কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমি শাহ৷

Amit Shah on POK: ‘পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে আসবেই!’ শ্রীরামপুর থেকে হুঁশিয়ারি দিলেন অমিত শাহ

শ্রীরামপুর: কয়েকদিন আগেই ভোট প্রচারে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পর তিনিই পাকিস্তানকে ফোন করে খবর দিয়েছিলেন৷ এর পর রাজনাথ সিং সহ বিজেপি নেতারা একে একে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের দখলে আনার হুঁশিয়ারিও দিয়েছেন৷ ভোটের প্রচারে ফের চর্চায় চলে এসেছে পাকিস্তানের ইস্যু৷ এ দিন শ্রীরামপুরে ভোট প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের দখলে নিয়ে আসার হুঁশিয়ারি দিলেন৷

বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বোসের সমর্থনে এ দিন শ্রীরামপুরে সভা করেন অমিত শাহ৷ সেই সভা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোদি সরকারের সাফল্য তুলে ধরতে গিয়ে কাশ্মীরের প্রসঙ্গ টেনে আনেন৷ অমিত শাহ দাবি করেন, মোদি সরকারের আমলেই কাশ্মীর শান্ত হয়েছে৷ তিনি বলেন, ‘বছরে ২ কোটি পর্যটক কাশ্মীরে গিয়ে প্রমাণ করে দিয়েছেন কাশ্মীর শান্ত হয়েছে৷ পাক অধিকৃত কাশ্মীরও ভারতের৷ আমরা পাক অধিকৃত কাশ্মীরের দখল নিয়েই ছাড়ব৷’

আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়বে!’ ঘোষণা অমিত শাহের, ব্যাখ্যা দিলেন শুভেন্দু

এ দিনের সভা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কংগ্রেস সহ গোটা ইন্ডিয়া জোটকেই তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভাবমূর্তির কথাও তুলে ধরেন তিনি৷ অমিত শাহ বলেন, ‘একদিকে গোটা ইন্ডিয়া জোট, যাদের নেতাদের নামে ১২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ৷ অন্যদিকে এমন একজন, যিনি ২৩ বছর ধরে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী থাকার পরেও তাঁর বিরুদ্ধে এক পয়সারও দুর্নীতির অভিযোগ নেই৷’

তৃণমূল সহ বিরোধী দলগুলির বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ তাঁর কথায়,’এই লড়াই পরিবারতন্ত্রের বিরুদ্ধে৷ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে মুখ্যমন্ত্রী বানাতে চান৷ উদ্ধব ঠাকরে, লালুপ্রসাদ যাদব সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য৷ গরম বাড়লেই রাহুল বাবা ছুটি কাটাতে বিদেশে চলে যান৷ আর নরেন্দ্র মোদি দীপাবলিতেও সীমান্তে সেনাদের সঙ্গে সময় কাটান৷ আপনারা কাকে বেছে নেবেন? শ্রীরামপুর জিততে দিন, কাটমানি, অনুপ্রবেশ বন্ধ হবে৷’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ দিনও হুঁশিয়ারি দিয়েছেন, দুর্নীতিতে জড়িতদের কোনওভাবেই রেয়াত করা হবে না৷