স্মার্টফোনে এত ডিসকাউন্ট! ৩০ হাজার টাকার কমে মোবাইল পাবেন অ‍্যামাজনে

Smartphone Discount: স্মার্টফোনে এত ডিসকাউন্ট! ৩০ হাজার টাকার কমে মোবাইল পাবেন অ‍্যামাজনে

২৭ সেপ্টেম্বর থেকে অ্যামাজনে শুরু হয়েছে ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল’ সেল। স্মার্টফোন, টিভি ফ্রিজ থেকে শুরু করে এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, যাবতীয় ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স মিলছে বিপুল ডিসকাউন্টে।

শুধু দামে ডিসকাউন্ট নয়। নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে কেনাকাটায় মিলছে অতিরিক্ত ডিসকাউন্টও। স্টেট ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডে কিনলে ১০ শতাংশ বাড়তি ছাড় দেওয়া হচ্ছে গ্রাহককে। এই প্রিস্থিতিতে পুজোর মুখে যদি কেউ মিড রেঞ্জের নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে এটাই আদর্শ সময়।

আরও পড়ুন: স্মার্টফোনের চার্জার আসল না কি নকল? ভুল চার্জারে ফোন চার্জ করছেন না তো? এক নিমেষে চেনার উপায় জেনে নিন

OnePlus Nord 4 5G: ১৬ জুলাই ভারতে লঞ্চ হয়েছিল OnePlus Nord 4 5G মডেল। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩২,৯৯৯ টাকা এবং ৩৫,৯৯৯ টাকা।

গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার নিয়ে বেস ভ্যারিয়েন্টের দাম পড়ছে ২৫,৭৪৮ টাকা। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনলে দাম পড়বে ২৭,৭৪৮ টাকা। আর হাই এন্ড ভ্যারিয়েন্ট মিলছে ৩১,৭৪৮ টাকায়।

আরও পড়ুন: দেখলেই নাক সিঁটকান! এই সবজি খেয়েই ৮৮ তেও ফিট ধর্মেন্দ্র, দামও একেবারে কম, নাম জানলে অবাক হবেন

Realme GT 6T 5G: ২২ মে ভারতে লঞ্চ হয়েছিল Realme GT 6T 5G মডেল। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ-সহ বেস মডেলের দাম ৩০,৯৯৯ টাকা। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এটা পাওয়া যাচ্ছে ২৪,৭৪৮ টাকায়।

৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা। সেলে এটা মিলছে ২৫,৭৪৮ টাকায়। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা। অ্যামাজনে এটা পাওয়া যাচ্ছে ২৮,৭৪৮ টাকায়।

আরও পড়ুন: নিজের কানেই পাবেন হার্ট অ‍্যাটাকের খবর! চিনে নিন সঙ্কেত, হৃদরোগকে রুখে দিন ‘হামলার’ আগেই

Redmi Note 13 Pro Plus: ৪ জানুয়ারি ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 13 Pro Plus। সেই সময় ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৩১,৯৯৯ টাকা। অ্যামাজনের সেলে এটা মিলছে ২৪,৯৯৯ টাকায়।

১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৩,৯৯৯ টাকা। সেলে এই মডেল পাওয়া যাচ্ছে ২৬,৯৯৯ টাকায়। ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৫,৯৯৯ টাকা। এটা এখন অ্যামাজনে মিলছে ২৮,৯৯৯ টাকায়।