কলকাতা: জল্পনা ছিল আগেই অবশেষে প্রকাশ্যে এল শাহী সফরের দিনক্ষণ। চলতি সপ্তাহেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চূড়ান্ত হল অমিত শাহর সফর সূচি। বুধবার রাতে কলকাতায় আসছেন অমিত শাহ। বৃহস্পতিবার তাঁর ঠাসা কর্মসূচি। পেট্রাপোল, আরামবাগ এবং কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন অমিত শাহ। বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে করতে পারেন বিশেষ বৈঠকও। একদিনের সফর শেষে বৃহস্পতিবার রাতেই ফিরে যাবেন দিল্লি।
বুধবার রাতে কলকাতায় পৌঁছবেন শাহ। এরপর বৃহস্পতিবার থাকছে তাঁর ঠাসা কর্মসূচি। কল্যাণী-পেট্রাপোল, আরামবাগ এবং কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে করতে পারেন বিশেষ বৈঠকও। তবে বৃহস্পতিবার রাতেই ফিরে যাবেন দিল্লি।
অমিত শাহর যে সরকারি সফরসূচি চূড়ান্ত হয়েছে তাতে আগামী বুধবার রাত দশটায় কলকাতা বিমানবন্দরে নামার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিমানবন্দর থেকে সোজা তিনি পৌঁছে যাবেন নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে। সেখানেই রাত্রিবাস করবেন শাহ। পরদিন বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে।
বৃহস্পতিবার ২৪ অক্টোবর সকাল সাড়ে দশটা নাগাদ নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর হয়ে প্রথমে কল্যাণী হেলিপ্যাডে নেমে নতুন প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর দুপুরে হুগলির আরামবাগের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। সেখানে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ফের কলকাতা বিমানবন্দরে ফিরে এসে অমিত শাহ পৌঁছে যাবেন সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে। সেখানে দলের সাংগঠনিক বৈঠকে অংশ নিয়ে বৃহস্পতিবার রাতেই অমিত শাহ ফিরে যাবেন দিল্লি।
আরও পড়ুন: ডাক্তার পরিযায়ী শ্রমিকের মৃত্যু! জম্মু-কাশ্মীরে নৃশংস জঙ্গি হানা, নিন্দায় সরব ওমর আবদুল্লা
আগামী ১৩ নভেম্বর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর এই আবহেই অমিত শাহর বঙ্গ সফর ঘিরে জোর তৎপরতা শুরু হয়েছে রাজ্য বিজেপি শিবিরে। বিজেপি সূত্রের খবর, সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র বা ezcc তে দলের সদস্যতা অভিযান উপলক্ষে এক বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন শাহ। এই বঙ্গ সফরে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের সঙ্গে শাহী বৈঠকও হতে পারে বলে বিজেপি সূত্রের খবর।