চাহিদা বাড়ছে ১ ফুট দেড় ফুটের দুর্গা 

Durga Puja 2024: মেডিকেল রিপ্রেজেন্টেটিভের হাতে তৈরি মিনিয়েচার দুর্গা পাড়ি দিচ্ছে দেশ বিদেশ

হাওড়া: মেডিকেল রিপ্রেজেন্টেটিভের হাতে তৈরি প্রতিমার দারুন চাহিদা! একটি নয়, একাধিক দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এই পুজোয়। দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকেই মাটির মূর্তি তৈরি করার কাজ শুরু করে হাওড়ার জয়ন্ত। গত বছরের তুলনায় এবার আরও বেশি প্রতিমা তৈরির বরাত মিলেছে। ফলে এই পুজোতে দারুণ কাজের চাপ রয়েছে শিল্পীর হাতে।

আরও পড়ুন: ভিন রাজ্যের বাজবে বাংলার ঢাক, প্রস্তুত ঢাকিরা

প্রতিমা তৈরিতে প্রধান উপকরণ মাটি, মাটির সঙ্গে কাট ও পাট এবং পুতি চুমকিতে সেজে উঠছে প্রতিমা । ক্ষুদ্র প্রতিমা, এক পলক দেখলে সহজে মনে হবে না এটি ছোট মূর্তি। ক্ষুদ্র মূর্তিতেই সাবেকিয়ানা থেকে বিভিন্ন থিমের প্রতিমা। এমনকি পদ্মশ্রী সনাতন রুদ্ধপাল এর তৈরি দুর্গা মূর্তির অনুকরণেও এবার একটি দুর্গা প্রতিমা তৈরি করেছেন শিল্পী জয়ন্ত হাজরা। উত্তরবঙ্গব্যাঙ্গালোর থেকে দেশের বিভিন্ন প্রান্তে। এমনকি সুদুর আমেরিকাতেও পাড়ি দিচ্ছে প্রতিমা।

লকডাউন পরিস্থিতে সামান্য মাটি নিয়ে খেলার ছলে বিভিন্ন জীব জন্তু এবং প্রতিমা তৈরির চেষ্টা করেন। তারপর প্রতি বছর প্রতিমা তৈরির বরাত বেড়েই চলেছে। আসলে শৈশব থেকে কাগজ দিয়ে বিভিন্ন মডেল তৈরির অভিজ্ঞতা তো ছিলই। তবে মাটি দিয়ে মডেল তৈরি লকডাউন পরিস্থিতিতেই প্রথম হাতে খড়ি। ছুটির কয়েক মাস অনবরত মাটির মূর্তি তৈরি চেষ্টা করেই সফলতা। সে বছরই প্রথম একটি ক্ষুদ্র কালী প্রতিমার অর্ডার মেলে। তারপর পরের বছরই ৩-৪ টি প্রতিমা তৈরির বরাত মেলে।

এ প্রসঙ্গে শিল্পী জয়ন্ত হাজরা জানান, বর্তমান সময়ে ক্ষুদ্র প্রতিমা মানুষের দারুণ পছন্দের। লক্ষ্মী সরস্বতী বা কালী প্রতিমার মত সারা বছর l বাড়িতে রেখে দুর্গা প্রতিমা পুজো করার চল বাড়ছে। ফলে এই ক্ষুদ্র প্রতিমার চাহিদা রয়েছে বেশ ভাল।

রাকেশ মাইতি