অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে

Anant Ambani Radhika Merchant Wedding: ১২ জুলাই বিয়ের পিঁড়িতে বসছেন অনন্ত-রাধিকা, ১৪-য় রিসেপশনের আসরে থাকবে মহাচমক

কলকাতা: শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে ১২ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে গাঁটছড়া বাঁধতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। অতিথিদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ‘সেভ দ্য ডেট’ নিমন্ত্রণপত্র। লাল রঙের সোনার কার্ড। তিনদিনের বিবাহ অনুষ্ঠানের বিবরণ রয়েছে নিমন্ত্রণ পত্রে।

১২ জুলাই ‘শুভ বিবাহ’। তিনদিনের অনুষ্ঠান শুরু হবে এই দিন থেকেই। বিয়ের দিন অতিথিদের ভারতের চিরাচরিত পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। ১৩ জুলাই ‘শুভ আশীর্বাদ’। এই দিন অতিথিদের ভারতের ফর্মাল পোশাক পরার পরামর্শ দিয়েছে আম্বানি পরিবার। ১৪ জুলাই ‘মঙ্গল উৎসব’ বা বউভাত। এই দিনের জন্য চটকদার ভারতীয় পোশাকের ড্রেস কোড রাখা হয়েছে।

আরও পড়ুন: দার্জিলিং, নামটা শুনলেই মন ভাল হয়ে যায়! আপনি কি ‘দার্জিলিং’ শব্দের মানে জানেন?

বিয়ের যাবতীয় অনুষ্ঠান হবে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে। চিরাচরিত বৈদিক হিন্দু পরম্পরা অনুযায়ী আয়োজিত হবে বিয়ে। রাধিকা মার্চেন্ট এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের সিইও বীরেন মার্চেন্ট এবং উদ্যোক্তা শায়লা মার্চেন্টের কন্যা।

বিয়ের কার্ড
বিয়ের কার্ড

জামনগর রিক্যাপ: চলতি বছরের গোড়ায় জামনগরে রাধিকা ও অনন্তর প্রাক বিবাহ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন দেশ বিদেশের রাষ্ট্রপ্রধান, শিল্পপতি, ব্যবসায়ী, হলিউড এবং বলিউড তারকারা।

মেটা প্রতিষ্ঠাতা মার্ক জুকেররবার্গ ও তাঁর সমাজসেবী স্ত্রী প্রিসিলা চ্যান, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা, শিল্পপতি গৌতম আদানি, নন্দন নিলেকানি, আদর পুনাওয়ালা, ক্রিকেটার শচিন টেন্ডুলকার, এমএস ধোনি, রোহিত শর্মা, আধ্যাত্মিক গুরু সদগুরু জগ্গি বাসুদেব প্রাক বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন।

আরও পড়ুন: বৃষ্টিভেজা দিনে খিচুড়ি না খেলেই নয়! খিচুড়ি খেলে শরীরে কী হয় জানেন? রইল লোভনীয় এক রেসিপি

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় সুপরিচিত চলচ্চিত্র ব্যক্তিত্বদের। উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শাহরুখ খান, আমির খান, করণ জোহর, রণবীর কাপুর, আলিয়া ভাট, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত।

প্রাক বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনে মঞ্চে ওঠেন পপ তারকা রিহানা। এটাই ভারতে তাঁর প্রথম পারফরম্যান্স ছিল। জামনগরে ঝলমলে গাউনের সঙ্গে ফ্লুরোসেন্ট সবুজ বডিকন এনসেম্বলে মঞ্চ মাতিয়ে ছিলেন রিহানা। বিভিন্ন দিনে অতিথিদের ড্রেস কোড ছিল ‘জঙ্গল ফিভার’, ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ড সাইড’ এবং ‘মেলা রুজ’। রিহানা ছাড়াও তিনদিনের ইভেন্টে বিশ্ববিখ্যাত জাদুকর ডেভিড ব্লেইন মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন অতিথিদের। অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জের একটি পারফরম্যান্সও অতিথিদের মুগ্ধ করেছিল।

অনন্ত-রাধিকার প্রেম কাহিনি: মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে রিলায়েন্সে যোগ দেন অনন্ত আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিও প্ল্যাটফর্ম এবং রিলায়েন্স রিটেইল ভেঞ্চার বোর্ডের সদস্য হিসাবে বিভিন্ন পদে কাজ করেছেন তিনি। বর্তমানে অনন্ত রিলায়েন্সের এনার্জি বিজনেসের নেতৃত্ব দিচ্ছেন।

রাধিকা মার্চেন্ট নিউইয়র্ক বিশ্ব বিদ্যালয়ের স্নাতক। বর্তমানে এনকোর হেলথ কেয়ার বোর্ডে একজন পরিচালক হিসেবে কাজ করেন। রাধিকা প্রশিক্ষিত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী। গত বছরের জুন মাসে প্রথমবার মঞ্চে নৃত্য পরিবেশন করেন তিনি। সেই অনুষ্ঠানের নাম ছিল ‘আরেঙ্গাত্রম’।

অনন্ত এবং রাধিকা ছেলেবেলার বন্ধু। ২০১৮ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। একে অপরকে চোখে হারাচ্ছেন, এমনই একটা ছবি অনলাইনে ভাইরাল হয়, যা থেকে বোঝা যায় তাঁদের সম্পর্কের দৃঢ়তা।

যদিও অনন্ত এবং রাধিকা কখনওই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে আম্বানি পরিবারের অনুষ্ঠানগুলিতে রাধিকাকে দেখা যেত। ২০১৮ সালে আনন্দ পিরামল ও ঈশা আম্বানির বিয়ে এবং ২০১৯ সালে শ্লোকা মেহতা এবং আকাশ আম্বানির বিয়েতেও উপস্থিত ছিলেন রাধিকা।

অনন্ত রাধিকা এনগেজমেন্ট: ২০২২ সালের ডিসেম্বরে রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে অনন্ত ও রাধিকার ‘রোকা’ অনুষ্ঠান হয়। এরপর ২০২৩-এর ১৯ জানুয়ারি আয়োজিত হয় অনন্ত ও রাধিকার ‘গোল ধানা’ অনুষ্ঠান। আম্বানিদের বাসভবন অ্যান্টিলিয়াতে আয়োজিত হয়েছিল বাগদান অনুষ্ঠান। শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, সচিন তেন্ডুলকার, শ্রেয়া ঘোষাল, রাজকুমার হিরানি, বিধু বিনোদ চোপড়া সহ বলিউডের তাবড় সেলিব্রিটি অনন্ত ও রাধিকাকে আশীর্বাদ করতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।