Orphan child

Orphan child: জন্মানোর পরেই মারা যান বাবা-মা! হাসপাতালেই বেড়ে উঠছে এক মাসের শিশু কথা

নব কুমার দাস, কালনা: হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অন্তরা বিশ্বাস নামে এক অন্তঃসত্ত্বা মহিলা ২৬শে এপ্রিল কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কন্যা সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টা পরে মা অন্তরা বিশ্বাস মারা যান। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে আত্মহত্যার পথ বেছে নেয় শিশুটির বাবা। অন্য দিকে শিশুটিও ভূমিষ্ঠ হওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। কালনা হাসপাতালের ডাক্তার  এবং এসএনসিইউ বিভাগের নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সেবায় শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, শিশু কন্যা সন্তানটির বয়স এখন এক মাসের একটু বেশি।

আরও পড়ুন: আগামী দু’-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যের দুই জেলায়

এসএনসিইউ বিভাগের নার্স, স্বাস্থ্যকর্মী, ডাক্তাররা এখন শিশুটির পরম আত্মীয়। মাতৃস্নেহে অতি যত্নে এক মাসের কন্যা সন্তানটিকে দেখভাল করছেন হাসপাতালের নার্সরা। ভালোবেসে কন্যা সন্তানটির নাম দিয়েছেন কথা, কথা এখন এসএনসিইউ ইউনিটের প্রতিটা ডাক্তার এবং নার্সের চোখের মণি হয়ে উঠেছে। নার্সদের মন এখন ভারাক্রান্ত কারণ বেশি দিন কথাকে তাঁদের কাছে রাখতে পারবেন না। কালনা হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শিশু কন্যাটির রাখার জন্য একটি সেফ হোমের চেষ্টা করছেন, আর কিছু দিনের মধ্যেই  চাইল্ড প্রটেকশন কমিটির সঙ্গে যোগাযোগ করবেন যাতে শিশুটির ভবিষ্যৎ সুন্দর হয়।