অমিত শাহ

Amit Shah on Naxalism: ‘শেষ পর্যায়ের লড়াই চলছে’, মাওবাদী নির্মূল করার জন্য সময়সীমা স্থির করলেন অমিত শাহ

রায়পুর: শনিবার মাওবাদ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন চলাকালীন তিনি জানান, উগ্রপন্থার বিরুদ্ধে অন্তিম হামলার সময় এসে গিয়েছে।

আরও পড়ুন: মাঝরাতে জেলের মধ্যে পায়চারি, রবিবার পলিগ্রাফ টেস্টের আগেই মুখ খুলল সঞ্জয়?

ছত্তিশগড় বরাবরই মাওবাদী উপদ্রুত রাজ্যগুলির মধ্যে একটি। এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী রাজ্যেগুলির পুলিশের ডিজি এবং মুখ্যসচিবরা। অমিত শাহ সাংবাদিক সম্মেলনে বলেন, “আমার বিশ্বাস আমাদের লড়াই শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদ থেকে মুক্তি দিতে পারব।

আরও পড়ুন: দেশের সবচেয়ে বড় ইনকাম ট্যাক্স রেইড, ১০ দিন ধরেও টাকা গোনা শেষ হয়নি! কত নগদ উদ্ধার হয় জানেন?

অমিত শাহ এদিন আরও বলেন, “বামপন্থা এবং মাওবাদের বিরুদ্ধে শেষ হামলার সময় এসে গিয়েছে”। তবে মাওবাদ থেকে সরে এসে আত্মসমর্পণ যারা করতে চাইবেন তাঁদের উদ্দেশে বার্তা দেন, আত্মসমর্পণের নীতি অবশ্যই সময়ে সময়ে ভেবে দেখা হবে, তবে এর যাতে কেউ অপব্যবহার না করতে পারে তা-ও নজর রাখতে হবে। আর যাঁরা কোনও ভাবেই উগ্রপন্থার পথ থেকে ফিরবেন না, তাঁদের শাস্তি পেতে হবে, এই হুঁশিয়ারিও দিয়েছেন অমিত শাহ। সেই সঙ্গে মাওবাদীপ্রবণ এলাকাগুলিতে যাতে সরকারি প্রকল্প আরও ভালভাবে বাস্তবায়িত করা যায় সেই নিয়েও আলোচনা করেন তিনি।