ঘাটে ঘাটে সতর্কতামূলক মাইকিং করে প্রশাসন। ঘূর্ণিঝড় বিমলের প্রভাব সে অর্থে পূর্ব মেদিনীপুর জেলা তথা দিঘায় পড়েনি। ভারী বৃষ্টি ঝড়ো হওয়া ছাড়া প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতির সৃষ্টি হয়নি জেলায়। (সৈকত শী)
দিঘায় ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেও সোমবার দিঘা জুড়ে মাইকিং চলছে, দুপুরের পর দিঘার সৈকত সরণী এবং বিভিন্ন ঘাটে ঘাটে সতর্কতামূলক মাইকিং করে প্রশাসন। ঘূর্ণিঝড় বিমলের প্রভাব সে অর্থে পূর্ব মেদিনীপুর জেলা তথা দিঘায় পড়েনি। ভারী বৃষ্টি ঝড়ো হওয়া ছাড়া প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতির সৃষ্টি হয়নি জেলায়। (সৈকত শী)
রবিবার মধ্যরাতের পর ঘূর্ণিঝড় উপকূল ভাগে আছড়ে পড়ার পরেই দিঘার আবহাওয়ার উন্নতি হয়। সকাল থেকে দিঘায় মেঘলা আকাশ থাকলেও ভারী বৃষ্টি হয়নি। এমনকি কমেছে হাওয়ার গতিবেগ। মনোরম আবহাওয়া বিরাজ করছে দিঘায়। তবুও দিঘা জুড়ে সতর্কতার মাইকিং প্রশাসনের।
রবিবার মধ্যরাতের পর ঘূর্ণিঝড় উপকূল ভাগে আছড়ে পড়ার পরেই দিঘার আবহাওয়ার উন্নতি হয়। সকাল থেকে দিঘায় মেঘলা আকাশ থাকলেও ভারী বৃষ্টি হয়নি। এমনকি কমেছে হাওয়ার গতিবেগ। মনোরম আবহাওয়া বিরাজ করছে দিঘায়। তবুও দিঘা জুড়ে সতর্কতার মাইকিং প্রশাসনের।
সোমবার সকাল থেকেই দিঘায় মনোরম আবহাওয়া হওয়ার জন্য পর্যটকেরা সমুদ্র নামতে ভিড় করে সৈকত সরণীতে। বহু পর্যটক সৈকত সরণীতে দাঁড়িয়ে দিঘার সৌন্দর্য উপভোগ করে। মনোরম আবহাওয়া হওয়ায় পর্যটকদের খোশ মেজাজে দেখা যায় সমুদ্র সৈকত সরণীতে।
সোমবার সকাল থেকেই দিঘায় মনোরম আবহাওয়া হওয়ার জন্য পর্যটকেরা সমুদ্র নামতে ভিড় করে সৈকত সরণীতে। বহু পর্যটক সৈকত সরণীতে দাঁড়িয়ে দিঘার সৌন্দর্য উপভোগ করে। মনোরম আবহাওয়া হওয়ায় পর্যটকদের খোশ মেজাজে দেখা যায় সমুদ্র সৈকত সরণীতে।
দিঘায় মনোরম আবহাওয়া থাকলেও প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা মূলক মাইকিং প্রচার করা হয় সৈকত সরণি জুড়ে। সোমবার দুপুর থেকেই শুরু হয় দিঘায় মাইকিং। পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি পর্যটকদের সমুদ্রের কাছাকাছি যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়।
দিঘায় মনোরম আবহাওয়া থাকলেও প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা মূলক মাইকিং প্রচার করা হয় সৈকত সরণি জুড়ে। সোমবার দুপুর থেকেই শুরু হয় দিঘায় মাইকিং। পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি পর্যটকদের সমুদ্রের কাছাকাছি যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়।
ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেও জোয়ারের সময় বাতাসে উত্তাল দিঘার সমুদ্র। ঢেউ এসে আছড়ে পড়ছে গার্ড ওয়ালে আর সমুদ্রের এই ভয়ংকর সুন্দর রূপ দেখতে বহু মানুষ ভিড় করেছেন সৈকত সরণীতে। ফলে পর্যটকদের সতর্ক করতে দিঘা জুড়ে মাইকিং করা হয়।
ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেও জোয়ারের সময় বাতাসে উত্তাল দিঘার সমুদ্র। ঢেউ এসে আছড়ে পড়ছে গার্ড ওয়ালে আর সমুদ্রের এই ভয়ংকর সুন্দর রূপ দেখতে বহু মানুষ ভিড় করেছেন সৈকত সরণীতে। ফলে পর্যটকদের সতর্ক করতে দিঘা জুড়ে মাইকিং করা হয়।
এমন কী সোমবারও সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রসঙ্গত ইয়াস পরবর্তী সময়ে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আরও সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ফলে পুরোপুরি প্রাকৃতিক দুর্যোগ কেটে সূর্য না ওঠা পর্যন্ত দিঘায় বাড়তি নজরদারি প্রশাসনের। ২৭ মে সোমবারও দিঘা সৈকত সরণীতে দেখা গেল নুলিয়া-সহ পুলিশের কড়া নজরদারি। তবে দুর্যোগ প্রায় কেটে গেলেও প্রশাসনের এই কড়া নজরদারিতে কিছুটা হলেও হতাশ পর্যটকেরা।
এমন কী সোমবারও সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রসঙ্গত ইয়াস পরবর্তী সময়ে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আরও সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ফলে পুরোপুরি প্রাকৃতিক দুর্যোগ কেটে সূর্য না ওঠা পর্যন্ত দিঘায় বাড়তি নজরদারি প্রশাসনের। ২৭ মে সোমবারও দিঘা সৈকত সরণীতে দেখা গেল নুলিয়া-সহ পুলিশের কড়া নজরদারি। তবে দুর্যোগ প্রায় কেটে গেলেও প্রশাসনের এই কড়া নজরদারিতে কিছুটা হলেও হতাশ পর্যটকেরা।