Jio-BP পালসের বড়সড় পদক্ষেপ, মুম্বইতে ৫০০ তম ইভি চার্জিং স্টেশনের উদ্বোধন অনন্ত আম্বানির

মুম্বই: জিও-বিপি পালসের ৫০০ তম ইভি চার্জিং স্টেশনের উদ্বোধন করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান অনন্ত আম্বানি ও বিপি-এর সিইও মারে অকিঙ্কলস। উল্লেখ্য, জ্বালানি ও পরিবহণ খাতে রিলায়েন্স এবং বিপি-এর যৌথ উদ্যোগ হল জিও-বিপি।

নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার, জিও ওয়ার্ল্ড প্লাজা এবং মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের অতিথিরা এই ইভি চার্জিং স্টেশন ব্যবহার করতে পারবেন। এর সঙ্গেই দেশে জিও-বিপি পালস চার্জিং পয়েন্টের ৫০০০ তম ইনস্টলেশন সম্পন্ন হল।

আরও পড়ুন- নিজের মতো সাজাতে পারবেন WhatsApp! কী ফিচার্স আসছে? জেনে নিন

প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থা জানিয়েছে, “খুব দ্রুত ইভি চার্জিং স্টেশন নেটওয়ার্ক তৈরি করছে জিও-বিপি। মাত্র এক বছরের মধ্যে ১,৩০০ থেকে ৫০০০ চার্জিং পয়েন্টে পৌঁছেছে।

এর মধ্যে ৯৫ শতাংশ ইভি চার্জিং নেটওয়ার্ক দ্রুত চার্জিং স্টেশন নিয়ে গঠিত, যা ইভি ইন্ডাস্ট্রির মধ্যে সর্বোচ্চ। ৯৬ শতাংশের অভূতপূর্ব আপটাইম সহ সংস্থা নিজেকে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য চার্জিং নেটওয়ার্ক হিসাবে প্রতিষ্ঠিত করেছে।’’

ইভি ইন্ডাস্ট্রিতে জিও-বিপি-ই সর্বপ্রথম CVPs সমর্থিত শীর্ষ রেটিংযুক্ত ৪৮০ কিলোওয়াটের চার্জার স্থাপন করেছে। যা গ্রাহককে মল, পাবলিক পার্কিং, কর্পোরেট পার্ক, হোটেল এবং রাস্তার পাশে দ্রুত এবং কার্যকরী চার্জিং সুবিধা প্রদান করে।

আরও পড়ুন- iPhone-এ অ্যাকশন বাটন কীভাবে কাস্টমাইজ করবেন? জানুন সহজ উপায়

উদ্বোধনী অনুষ্ঠানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান অনন্ত আম্বানি বলেন, “ভারতে ইভি-এর ব্যবহার বাড়াতে অগ্রণী ভূমিকা পালন করছে জিও-বিপি।

দ্রুত চার্জিং স্টেশন তৈরি বৃহত্তম নেটওয়ার্ক এবং অবকাঠামো বৃদ্ধিতে অবদান রাখবে। লক্ষ লক্ষ ভারতীয়দের জন্য সুনিয়ন্ত্রিত এবং ডিজিটাইড চার্জিং সমাধান দেওয়াই জিও-বিপির লক্ষ্য।’’

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের সৌরবিদ্যুৎ কেন্দ্র পরিচালিত গ্রিন ইলেকট্রনের সঙ্গে দেশ জুড়ে গ্রিন মোবিলিটির প্রচারের লক্ষ্যে জিও-বিপি দ্রুত এগিয়ে চলেছে।

বিপি-র সিইও মারে অকিঙ্কলস বলেন, “ইভি চার্জিং বিপি-এর অন্যতম ব্যবসা। প্রধান এনার্জি কোম্পানি হয়ে ওঠার যাত্রাপথে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বৃহৎ পরিসরে দ্রুত ও কৌশলগত অবস্থানের উপর ফোকাস করছি। যাতে গ্রাহকরা নিরবিচ্ছিন্ন সুবিধা পেতে পারেন। সেই জন্যই রিলায়েন্স এবং বিপি একসঙ্গে ইভি চার্জিং স্টেশন তৈরি করছে।’’