কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ফাইল ছবি

Amit Shah: ‘বাংলায় ক্ষমতায় এলে সীমান্ত দিয়ে মাছিও গলতে দেব না’, দাবি অমিত শাহের

মেমারি: রাজ্যে অনুপ্রবেশ নিয়ে বরাবরই সোচ্চার বিজেপি। আর এই অনুপ্রবেশের জন্য রাজ্যের শাসকদলকেই নিশানা করে থাকে তারা। পাল্টা তৃণমূল দাবি করে সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকে বিএসএফ৷  তাই অনুপ্রবেশ আটকানো কেন্দ্রের দায়িত্ব। মঙ্গলবার পুর্ব বর্ধামানে নির্বাচনী প্রচারে এসে ফের এই প্রসঙ্গে সরব হন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

রাজ্যে অনুপ্রবেশ বন্ধ করার বিষয়েও বিজেপি যে কঠোর পদক্ষেপ করবে বলেও জানান শাহ। তিনি বলেন, “অসমে অনুপ্রবেশের সমস্যা মিটে গিয়েছে, বিজেপি সরকার আসায়। বাংলায় আমরা এলে একটা মাছিও গলতে দেব না। এ দিন ফের একবার সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি শোনা গেল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর গলায়।

আরও পড়ুন: সেলিমের জন্য গান বাঁধল সিপিআইএম, মুর্শিদাবাদে কাটবে শূন্যের গেঁড়ো?

মঙ্গলবার পুর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে প্রচারে আসেন স্বরাষ্ট্র মন্ত্রী। সেখানে তিনি জানান কেন্দ্রের প্রকল্পগুলি রাজ্যের জনগণের নাগালের বাইরেই থেকে যায়। রাজ্য সরকারের বাধা দেওয়ার জন্যই রাজ্যের মানুষ অনেককিছু থেকে বঞ্চিত হচ্ছেন। বিজেপির হাত শক্ত করলে রাজ্যের মানুষ সেই সব সুযোগ সুবিধা পাবেন বলেই দাবি করেন তিনি।

লোকসভা নির্বাচনে রাজ্যের মানুষের থেকে ৩০টি আসন চেয়ে অমিত শাহ বলেন, “পুরো দেশে উন্নয়নের কাজ চলছে। বাংলা কেন পিছিয়ে থাকবে।  তিরিশ আসন দিলে আমরা বাংলাকে দেশের মধ্যে এক নম্বর রাজ্য করব।”

পূর্ব বর্ধমানে এসেও অমিত শাহ ফের একবার সন্দেশখালি প্রসঙ্গ তুলে আনেন। রাজ্যে দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তৃণমূল নেতাদের বাড়ি থেকে টাকা বের হয়েছে। এক মন্ত্রীর বাড়ি থেকেই শুধু ৫০ কোটি। জেলে পাঠানো উচিত কিনা মন্ত্রীকে?  গরিবের টাকা যে খেয়েছে তাকে জেলে পাঠাবোই।”